-
ফরেক্স মার্কেটে পোস্ট হতে হবে অবশ্যই ফোরাম কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী । আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক কিছূ শিখতে পারি । তবে তার আগে আমাদের দক্ষ হয়েই রিয়েল মাঠে খেলতে নামতে হয় । ফরেক্সে ট্রেড করে সফলতা অর্জন করতে চািইলে ফোরামের পোস্টিং বোনাসের যথার্থ ব্যবহার করার কোন বিকল্প নেই ।
-
আমি জানি দিন 35 টার বেশি পোষ্ট করা যায়না। তাছাড়া যদি একদিন যদি বাদ দেন তাহলে আপনার 35-40 যেটাই বলেন না কেন এইটা আর ফেরত পাবেন না মানে পরের দিন 40+40=80 টা দিতে পারবেন না এইটুকু জানি। তারমানে হচ্ছে 1 দিন গেলে 40 পোষ্ট বোনাস শেষ।
-
এ ভ্যাপারে আমার মন্তব্য হচ্ছে ফরেক্স বাংলা ফোরাম তো ডলার কামানোর জায়গা নয় এটা হল অভিঞ্জত্ শেয়ারের জায়গা। এখানে আপনি আপনার িঅভিঞ্জতা ুেলো তুলে ধরবেন যার আরলাকে অন্য আরেক জন ভাই তা খথকে বকছু শিখতে পারনব। নিজেরা নিজেদের সমস্যা সমূহ সমাধান করতে পারবে। এ সব না করে আপনি তো একে ডলার কামানোর উদ্দেশ্যে ব্যবহার করতেদ পারেননা।
-
প্রতিদিন আপনি হাইয়েস্ট ৪১ টা পোস্ট করতে পারবেন (যদি আপনি ডেইলি পোস্ট করেন)। অর্থাৎ মাসে আপনি ২৫০ ডলার অর্জন করা পর্যন্ত যতগুলো ইচ্ছা পোস্ট করতে পারবেন। তবে প্রতিটি পোস্টই মান সম্মত হতে হবে এবং কমপক্ষে ২ লাইনের হতে হবে। সাধারণত ফোরামে সেই পোস্টগুলোকেই বেশি প্রাধান্য দেয়া যার দ্বারা ফোরামে আশা ইউজাররা উপকৃত হয় ও কিছু শিখতে পারে।
-
আমি এ বিষয়ে সঠিক জানি না তবে আমরা অনেকে না পড়ে পোস্টিং শুরু করে দেই। যার কারনে অনেক কিছু না বুঝে কমেন্ট করে থাকি। আমাদের সব গুলো পোস্টের বোনাস পেতে হলে মান সম্পন্ন পোস্ট করতে হবে। তা না হলে আমরা বোনাস পাব না।
-
আমার জানা মতে বাংলা ফোরামে দৈনিক ৫০- ৬০ টি পোস্ট দেওয়া যায় এতে করে আপনি দৈনিক ১০-১২ ডলার ইনকাম করতে পারেন তবে কথা হচ্ছে ধৈর্য হারা হলে চলবে না । আপনি কিছুক্ষন কম্পিউটারে লেখার পরে আপনার অনেক খারাপ লাগবে তখন আপনাকে ধৈর্য ধরে তা মোকাবেলা করতে হবে । তাহলেই আপনি দৈনিক ১০-১২ ডলার ইনকাম করতে পারবেন । আর এর মাধ্যমে আপনি ফরেক্স মার্কেটে উপকৃত হবেন ।
-
যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তারা জানি যে এই মার্কেটে ট্রেড করার মাধ্যমে আমরা অনেক কিছূ শিখতে পারি ।আপনি প্রতিদিন 40 থেকে 41 টি পোষ্ট দিতে পারবেন। কারন আপনার প্রতিটি পোষ্টের জন্য আপনাকে .20 ডলার বোনাস দেয়া হয়।তবে বাংলা ফোরামে আপনি ফরেক্স সম্পর্কিত পোস্ট করতে হবে নয়ত ব্যান খাবেন।
-
ফোরামে আপনি প্রতিদিন ৪০ টা পোস্ট অর্থ্যাৎ ৮ ডলারের বোনাস আয় করতে পারেন কারন প্রতি পোস্টের জন্য আপনি পাবেন ২০ সেন্ট করে।তবে বাংলা ফোরামে আপনি ফরেক্স সম্পর্কিত পোস্ট করতে হবে নয়ত ব্যান খাবেন।
-
অনেকে বলে ফরেক্স বাংলা ফোরামে আনলিমিটেড পোষ্ট করা যায় । তবে আমি মনে করি ফরেক্স বাংলা ফোরামে দিতে ২৫-৩০ টার বেশী পোষ্ট না করা ভাল । এর বেশী পোষ্ট করলে বিানাস শীকারি হিসোবে গন্য হয় এতে করে একাউন্ট ব্যান্ হবার সম্ভবনা থাকে। আর কেউ যদি কোন দিন পোষ্ট করতে ভূলে যায় তবে সে যে দিন পোষ্ট করবে সে যেন ২৫/৩০ টার বেশী পোষ্ট না করে দিনে ।
-
ফোরামে আপনি দৈনিক ৪০ টি পোস্ট করতে পারবেন এর বেশি করা যাবে না।বেশি করলে বুঝতে হবে আপনি বোনাস শিকারী তাই নিয়মিত পোস্ট করুন মানসম্মত এবং উপকারী।আমি যখনই সময় পাই তখনই পোস্ট করি দিনপ্রতি ১৫ থেকে ২০ টা পোস্ট হয়।