ফোরাম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারন আমাদের মত বেকার দের মুলধন বিহিন ব্যবসায় করার সুযোগ দিচ্ছে এর জন্য ফোরামকে হাজর ধন্যবাদ দিলেও হয় না। ফোরাম সাইট টা শুধুমাত্র বোনাস পাওয়ার জন্য নয় এখানে সবাই গ্রুপের মাধ্যমে ফরেক্স সম্পর্কে আলোচনা ও জ্ঞান বিস্তার ও আহরণ করে থাকে, অনেকে হয়তো আছে যারা শুধুমাত্র বোনাসের লোভে এখানে আসে আমি তাদের বলবো ভাই নোনাসতো আপনি পোস্ট করলেই পাচ্ছেন, পোস্ট যেহেতু করতেই হচ্ছে সেহেতু একটু মানসম্মত পোস্ট করুন এবং নিজে জ্ঞান লাব করুন এবং অন্যকেও জ্ঞান লাভের সুযোগ দিন।ধন্যবাদ।