-
আপনি ব্রোকারের নিয়ম অনুযায়ী একটি ট্রেড ৫ মিনিট পর্যন্ত ওপেন রাখতে হবে। এরপর আপনি যে কোন সময়ে আপনার ট্রেডটি ক্লোজ করতে পারবেন। এছাড়াও আপনার ওপেনকৃত ট্রেডটি আপনার মার্জিন কলের উপর নির্ভর করবে। তবে আপনার ওপেনকৃত ট্রেডটি যদি ক্রমাগত লস এর দিকে চলতে থাকে এবং এভাবে ২৫% এর নিচে আপনার মার্জিন লেভেল চলে আসে তাহলে আপনার ওপেনকৃত ট্রেডটি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।
-
আমার জানা মতে আপনি এই মার্কেটে একটি ট্রেড কতক্ষণ খোলা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কৌশল ও অভিজ্ঞতার উপর। তবে এই মার্কেটে ব্রোকারদের নিয়ম অনুযায়ী যে কোন ট্রেড মিনিমাম ৫ মিনিট ওপেন রাখতে হবে। এরপর যে কোন সময় আপনার ট্রেডটি ক্লোজ করতে পারবেন মার্কেটের অবস্থান এবং আপনার কৌশলগত অভিজ্ঞতা বিচার বিশ্লেষণ করে।
-
ফরেক্স মার্কেটে একটা ট্রেড খোলার পর কতক্ষন খোলা রাখবেন এ ব্যাপারে কোন নীতিমালা নেই।যা সম্পূর্ন ট্রেডারের অভিজ্ঞতা ও দক্ষতার উপর নির্ভর করে্।তবে ফরেক্স মার্কেটে ব্রোকারের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন ৫মিনিট ওপেন রাখতে হবে।
-
আমি যতটুকু বুঝি সেইটুকুর উপর নির্ভর করে বলতে পারি আপনি ইন্সটাফরেক্স ব্রোকারে যদি ট্রেড করেন তাহলে আপনাকে মিনিমাম একটি ৫মিনিট রাখতে হবে। এর নিচে যদি আপনি কোন ট্রেড ক্লোজ করে দেন তাহলে হয়তো সমস্যা করতে পারে। তবে অন্যান্য ব্রোকারে আমি দেখেছি এর চেয়ে অল্প সময়ের মধ্যেও ট্রেড ক্লোজ করলে সমস্যা হয় না। তাছাড়াও আপনি ইচ্ছা করলে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে পরামর্শ নিতে পারেন।
-
একটা ট্রেড কতক্ষণ চালু থাকবে তা আপনার উচ্ছা এর উপর,আপনি ফরেক্স এ লং অথবা শর্ট ট্রেড করতে পারবেন,আপনি লং ট্রেড করলে আপনার টার্গেট লেভেল যেতে যতদিন লাগুক আপনাকে ব্রোকার বাধা দিবেনা,আপনি চাইলে একটা ট্রেড ওপেন করে ১ মিনিট চালু রাখতে পারেন অথবা কয়েক মাস এই টা আপনার ইচ্ছা এর উপর।
-
আপনি একটি ট্রেড খোলার পর যতদিন খুশি রাখতে পারেন যদি না আপনার একাউন্ট ব্যলেন্স শেষ হয়ে যায় । আপনার যদি দুই থেক তিন মাস সময় লাগে মার্কেট পুরবের অবস্থায় ফিরে আসতে তাহলেও আপনি সে সময় নেয়ার স্বাধীনতা আপনার আছে । কিন্তু আমরা অনেকেই এতদিন একটি ট্রেড ওপেন রাখি না কারণ একটি ট্রেডের পেছনে এত সময় নষ্ট না করে সেটি লস হিসেবে মেনে নিয়ে নতুন ট্রেড ওপেন করাই ভাল । তবে হ্যাঁ আপনি যদি ইন্সতাফরেক্সের ফোরাম থেকে প্রাপ্ত ডলার দিয়ে ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে ফোরামের বিধিমালা অনুযায়ী আমি যতটুকু জানি তা হল এক থেকে দেড় মাসের বেশী ট্রেড ওপেন রাখা উচিত নয় ।
-
মার্কেটে ট্রেড ওপেন করে কতদিন রাখা উচিত এ বিষয়ে আমার মন্তব্য হলো এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার কাংখিত প্রফিট এর উপর এবং অনাকাংখিত লসের উপর। আপনি কি পরিমান লাভ করে ট্রেড ক্লোজ করতে চান সেই হিসেবে টেক প্রফিট লাগাতে পারেন আর আপনি কি পরিমান লস মেনে নেবেন সেই অনুযায়ী স্টপ লস বসিয়ে নিতে পারে এটা মার্কেটের গতিশীলতার উপর এবং আপনার চাহিদার উপর ডিপেন্ড করে।
-
একটি ট্রেড আপনি যতদিন খুশি ততো দিন খোলা রাখতে পারবেন যদি আপনার একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে, অর্থাৎ আপনি একটি ট্রেড ওপেন করলেন এবং ওই মুহূর্ত থেকে মার্কেট নিচের দিকে নামতে শুরু করলো ফলস্বরূপ লস করার মাধ্যমে যদি আপনার ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে আপনার ট্রেডগুলো অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, কিন্তু যদি আপনার পর্যাপ্ত ব্যালেন্স থাকে এবং আপনি টেক প্রফিট বা স্টপ লস ব্যবহার করে না থাকেন তাহলে যতদিন খুশি আপনি আপনার ট্রেডটি খোলা রাখতে পারবেন, তবে আপনি যদি শর্ট টাইমে ট্রেডিং করতে চান তাহলে স্কাল্পিং করতে পারেন, এখানে আপনি 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট সময় পর্যন্ত ট্রেড ওপেন রাখার পরে ক্লোজ করে দেয়ার মাধ্যমে ট্রেডিং করতে পারেন,অন্যদিকে আপনি যদি লং টাইম ট্রেডিং করতে চান তাহলে আপনি 2 দিন, তিন দিন বাআপনার খুশি মতো সময় পর্যন্ত ট্রেড ওপেন রাখতে পারবেন। তবে তিন থেকে চার দিনের বেশি সময় ট্রেড খোলা রাখা উচিত নয় বলে আমি মনে করি। কেননা মার্কেট যে কোন সময় যে কোন দিকে আপ ডাউন করতে পারে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড ধরার পরে সেটাকে আপনি অবশ্যই টেক প্রফিট এবং স্টপ লস এর আওতায় নিবেন তাহলে আপনাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না ওইটা নিয়ে। এবং অনেক বেশি লস এ ও যেতে পারবে না। এতে করে আপনার ব্যালেন্স এর উপর কোন প্রভাব পড়বে না এবং একাউন্টের হ্যাম্পার ও হবে না। যদি কখনো এমনটা হয় যে আপনি অনেক বেশী লটে ট্রেড করে ফেলেছেন তবে আমি মনে করব সেটা কি আপনি ছেড়ে না দিয়ে কিছুদিন অপেক্ষা করেন।
-
ফরেক্স মার্কেট একটি স্বাধীন ব্যবসা। তাই ফরেক্স মার্কেটে একটি ট্রেড ওপেন করার পর আপনার যতদিন ইচ্ছা ততদিন ওপেন রাখতে পারবেন। তবে মার্কেট যদি আপনার ট্রেড এর বিপরীতে চলে গিয়ে থাকে এবং আপনার মার্জিন লেভেল যদি 10 শতাংশে নেমে আসে তাহলে অটোমেটিকালি আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। অন্যথায় আপনি আজীবন চাইলেও ট্রেড ওপেন রাখতে পারবেন। তবে আপনি যদি সোয়াইপ ফ্রী একাউন্ট না খুলেন তাহলে দীর্ঘদিন ট্রেড ওপেন রাখার জন্য ব্রোকারকে কমিশন দিতে হবে।