-
ফরেক্স বিজনেস এর তাৎপর্য ব্যাপক এবং তা আরও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফরেক্স শুদু আমাদের দেশেই নয় তা সমস্থ জগত জুরে ব্যাপক হারে পরিধি বাড়াচ্ছে। আমার কাছে ফরেক্স এর ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। ফরেক্স যে হারে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে তাতে আমাদের বেকার যুব সমাজ অনেকটা সবল হয়েছেন। এবং তা দেশের অর্থনীতিতে ভুমিকা রাখছে। আমি ও চাই নিজেকে এক জন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলে এই ফরেক্স দ্বারা নিজের সমাজ , এবং দেশকে এগিয়ে নিয়ে যাব।
-
ফরেক্সের ভবিষ্যত পরিকল্পনা ব্যাপক, কারন আমাদের দেশে বেকার লোকের সংখ্যা অনেক বেশি । তাদের যদি এই ফরেক্স এর ধারনা দিয়ে তাদের কে কাজ সিখিয়ে দাওয়া যায় তবে এই ফরেক্স মার্কেট এর মাধমে বাংলাদেশ এর বেকারত্ব দূর করা যাবে এবং সবাই ভাল বাবে জীবন যাপন করতে পারবে ।
-
ফরেক্স যে সকল পরিকল্পনা নিতে পারে সে গুলো হলো
১। এটাকে মানুষের কাছে সহজ করে তোলা
২। প্রতেকে যেন ভাল টাকা উপার্জন করতে পারে
৩। পৃথিবীর প্রতিটা মানুষের কাছে ফরেক্সে পৌঁছে দেওয়া
-
ফরেক্স এর ভবিষ্যৎ পরিকল্পনার মাঝে যে সব বিষয় গুরুত্বপূর্ণ তা হলঃ
১। ফরেক্স ট্রেড সম্পর্কে সবাইকে অবহিত করা।
২। ফরেক্স টেরনিং সেন্টার স্থাপন এবং সাধারন জনগণ কে এ সম্পর্কে জানানো।
৩। ফরেক্স এর সেবা সবার কাছে পৌছে দেওয়া।
৪। ফরেক্স এক্সপার্ট দেরকে নিয়া জনমত গঠন করা।
-
ফরেক্স দ্বারা কিন্তু আমরা বিশদ ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহন করতে পারি। আমরা যারা ভাল মানের ফরেক্স ট্রেডার আছি তারা ফরেক্স কে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। ছাত্রদের কে ফরেক্স এর সাথে যুক্ত করতে হবে। যদি ফরেক্স এর সাথে সবাই কে যুক্ত করা যায় তবে দেশের বেকারত্ত দুরী করনে বড় ভূমিকা রাখতে পারে ফরেক্স বিজনেস। আমার আশা আছে ভাল ট্রেডার হলে অনেক কে ফরেক্স শিখাবো।
-
হ্যা, আমিও এমন পরিকল্পনা করি।ফরেক্স দিনদিন প্রচুর জনপ্রিয় হচ্ছে। অনেকেই ফরেক্সে আগ্রহী হচ্ছে।এভাবে চলতে থাকলে একসময় ফরেক্স অনেক মানুষের কর্মসংস্থান হয়ে দাড়াবে।ছোট-বড় সবার লক্ষ্য থাকবে ফরেক্স মার্কেটে কি হচ্ছে। এককথায় ভবিষ্যতে ফরেক্স যেন আমাদের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ন অংশ হয়ে দাড়াবে -এমন ভাবনাই আমার মনে হয়ে থাকে।
-
কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো তুমিও কারো না কারো কাছে অযোগ্য। মনে রেখো, কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়।মানুষ এতো সহজে কোন জিনিসই বিলিয়ে দেয় না, যত সহজে সে উপদেশ বিলিয়ে দিয়ে থাকে।আবেগপ্রবন মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে। তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি।
-
পাঠ হল বাংলাদেশের সোনালি হাঁস, আর প্রবাসীরা হল বাংলেদেশের সোনার মানুষ, আর কিছু দিন পরে ফরেক্স হবে সোনার টুকরা বেবসা, কারন ক্রমশ ট্রেডার এর সংখ্যা বারতেছে, হোক না লস তাতে কি, অভিজ্ঞতা অর্জন করলে এক দিন লাভ হবেই।
-
ফরেক্সের বভিষ্যত পরিকল্পনা ফরেক্স নিয়ে আমার বভিষ্যত পরিকল্পনা দুটি ভিন্ন জিনিস। আমি যদি আমার কথা বলি তাহলে বলব ফরেক্স নিয়ে খুব বেশি কিছু ভাবিনি। ফরেক্স সম্পর্কে প্রতিনিয়ত শিখছি আরো শিখব। আমি কখনো এটা স্বপ্ন দেখিনা যে আমি বিশ্বের সেরা একজন ট্রেডার হব, তবে এটা আশা রাখি ভালো একজন ট্রেডার হব। ভালো ট্রেডার হওয়ার জন্য যা যা করতে হয় তা করাই এখন আমার লক্ষ্য।
-
ফরেক্স সম্পর্কে ধারনা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলে অনেক ভাল হবে । আসলে ফরেক্স কোন সহজ পন্থা নয় এর জন্য প্রচুর মেধা ইনভেস্ট করতে হয়। তাই আমাদের সবার উচিত হবে আমরা নিজেরা যেনো ভাল করে ফরেক্স শিখে তার পর ফরেক্স বিজনেস করি।