দক্ষ ও অভিঙ্গ ট্রেডার হতে হলে অকশ্যই নিজের উপর কন্টল রাখতে হবে । ট্রেডের চেয়ে এ্যানালাইসিসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে। ইমোশোনাল কে কন্টোল করে মার্কেট মুভমেন্ট বুঝে ট্রেড করতে হবে। তবেই আমি সফল হতে পারব।
Printable View
দক্ষ ও অভিঙ্গ ট্রেডার হতে হলে অকশ্যই নিজের উপর কন্টল রাখতে হবে । ট্রেডের চেয়ে এ্যানালাইসিসের প্রতি বেশি মনোযোগী হতে হবে। বেশি বেশি ডেমো ট্রেড করতে হবে। ইমোশোনাল কে কন্টোল করে মার্কেট মুভমেন্ট বুঝে ট্রেড করতে হবে। তবেই আমি সফল হতে পারব।
এমন একটি মানি ম্যানেজম্যান্ট তৈরি করতে হবে যা ফলো করে ট্রেড করলে আপনার 10 টা ট্রেড এর 7 টা ট্রেড যদি লস যায়, তারপরও যেন আপনার একাউন্ট প্রফিটে থাকে । ভালো মানি ম্যানেজম্যান্ট এর একটা উদাহরণ :
অভিজ্ঞ ট্রেডার হতে হলে কিছু মৌলিক নিয়ম মেনে চলতে হয়। যেমন মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করা। যে কারেন্সীতে ট্রেড করব সে কারেন্সীর খবারা-খবর রাখা। আবেগকে গুরুত্ব না দেওয়া। নিঊজ ফলো করা। ভালো করে ফরেক্স শিখে তারপর ট্রেড করা। বেশি বেশি হারে ডেমো প্রাক্টিস করা। ভাল ট্রেডিং ষ্ট্রাটেজি খুজে বের করে সে উনুযায়ী ট্রেড করা। ঘন ঘন ট্রেডিং ষ্ট্রাট্রেজি চেঞ্জ না করা ইত্যাদি। এসব বিষোয় মেনে চললে দক্ষ ট্রেডার হওয়া যায়।
আমার কাছে মনে হয় অভিজ্ঞ এবং দক্ষতা আসে বড় ধরনের হোচট খাওয়ার পরে। ১০-১৫ বার একাউন্ট জিরোর পর , পকেটের টাকা শেষ হবার পর, আপনার এমনিতেই জ্ঞান বেড়ে যাবে। ভুল গুলো নোট খাতায় লিখে রাখলে অভিজ্হ হয়ে যাবেন।
আপনি ঠিকই বলেছেন ফরেক্স ট্রেড করতে হলে দক্ষতার কোন বিকল্প নেই । তাই অভিজ্ঞ ট্রেডার হতে হলে প্রথম কথা হল শিখতে হবে এবং দক্ষ হতে হবে । তাছাড়াও দক্ষ হতে হলে মার্কেট নিউজ নিতে হবে ,মার্কেট এনারাইসিস করতে হবে ,মাথা ঠান্ডা রাখতে হবে ,প্রথম দিকে রিয়ল ট্রেড না করে ডেমো ট্রেড করতে হবে।
খুব ভাল পরামর্শ দিয়েছেন ভাই। এই তথ্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি কিন্তু এই তথ্য মোতাবেক আমরা চলতে পারিনা। আমরা সবাই চেষ্টা করব আমরা এই তথ্যগুলো মেনে চলতে চেষ্টা করব।
ফরেক্স মার্কেটে একজন অভিজ্ঞ ট্রেডার হতে হলে প্রথম কথা হল শিখতে হবে এবং দক্ষ হতে হবে । তাছাড়াও দক্ষ হতে হলে মার্কেট নিউজ নিতে হবে ,মার্কেট এনালাইসিস করতে হবে ,মাথা ঠান্ডা রাখতে হবে ,প্রথম দিকে রিয়ল ট্রেড না করে ডেমো ট্রেড করতে হবে।
ফরেক্স মার্কেট এ অভিজ্ঞ বা দক্ষ হতে হলে আপনাকে সঠিক নিয়মে ফরেক্স ট্রেডিং করতে হবে । ফরেক্স মার্কেট এ ভালো দক্ষতা অর্জন করতে হলে আপনাকে অনেক বেশি ফরেক্স ট্রেডিং অনুশীলন করতে হবে । আপনি ফরেক্স মার্কেট এ যত বেশি ট্রেডিং করবেন আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা বাড়বে । একজন ভালো ট্রেডার হতে হলে আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট করতে জানতে হবে, সঠিক ভাবে মার্কেট অ্যানালাইসিস করতে শিখতে হবে, ট্রেডিং করার সময় আবেগ ত্যাগ করতে হবে তাহলে আপনি একজন দক্ষ ট্রেডার হতে পারবেন ।
ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে তবেই ট্রেড করতে হয়৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷যদি ফরেক্সে ক্যরিয়ার গড়তে চান তাহলে দীর্ঘদিন নিয়মিত ডেমো ট্রেড করতেই হবে৷ডেমো ট্রেডিংএর কোনো বিকল্প নাই মনে রাখবেন৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷বিশ্বের সকল এক্সপার্ট ট্রেডারগণ প্রথমে দীর্ঘদিন যাবৎ ডেমো ট্রেড করেই দক্ষতা অর্জন করেছেন৷যত ভালোভাবে শিখে আয়ত্ত্ব করতে পারবেন তত ভালো প্রফিট করতে পারবেন৷ জন্য অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷
আমি বলবো ফরেক্স মার্কেটে দক্ষতা অর্জন করতে হলে আমাদের কে ফরেক্স সম্পর্কে বেশি করে জ্ঞান অর্জন করতে হবে,লোভ করা যাবেনা,, আবেগে ট্রেড থেকে দুরে থাকতে হবে কারন আমরা যারা নতুন ট্রেডার তারা বেশির ভাগে ট্রেড আবেগে ট্রেড করি।। তাই আমাদের কে আবেগে ট্রেড না করে ভাল করে এনালাইসিস করে ট্রেড করতে হবে।