-
আমার মনে হয় অল্প বিনিয়োগে অধিক আয়ের জন্য ফরেক্স হচ্ছে অন্যতম ব্যবসা। এখানে অল্প পুঁজি দিয়ে অনেক ভালো পরিমাণ মুনাফা আয় করা সম্ভব। শেয়ার মার্কেট থেকেও এখানে অনেক বাড়তি সুবিধা আছে। এটা ওয়াল্ডের সব চাইতে বেশি লাভজনক ব্যবসা। তাই আমি মনে করি আমাদের অন্য খাতে বিনিয়োগ না করে ফরেক্সে বিনিয়োগ করা উচিৎ।
-
ফরেক্স মার্কেটে লাভ করা বড় কথা নয় । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ কর । আমি প্রতিদিন শর্ট টাইম ট্রেড করে ২০ থেকে ৩০ পিপ্স প্রফিত করতে পারি । যখন এ্যাকাউন্ট জিরো হয়ে যায় তখন খুবই কষ্ট লাগে । আমার ট্রেড গুলোযেদিকে করে তার বিপরীত দিকে যায় এটা হয় এ্যানালাইসিস না করার কারণে ।
-
আমার চেষ্ঠা করি 100 pips প্রফিট করার জন্য কিন্তু খুব কষ্ট হচ্চে। কেমন যেন ট্রেড ওপেন করা ঠিক point খঁজে পাচ্ছি না কারন এখন 50 pips প্রফিট করা কঠিন হয়ে দাড়িয়েছে। এখন কি করছি নিজেও ঠিক বুঝে উঠতে পারছি না দোয়া করবেন আমার জন্য।
-
নির্দিষ্ট করে বলে সম্ভব নয় তবে আমার ফরেক্স এর প্রতিদিনে টর্গেট থাকে 30 পিপস । মাঝে মাঝে এর বেশী ও হয় কম ও হয় । আমি মনে করি প্রত্যেক টেডারের একটি টার্গেট থাকা উচিত তাহলেই সফল হওয়া যাবে।
-
আমি আমার ট্রেডিং সিস্টেম এ তো প্রতিদিন ট্রেড পাই না আর যেই দিন ট্রেড পাই সেই দিন আমার ১০০ পিপ্স থেকে ১৫০ পিপ্স লাভ হয় আপনি যদি আপনার ট্রেডিং সিস্টেম ভাল করে বুঝেন তা হলে আপনি ও ফরেক্স মার্কেট থেকে অনেক অনেক ডলার লাভ করতে পারবেন আমি লিখে লিখে ফরেক্স মার্কেট এ ট্রেড করি তা হলে আমার লস ট্রেড কম হয় আর লাভ এর পরিমান বেশি হয় আপনি ও যদি ভুল গুল কম করতে পারেন তা হলে আপনি ও অনেক ডলার লাভ করতে পারবেন
-
আমার মনে হয় পৃথিবীতে এমন কোন ব্যাবসা নেই যেখানে প্রতিদিন নির্দিষ্ট পরিমান লাভ বা লস হয়। ব্যাবসার খেতরে সব হয় ওলট-পালট ভাবে। তাই আমার কোন নির্দিষ্ট লাভ বা লসের গননা নাই তবে আনুমানিক বলতে পারি যে আমি সপ্তাহে ০.২০ লট কোরে মোট ২০০ পিপস মত ও এর বেশি ও লাভ করে থাকি। তবে আমার বর্তমানে লস খুবি কম হয়। প্রতম প্রথম কয়েকটা একাইন্ট নষ্ট করছি।
-
আপনি প্রতিদিন ফরেক্স মার্কেট থেকে কত পিপ্স আয় করবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দক্ষতার উপর । আপনি ফরেক্স ট্রেডিং এ যত বেশি দক্ষতা অর্জন করতে পারবেন তত বেশি এই মার্কেট থেকে আয় করতে সক্ষম হবেন । তাই আপনাকে ভালো পিপ্স আয় করতে হলে আপনাকে আগে ফরেক্স ট্রেডিং ভালো করে শিখতে হবে ভালো দক্ষতা অর্জন করতে হবে তাহলে আপনি প্রতিদিন অনেক পিপ্স আয় করতে সক্ষম হবেন ।
-
প্রতিদিনের গড় হিসাব তো করিনা তবে মাসিক গড় হিসাব ২০০/৩০০ পিপস্ হয়৷আমি ব্যাক্তিগত ট্রেড করি খুবই কম৷প্রতি মাসে মাত্র ২ টা কি ৩ টা ট্রেড করি মার্কেটের পরিস্হিতি বুঝে৷অনেক সময় এনালাইসিস যদি ভূল হয় তাহলে লস গুনতে হয়৷আমার ব্যাক্তিগত অধৈর্য্য ও বেশি লোভের কারনে পর্যা্প্ত পিপস্ সঠিক ভাবে নিতে পারি না৷কেনো জানি অস্হির হয়ে যাই ও কাংখিত পিপস্ থেকে বঞ্চিত হই৷
-
একজন দক্ষ ট্রেডার প্রতিদিন কমপক্ষে ৫০ থেকে ৬০ পিপস অায় করা খুবই সহজ । অামরা সব সময় কাজে নিয়োজিত থাকব । যে ট্রেডার কাজে নিয়োজিত থাকে সে এই পিপস অর্জন করা সহজ হয়ে যায় । দক্ষতাবান হতে হলে সে মোতাবেক পরিশ্রম করতে হবে ।
-
আমি এখন লং ট্রেড করে থাকি। তাই অল্প পিপ এর চিন্তা মাথায় নেই। আমি বড় ট্রেড করে বড় পিপ প্রফিট এর আশা রাখি। আর প্রতি মাস যদি প্রফিট করা যায় তাহলে আমি প্রতিদিনের হিসাব রাখব কেন। আমি প্রতি মাসে কত আয় করছি সেটার হিসাব রাখছি।