ফরেক্স এ লট বাড়িয়ে ট্রেট করা মানে ওভার মানি ম্যানেজমেন্টে ট্রেড করা।এর ফলে ট্রেডে বিপুল পরিমাণে ঝুঁকি বেড়ে যায়।কারণ যদি কখনো ভুল ট্রেড ধরা হয় বা মার্কেট আপনার উল্টা দিকে চলে তাহলে আপনার প্রচুর পরিমাণ লস হয়ে যেতে পারে এমনকি আপনার একাউন্ট ব্যালেন্স শুন্য হয়ে যেতে পারে।তাই একজন সচেতন ট্রেডার হিসেবে কখনোই ওভারলটে ট্রেডিং করা উচিত নয়।