-
আমি মনে করি ফরেক্স ট্রেডিংয়ে দক্ষতা অর্জন করতে পারলেই কেবল লং টাইম বিজনেস করা ভালো হবে।কেননা দক্ষ ট্রেডাররা নিয়োমিত প্রফিট পেয়ে থাকে। ফলে তাদের ব্যবসা লং,শর্ট করা মনের ব্যাপার।কিন্তু নতুন ট্রেডারদের শর্ট টার্ম হিসেবে ট্রেড করাই ভালো।কেননা অদক্ষতার কারনে তারা লং টার্মে ব্যালেন্স শূন্য হয়ে যেতে পারে।
-
ফরেক্সে দীর্ঘ সময় এবং স্বল্প সময় - উভয় সময়ের জন্য ট্রেড করা যায়। অভিজ্ঞ ট্রেডারদের জন্য দীর্ঘ সময়ের ট্রেড ভালো। কারণ তারা সঠিক এনালাইসিস করার মাধ্যমে ভালো লাভ করতে পারে। কিন্তু যারা নতুন এবং ইনভেস্টমেন্ট কম, তাদের জন্য স্ক্যাল্পিং অর্থাৎ স্বল্প সময়ের ট্রেড উত্তম। অন্যথায় তারা অধিকাংশ সময় একাউন্ট জিরো করে ফেলে। তবে হতাশ হওয়ার কোন কারণ নেই, কেননা স্ক্যাল্পিং করেও ভালো প্রফিট অর্জন অসম্ভব কিছু না।
-
ফরেক্স ব্যবসার স্থায়িত্ব নির্ভে করে ব্যক্তিগত দক্ষতা,ইচ্ছা ও সামর্থ্যের ওপর।আপনার যদি দক্ষতা না থাকে তবে লং টাইম না করাই ভালো। আবার আপনার মানি ম্যানেজমেন্ট সঠিক না হলে ব্যবসা শর্ট টাইম হয়ে যাবে।মূলত ফরেক্স ট্রডিংয়ে প্রচুর ধৈর্য্য না থাকলেও এ ব্যবসা লং টাইম করা সম্ভব নয়।
-
ফরেক্স ব্যবসা নির্ভর করে আপনার নিজের উপর। আপনি ইচ্ছে করলে দীর্ঘ সময় করে করতে পারেন আবার অল্প সময় নিয়েও করতে পারেন। তবে অল্প সময় নিয়ে করলে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে। তাই আমি মনে করে দীর্ঘ সময়কে লক্ষ্য করেই ট্রেড করা উচিত।
-
আমি মনে করি, ফরেক্স বিজনেস আপনি অল্প সময়ে করতে পারেন অনেক সময়
নিয়েও করতে পারেন এর জন্য আপনার দরকার
হবে মানি মেনেজম্যান্ট।কারন আপনার
এ্যাকাউন্টে টাকা না থাকলে আপনি লং টাইম ট্রেড
করতে পারবেন না।কারন যেকোনো সময় একটি দেশের
কারেন্সের দাম কমে বারে।তাই আমাদের ভালো হবে অল্প সময়
নিয়ে করে ট্রেড ক্লোস করে দেয়া।
-
আমার মতে ফরেক্স ব্যবসা দীর্ঘ সময়ের ব্যবসা।প্রফেসন হিসেবে ফরেক্স করলে অবশ্যই তারা দীর্ঘ সময় হিসেবে ব্যবসা করে।হয়তো অনেকেই অনেক স্বল্প সময়ে বেশ কিছু প্রফিট করে উইথড্র দিতে পারে।কিন্তু তাই বলে নিয়মিতো প্রফিট না করতে পারলে তো হবে না।মূলত দীর্ঘ সময় নিয়মিতই প্রফিট করে যেতে পারলেই তাকে ফরেক্স ট্রেডার বলা যায়।কারন ফরেক্স কিন্তু কোনো এমএলএম কোম্পানি নয় যে যখন তখন ফ্রুত করে চলে যাবে।ফরেক্স একটা দীর্ঘ সময়ের আজীবনের মার্কেট।
-
তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে পরহেযগারদের জন্য।যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, বস্তুতঃ আল্লাহ সৎকর্মশীলদিগকেই ভালবাসেন।তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।---- আল কোরআন
-
ফরেক্সে দুইভাবেই ট্রেড করতে পারবেন আপনি। স্বল্পসময়ে এবং দীর্ঘসময়ে জেভাবেই আপনি আপনার ট্রেড স্টাইল সাজান না কেন আপনাকে মার্কেট বুঝতে হবে। আপনি যদি অল্প সময়ে প্রফিট তুলে নিতে চান তাহলে সেই ভাবেই মার্কেট এনালাইসিস করে ট্রেড করতে হবে। এতে লাভের পরিমান কম হলেও ঝুঁকির পরিমান কম। আবার লং টাইমে ট্রেড করলে ঝুকি বেশি থাকে যা অপেক্ষাকৃত অভিজ্ঞ ট্রেডারদের জন্য।
-
ফরেক্স ব্যবসাকে আপনিক র্দীঘ সময় ধরে রাখবেন না অল্প সময় রাখবেন তা *নির্ভন করে নিজের উপর। ফরেক্স মার্কেটা যে বুঝে করে সে অনেক দিন থাকতে পারে । দেখা যায় যে ব্যক্তির ইনভেস্ট অনেক সে হয়তো র্দীঘ সময় ধরে করতে পারে। আর যার ইনভেস্ট কম সেই ব্যক্তির ক্ষেতে অল্প সময়। আমার কাছে মনে হয় আমরা কিভাবে ট্রেড করবো সেই নির্ভর করে নিজের কাছে । তাই অামরা দেখে শুনে ট্রেড করবো যেন লাভবান হতে পারি।
-
ফরেক্স স্বল্প মেয়াদী একতা ব্যবসা আপনার এই ধারনার সঙ্গে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করছি। আমার মতে ফরেক্স মোটেও স্বল্পমেয়াদী কোনো ব্যবসা নয়। বরং এটা দীর্ঘমেয়াদী একটা ব্যবসা। ফরেক্স নিয়ে যদি কারো ধারনা থাকে এটা ভুয়া তবে সেটা পুরোপুরি ভ্রান্ত। ফরেক্স অনেকদিন ধরেই বাইরের বিশ্বে প্রচলিত একটা ব্যবসা। এখানে চাইলে কেউ স্বল্পমেয়াদী ট্রেডও করতে পারে তবে মূলত এটি দীর্ঘমেয়াদী ব্যবসা।