আমি যখন কোন নতুন ট্রেড ওপেন করার চিন্তা তখন প্রথমে নজর রাখি আমার মার্জিন এর কি অবস্থা তার উপর। অবশ্য আমার ব্যালান্স এর অবস্থা কি সেটা ভেবে নিই। ধন্যবাদ।
Printable View
আমি যখন কোন নতুন ট্রেড ওপেন করার চিন্তা তখন প্রথমে নজর রাখি আমার মার্জিন এর কি অবস্থা তার উপর। অবশ্য আমার ব্যালান্স এর অবস্থা কি সেটা ভেবে নিই। ধন্যবাদ।
হ্যা অবশ্যয় একটি ট্রেড ওপেন করার আগে এই বিষয়গুলোর উপর নজর দেওয়া খুব জরুরী কারন আপনি যদি আপনার ব্যালেন্স হিসাব না করে বড় লটে ট্রেড নিয়ে থাকেন তবে আপনার ট্রেডটিেএকটু বিপরীদে গেলেই আপনার একাউন্ট শেষ হয়ে যেতে পারে।ধন্যবাদ।
ট্রেড ওপেন করা মানে আমি মনে করি ব্যবসা শুরু করা। একটি ব্যবসা শুরু করার আগে আমি চিন্তা করি কত টাকা নিয়ে ব্যবসা করব। অর্থাৎ আমার মূলধন কত হবে। আমি কত টাকা ব্যয় করবো কত টাকা স্টক রিজার্ভ করে রাখব। আমি ব্যবসার ক্ষেত্রে কত টাকার ঝুকি নিতে পারব। এই সব কিছু চিন্তা করার পর আমি একটি ট্রেড দেয়। চিন্তা ভাবনাটা ঠিক একটি ব্যবসা শুরু করার পূর্ববর্তী ভাবনার মত।
ট্রেড করতে হলে যে বিষয়ের উপর প্রথমে নজর দিতে হবে
১। না বুজে ত্রাদে ওপেন করবো না
২। অতিরিক্ত buy & sell করবো না
৩। লোভ করবো না
৪। বেশি লেভারেজে নিব না
৫। নিউজ ত্রাদিং করবো না ( যদি প্রাথমিক হন )
৬। বেশি লট ওপেন করবো না
৭। স্টপ লস সেট করে ত্রাদে করবো
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে প্রথমেই
আমাদের নজর দেওয়া উচিত ফরেক্স শেখার
ক্ষেত্রে কারণ ভালো করে ফরেক্স
ট্রেডিং শেখার উপরেই নির্ভর
করে আমরা কতখানি প্রফিট গেইন করতে পারব
তারপরেই উচিত খুব
ভালো একটি স্ট্রাটেজি নিয়ে আগানোর
উপর এবং তার পরেই আমাদের একাউন্ট এর
ইকুইটি বা ডিপোজিট মনির
উপরে মানি মেনেজমেন্ট করে ট্রেড
করা এবং লোব থেকে মুক্ত
হয়ে ধীরে ধীরে মার্কেট বুঝে
আমি মনে করি একজন দক্ষ ট্রেডার হওয়ার জন্য ট্রেডিং-এর ক্ষেত্রে প্রথমেই নিজেকে একজন ধৈর্য্যবান ব্যক্তি হিসাবে তৈরি করতে হবে। এখানে অনেক সময়েই লক্ষ করা যায় ট্রেডাররা সামান্য কিছু লসের ফলে ধৈর্য্যহারা হয়ে ভুল ট্রেড করে থাকে। যার ফলে তারা আরো লসের ভাগিদার হয়।
আমার মতে ট্রেড করতে হলে মানি ম্যানেজমেন্ট এর পাশাপাশি আপনাকে যে বিষয়ের উপর বেশী গুরুত্ত দিতে হবে সেটা হচ্ছে ট্রেন্ড।কারন ট্রেন্ড হচ্ছে একজন ট্রেডারের সবচাইতে বড় ফ্রেন্ড।আপনি যদি ট্রেন্ডের সাথে ট্রেড করেন তাহলে রিস্ক ছাড়াই অনেক বেশী প্রফিট করতে পারবেন।
একটা ট্রেড এ এন্ট্রি নেবার আগে বিভিন্ন এনালাইজিস করে নিতে হয়। তা না হলে ট্রেড টি লাভ অপেক্ষা লসে বেশি যায়। ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল এনালাইজিস খুব জরুরি একটা ট্রেড ওপেন এর আগে। আর মার্কেট সাপোর্ট না রেসিস্টেন্স এ আছে সেটাউ মাথাই রাখতে হয়। কখনো ট্রেন্ড এর বিপরীতে ট্রেড ওপেন করা ঠিক না।
ট্রেড করতে হলে আপনাকে প্রথমেই দেখতে হবে আপনার ব্যালেন্স কত। আপনার লিভারেজ কত। সেই অনুযায়ী মানি ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। মানি ম্যানেজমেন্ট ঠিক করতে না পারলে অচিরেই আপনার ব্যালেন্স শূন্য হবে। তাই সবার প্রথমে মানি ম্যানেজমেন্ট ঠিক করতে হবে।
সবার প্রথমে কত ডিপোজিট করা আছে সেই দিকে খেয়াল রেখে কাজ করতে হবে , মানিম্যানেজমেন্ট এর দিকে খেয়াল রাখতে হবে , এ্যানালাইসিস্ ঠিক আছে কিনা তা দেখে শুনে ট্রেড করতে হবে ।