-
ট্রেডারগণ যেই পরিমান ডলার বা সেন্ট নিয়ে মার্কেটে ক্রয়/বিক্রয় শুরু করতে চান ঐ পরিমান কে ভলিউম বা লট সাইজ বলে৷আপনার ট্রেডিং একাউন্টের ব্যালেন্স অনুযায়ী লট বা ভলিউম সঠিক ভাবে সিলেক্ট করে ট্রেডে এন্ট্রী করতে হবে। মার্কেটে এক পিপ মুভের জন্য আপনার কি পরিমান লাভ বা ক্ষতি আপনি চান সেই জিনিস টাই মূলত লট বা ভলিউম।
-
ট্রেড করার সময় আমাদের লট বা ভলিউম সাইজ নির্ধারন করে দিতে হয়। কারন এটা দিকে আমাদের লাভ বা লস কম না বেশী হবে তা দারা আমরা বুঝতে পারব। আমাদের পিপ ভ্যলু লট দারা নির্ধারন করে দিলে যে প্অরিমান পিপ আমাদের লসে যাবে লট অনুযায়ী সেটা পরিবর্তন হয়।