ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অবশ্যই ধৈর্য্যশীল হতে হবে। ধৈর্য্য ছাড়া ফরেক্স মার্কেট টিকে থাকা অসম্ভব। কারন ফরেক্স মার্কেট বুঝার জন্য এবং ফরেক্স ট্রেডিং ভালভাবে জানার জন্য ভালভাবে অনুশীলন করতে হয়। এবং এমনও আছে যে অনেক ১০/১৫ বছর ধরেও ট্রেডিং করে প্রতিনিয়ত শেখা লাগে। তাই ফরেক্সে ধৈর্য্যশীল থাকা আবশ্যক। তবে বাংলাদেশের বেশীরভাগ ট্রেডার ধৈর্য্যশীল না। তারা এক এক মাস ট্রেডিং করে পরের মাস থেকে প্রফিট করার জন্য বসে থাকে। আর অধৈর্য্য হয়ে ট্রেড নেয় ফলে প্রফিটের বিপরীতে লসই বেশি করে। আর মার্কেটে ট্রেড নেওয়ার জন্য একটি ভাল সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তাই ধৈর্য্য না থাকলে ফরেক্স মার্কেটে টিকে থাকে অসম্ভব।