ট্রেড করার সময় যে ইনডিকেটর ব্যবহার করতেই হবে এমন কোন বাদ্ধবাধকতা নেই । তবে অনেকেই আমরা কম বেশি ইনডিকেটর ব্যবহার করে থাকি । আর জনপ্রিয় ইনডিকেটর গুলর মধ্যে একটি হল মুভিং এভারেজ এছাড়াও আছে আর এস আই । তবে ইনডিকেটর ব্যবহারের পূর্বে একটি বিষয় সবার জানা থাকা প্রয়োজন তা হল কোন ইনডিকেটরই মার্কেট সম্পর্কে শতভাগ সঠিক ধারনা দেয় না ।