ফরেক্সে যত বেশি প্রাকটিস তত বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা এমনটাই আমি মনে করি। আমরা যদি বেশি করে ডেমো অনুশীলন করতে পারি এবং পাশাপাশি ফরেক্সের বিভিন্ন এনালাইসিস ভালো করে শিখে নিতে পারে তবে একসময় আমাদের পক্ষেও ভালো ট্রেডার হওয়া সম্ভব হবে।
Printable View
ফরেক্সে যত বেশি প্রাকটিস তত বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা এমনটাই আমি মনে করি। আমরা যদি বেশি করে ডেমো অনুশীলন করতে পারি এবং পাশাপাশি ফরেক্সের বিভিন্ন এনালাইসিস ভালো করে শিখে নিতে পারে তবে একসময় আমাদের পক্ষেও ভালো ট্রেডার হওয়া সম্ভব হবে।
ফরেক্স এ সফল তখনই হবেন যথন দেখবেন যে আপনি সঠিক টার্গেট করে যখনই ট্রেড করেন তখনই আপনার লাভ হচ্ছে এবং সঠিক টার্গেট হচ্ছে। এছাড়া আপনার অভিজ্ঞতা ও দক্ষতাই বলে দিবে যে আপনার প্রতিটা ট্রেড এ কেমন প্রফিট হচ্ছে এবং আপনার সাফলতার গুন কত পারসেন্ট। তাই দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে ফরেক্স করুন সাফলতা অর্জন হবেই এবং আপনি বুঝতে পারবেন যে কতটা সাফলতা অর্জন করতে পেরেছেন আপনি। ধন্যবাদ।
ফরেক্স মার্কেটে সফল হবার জন্য অনেক কিছু কারণ বিদ্যমান । যেমন ঃ
১. ফরেক্স ট্রেডিং ভালোভাবে শেখা ।
২. প্রচুর অনুশীলন করা ।
৩. ধৈর্য সহকারে ট্রেডিং করা ।
৪. মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করা ।
৫. লোভ নিয়ন্ত্রণ করা ।
৬. আবেগ প্রবণ না হয়ে ট্রেডিং করা ।
* আপনি যদি উপরোক্ত বিষয়গুলো মেনে চলতে পারেন তবেই আপনি ফরেক্স ট্রেডিং থেকে সফল হতে পারবেন ।*
আমিও আপনার সাথে সহমত পোষণ করছি। কেননা ডেমো অ্যাকাউন্টে যখন ট্রেডিং করি, তখন ক্যাপিটাল অনেক থাকায় মার্কেটে সামান্য পিপস ওঠানামা করলেও অনেক বেশি পরিমাণ ডলার প্রফিট হয়।কিন্তু যখন আমরা রিয়েলি ট্রেডিং করি তখন ক্যাপিটাল অনেক অল্প থাকায়, আমাদের লাভের পরিমাণ খুবই কম হয় । যার ফলে আমাদের মাঝে মাঝে হতাশা গ্রস্ত মনে হয়।তাই আমাদের সকলেরই উচিত শুরুতেই ডেমো ট্রেডিংয়ে, রিয়েল ট্রেডিং এর মত ক্যাপিটাল নির্দিষ্ট রেখে মার্কেট বুঝে ট্রেডিং করা। এবং নিয়মিত মানি ম্যানেজমেন্ট এবং মার্কেট অ্যানালাইসিস করা। এবং ধৈর্য ধারণ করে সকল সিদ্ধান্ত গ্রহণ করা, তাহলেই ফরেক্স থেকে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
ফরেক্স এর সফল হওয়ার লক্ষন হল, ফরেক্স মার্কেট এর 90% জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। ফরেক্স মার্কেট এ এনালাইসিস ও ট্টাজেডি ও বাইনারি অপশন দেখে ফরেক্স মার্কেট এর ভাল করে বুঝতে হবে এবং কাজ করলে অবশ্যই ভাল সাফলতা হওয়া যাবে।
ফরেক্সে সফলতা জন্য প্রয়োজন ডিমো ট্রেডিং এ সময় দেওয়া। মানিমেনেজমান্ট করে ট্রেড করা। টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করা। সাপোর্ট আর রেজিস্টেন্স দেখে এন্ট্রি নিতে হবে।
ফরেক্স এ সফল হওয়ার লক্ষন গুলো হল, আপনি যখন কোন ডেমোতে ট্রেড করে ভাল সাফলতা পাচ্ছেন এবং আপনি ডেমোতে দেখছেন যে আমার প্রতিটা ট্রেড এ সঠিক টার্গেট ও ডেমো একাউন্ট ব্যালেন্স এর চেয়ে অনেক টাকা আয় হয়েছে তখন আপনি বুঝতে পারবেন যে আমার ট্রেড এ কাজ হচ্ছে এবং আমার টার্গেট ও সঠিক হচ্ছে। তখন ই আপনি রিয়েল একাউন্ট এ ট্রেড করে আয় করা শুরু করবেন। ধন্যবাদ।
যে যত বেশী দক্ষতা অর্জন করবে সে তত বেশী লাভবান হতে পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ভালোভাবে দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারবেন।আমার মনে হয় যখন কেও ডিমোতে ট্রেড করার জন্যে যে পরিমান ডলার নিয়ে শুরু করে সে যদি রিয়াল একাউন্ট ও সেই পরিমান একাউন্ট দিয়ে ট্রেড করা শুরু করে তাহলে তার লস হবার সম্ভবনা কম থাকে।
আপনার ফরেক্স প্রাকটিস সহজ হবে।ফরেক্স এর সফল হওয়ার লক্ষন হল, ফরেক্স মার্কেট এর 90% জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। ফরেক্স মার্কেট এ এনালাইসিস ও ট্টাজেডি ও বাইনারি অপশন দেখে ফরেক্স মার্কেট এর ভাল করে বুঝতে হবে এবং কাজ করলে অবশ্যই ভাল সাফলতা হওয়া যাবে। আপনার ফরেক্স প্রাকটিস সহজ হবে। কখনও মূলধন বা ডলারের হিসাব করবেন না। এখানে শুধু পিপসের হিসাব করবেন। দিন,সপ্তাহ শেষে কত গ্রীন পিপস পেলেন সেটাই বিবেচ্য বিষয়। এভাবে গ্রীন পিপসের ধারাবাহিকতা থাকলেই ভাববেন সফল হচ্ছেন।
ডেমোতে ট্রেড করার সময় মূলধন নিবেন তত ডলার যত ডলার নিয়ে আপনি রিয়েল ট্রেড করতে চান। তাহলে আপনার ফরেক্স প্রাকটিস সহজ হবে।ফরেক্স এর সফল হওয়ার লক্ষন হল, ফরেক্স মার্কেট এর 90% জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। একজন ট্রেডার যখন দেখেন তার ধীর গতির ট্রেড সিস্টেম ,তার পরিকল্পনা মাফিক অল্প অল্প করে প্রফিটের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। টিকে থাকতে হলে যেগুলো করা প্রয়োজন তা হল কোন ধরনের ট্রেড করার সময় লোভ করা যাবে না, নিয়মিত প্রফিট কিছুটা হলেও ধরে রাখতে হবে, মার্জিন লেভেল সম্পর্কে জানতে হবে, মানি মেনেজমেন্ট বিষয়টি নজরে রাখতে হবে, কোন রকম ওভার ট্রেড করা যাবে না, আর ট্রেড করার পূর্বে অবশ্যই এনালাইসিস করতে হবে ।