-
Ma এর কাজ৷
মুভিং এভারিজ এর প্রয়জোনিয়তা প্রায় সকলেই কম বেশি অনুভব করে থাকি৷ এটা সকলেই মনে৷ মুভিং এভারিজটি এটা বড় বড় টাইম ফ্রেমের ক্ষেত্রে বেশি বেশি কাজ করে থাকে৷ যদিও ছোট টাইম ফ্রেমের ক্ষেত্রে কজ করে না এ কথা বলা কখনও ঠিক হবে না৷ এবং বড় বড় টাইম ফ্রেমের ক্ষেত্রে খুবি ইফেক্টিক হয়ে থাকেন৷ এমন কথা টপার রা বলে থাকেন৷
:rules::bravo::tie::D
-
অব্যশোই মুভিং এভারেজ দিয়ে ট্রেড করলে লাভ করা যাবে। ফরেক্স এ এমন কোন ট্রেডার খুজে পাওয়া যাবে না যে মুভিং এভারেজ ইউজ করে না। এটি আসলে গুরুত্তপূর্ন ট্রেডইং টুল। মার্কেট ট্রেন্ডিং বুঝতে এটি সাহায্য করে। আর তাছারা এটি ডাইনামিক সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স হিসাবে ও কাজ করে।
-
আমার প্রিয় ইন্ডিকেটর । এই ইন্ডিকেটর আর প্রাইজ একশনের কম্বিনেশন দিয়ে অনেক রোবট কোডিং করিয়েছি। ভার্সন ১.০ থেকে ১.৭ পর্যন্ত বানিয়েছিলাম। বেশ কাজের ইন্ডিকেটর। অন্ধের মত এটাকে ফলো না করে এটার সাথে সাথে সাপোর্ট রেজিস্ট্যান্ড মেনে যদি এন্ট্রি নিতে পারেন তাহলে লাভবান হতে পারবেন। মুভিং এভারেজ দিয়ে ট্রেড ফিল্টার করতে পারবেন।
-
ভাই এখানে মুভিং এভারেজ মূলত আপনাকে মার্কেটের বিগত এভারেজ একটা মুভমেন্ট শো করে দেখাবে, এটা দিয়ে আপনি সাময়িক একটা ধারণা পেতে পারেন, তবে এটাই যথেষ্ট নয়। এর সাথে আপনাকে আরও পাওয়ারফুল ইন্ডিকেটর নিতে হবে এবং সেটাও হবে আপনার টাইমফ্রেমের বেসিসে। সুতরাং আপতত এভাবেই চালিয়ে যান পরবর্তিতে আরও এ্যাডভান্স হওয়ার চেষ্টা করবেন।
-
মুভিং এভারেজ কিন্তু রিপেইন্ট করে। আমি যতগুলো রোবট বানিয়েছিলাম সেগুলোর ব্যাকটেস্ট আর ফরোয়ার্ড টেস্টের রেজাল্ট কিন্তু এক পেতাম না। মুভিং এভারেজ সেট করে পূর্বের হিস্টোরী দেখতে ভালো লাগে কিন্তু কারেন্ট মার্কেটে শুধু এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করলে কপালে খারাপি আছে। তবে এটি আপনার ট্রেডিং সিস্টেমে একটি সহায়ক হিসেবে নিতে পারেন। এর থেকে বেশি কিছু না। ৩টি মুভিং এভারেজের কমিম্বনেশন দিয়ে কিন্তু অনেক ট্রেডিং সিস্টেম আছে। একটু গুগলিং করলেই পাবেন। আপনি যদি আমার মত মুভিং এভারেজ ফ্যান হয়ে থাকেন তাহলে এটির সাথে সাপোর্ট রেসিস্ট্যান্ড টা একটু স্টাডি করেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন।
-
আমার মতে মুভিং এভারেজ ফলো করে ট্রেড করা ভাল তবে পুরাপুরি এর উপর নির্ভর করা ঠিক হবে না । কারন হলো মুৃভিং এভারেজ আপনাকে শুধু সাময়িক ধারনা দিতে পারে । সুতরাং এটার সাথে আপনি আরও অন্যকিছু ব্যবহার করতে পারেন, যেটা কিনা আপনার নিজস্ব তৈরী একটা সিস্টেম, যেটা শুধু আপনি ছাড়া আর অন্য কেউ বুঝতে পারবেনা ।
-
আমাদের মাঝে অনেকেই রয়েছেন তারা মুভিং এভারেজ টুলস ব্যবহার করে এই মার্কেটে নিয়মিত প্রফিটেবল ট্রেড করে থাকেন৷অনেকেই বেশ কয়েকটি মুভিং এভারেজ দিয়ে একটি sme/eme ট্রেডিং স্ট্র্যাটেজী তৈরি করে ট্রেড করছেন৷মুভিং এভারেজ যদি পরিষ্কার ভাবে বুঝতে পারেন তাহলে আপনারা বিভিন্ন মুভিং এভারেজ ব্যাবহার করে ট্রেড করতে পারেন৷
-
মুভিং এভারেজ অনেক ভালো একটি ইন্ডিকেটর। আমরা অনেকেই ট্রেড করার সময় মুভিং এভারেজের সাহায্য নিয়ে থাকি। আমি বেশিরভাগ সময়ই আরএসআই ও মুভিং এভারেজ দেখে ট্রেড করি। আমার কাছে সিম্পল মুভিং এভারেজের চেয়ে এক্সপোটেনশিয়াল মুভিং এভারেজ ব্যাবহার করতে ভালো লাগে৷ আমি সাধারনত লং ট্রেডে ২০০ ইমএ এবং শর্ট ট্রেডের ক্ষেত্রে ৩০/৫০ ইমএ ব্যাবহার করে থাকি।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক ইন্ডিকেটর আছে,মুভিং এভারেজ তার ভিতর জনপ্রিয়,মুভিং এভারেজ দিয়ে আপনি ট্রেড করে ভালো প্রফিট পাবেন,কিন্তু আমি মুভিং এভারেজ দিয়ে ট্রেড করিনা,আমি সাধারনত মুভিং এভারেজ দিয়ে মার্কেট এর আপ এবং ডাউন ট্রেন্ড এর কনফারমেশন নিয়ে থাকি তা ছাড়া এর উপর ডিপেন্ড করে এন্ট্রি নিই না।
-
শুধুমাত্র মুভিং এভারেজের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করলেই আপনি লাভবান হতে পারবেন এটা সঠিক না৷আপনি এটি ব্যাবহার করে সবসময় নিয়মিত প্রফিট আশা করতে পারবেন না৷ মুভিং এভারেজ ফলো করে ট্রেড করলে অবশ্যই ট্রেড করে লাভবান হতে পারা যায় । আমরা যদি মুভিং এভারেজ ভালোভাবে বুুঝে নিতে পারি তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব মুভিং এভারেজ দিয়ে আমরা এই ব্যবসা ভালোভাবে বোঝার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অতএব আপনারাও এই ব্যবসা দক্ষতার সহিত করার চেষ্টা করুন তাহলেই লাভবান হতে পারবেন ।