-
মার্কেট পর্যবেক্ষন করতে হবে সব সময়। যেই সময়ে মার্কেট আপনার কাছে ট্রেডিং এর উপযোগী মনে হবে তখনই এন্ট্রি নিতে হবে। মনে রাখবেন যে কোন সময় আপনির সামনে সুযোগ চলে আসতে পারে। ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই ওপেন থাকে।। তাই বলে কি আপনি ২৪ ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকবেন। অসম্ভব, তাই আপনাকে আপনার এবং মার্কেট মোবিং সুইটেবল সময় বেচে নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করে লস এড়িয়ে প্রফিট করার ক্ষেত্রে সঠিক সময় নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কেননা ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকলেও মার্কেটে সব সময় একই ধরনের মুভমেন্ট থাকেনা যার ফলে কোন ট্রেডার যদি ভুল সময়ে কোন ট্রেড এ এন টি নিয়ে থাকে তাহলে লাভের থেকে লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তাই ট্রেডিং করার জন্য সঠিক সময় নির্বাচন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ট্রেডিং করাটা খুবই প্রয়োজনীয়।আমার মতে যে সময়ে মার্কেটে মুভমেন্ট এর পরিমাণ বেশি থাকে একজন ট্রেডারের ঠিক ওই সময়েই ট্রেডিং করা উচিৎ কেননা এই সময়ে সে যদি সঠিক ট্রেড ওপেন করতে পারে তাহলে অল্প সময়ের ভিতর খুব ভাল প্রফিট সহকারে ট্রেডগুলো ক্লোজ করতে পারবে। সেই হিসাব অনুসারে আমার কাছে মনে হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত 9 টা পর্যন্ত হচ্ছে ট্রেডিং এর জন্য উপযুক্ত সময়।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকে বিধায় যে কোন সময়ই ফরেক্স এ ট্রেড করা যায়। কিন্তু সব সময় ট্রেড করা উচিত নয়। ফরেক্স মার্কেট এ সব সময় বসে ফরেক্স করলে আমাদের অনেকটা সমস্যায় পরতে হয়। ফরেক্স এ কোন সমস্যায় নিয়ে করলে ফরেক্স করা যাবে না। নির্ধারিত একটি সময় পছন্দ করে ফরেক্স করলে ফরেক্স থেকে সাফলতা অর্জন করা যাবে। তাই ফরেক্স এ যার যার মত সঠিক সময় নির্বাচন করে ফরেক্স করাই শ্রেয়।
-
সময় নির্বাচন করুন আপনার মত করে। তাবে হ্যাঁ লং ট্রেড করার চেষ্টা করুন। প্রফিটের ট্রেড গুলিকে ধরে রাখার চেষ্ট করুন। সাপোর্ট, রেসিস্টেন্সের দিকে নজর রাখুন। আনালাইসিস করে ট্রেড করুন। ফরেক্সে মার্কেট ২৪ ঘন্টাই খোলা থাকে। আপনি যদি সময়কে মেইন এনালাইসিস হিসেবে বেছে নেন তাহলে আপনি কখনই এই মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবেন না । তবে নিউজ এ সময়টি আপনার ট্রেডিং এর ক্ষেত্রে বেছে নিতে পারেন ।
-
যে কোন কাজ করার প্রথমে সময় নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সময় ছাড়া কোন কাজে সম্ভব নয়। ফরেক্স মার্কেট 24 ঘন্টায় খোলা থাকে তাই বলে 24 ঘন্টা এখানে কাজ করা সম্ভব নয়। এর জন্য একটি নির্দিষ্ট সময় বেছে নিয়ে কাজ করতে হবে। এবং সেই সময় অনুযায়ী কাজ করতে হবে। সময়ের সঠিক ব্যবহার করতে পারলেই সফলতা আসবেই। তাই সময় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।
-
সারাদিন টার্মিনালের সামনে বসে থাকার প্রয়োজন নেই। হিতে বিপরীত হবে। আপনি আপনার ষ্টাটেজির সাথে মিল করে সময় নির্বাচন করুন। সেটা আপনার একান্ত নিজের ইচ্ছা। যেই সময়ে মার্কেট আপনার কাছে ট্রেডিং এর উপযোগী মনে হবে তখনই এন্ট্রি নিতে হবে। মনে রাখবেন যে কোন সময় আপনির সামনে সুযোগ চলে আসতে পারে। আর আপনি যদি উপযুক্ত সময়ে ট্রেড ওপেন করতে না পারেন তাহলে আপনি ভাল প্রফিটের আশা করতে পারেন না।
-
ফরেক্স মার্কেটে ব্যবসা করা আর পুকুরে ছিপ দিয়ে মাছা ধরা সমান কথা।কখন যে একটা মাছ বাধবে মানে কখন যে ট্রেড করার উপযুক্ত সময় আসবে তার জন্য মার্কেটে ভাল ভাবে নজর দিতে হবে।আমার এখনো মনে আছে যে ৩৬ ঘন্টা একটানা মার্কেটে বসে থেকে আমি ট্রেড করার সুজোগ পাইনি।তারপরই আমাকে ট্রেড করার উপযুক্ত সময় দিয়েছে।
-
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই মুভ করে থাকে। কিন্তু কম বা বেশি মুভ করে থাকে। আর যারা স্কাল্পিং করেন তারা যখন মার্কেট বেশি মুভ করে তখন মার্কেট এ সময় দিয়এ থাকেন। ফরেক্স এ যথা সময়ে ট্রেড অপেন করতে পারলে ফরেক্স থেকে ভাল লাভ করা সম্ভব।
-
ফরেক্সে ট্রেড করার আগে সময় নির্বাচন করা অনেক গুরুত্বপুর্ন একটি বিষয়। ফরেক্সে ট্রেড করার আগে যদি আপনি টাইম এর দিকে খেয়াল না রাখেন তাহলে আপনার লস হবার সম্ভাবনা থাকবে অনেক। আমার এখনো মনে আছে যে ৩৬ ঘন্টা একটানা মার্কেটে বসে থেকে আমি ট্রেড করার সুজোগ পাইনি।তারপরই আমাকে ট্রেড করার উপযুক্ত সময় দিয়েছে।
-
হ্যা, ভাই আপনি ঠিক বলেছেন। মার্কেট ২৪ ঘন্টা খোলা থাকলেও ট্রেড করার জন্য ২৪ ঘন্টাই পারফেক্ট নয়। আপনার উপযুক্ত সময় নির্ধারন করে নিতে হবে মার্কেটের গতি বিধি বুঝে। কোন সময় মার্কেট বেশি মুভ করে, কখন মার্কেট স্থিতিশীল থাকে, কখন মার্কেট অসংলগ্ন আচরন করে তা লক্ষ্য করে আপনার জন্য ট্রেড করার ভালো সময় কোননি তা নির্ধারন করতে হবে। যখন তখন ট্রেড নিলেই যে আপনি প্রফিট করবেন এমন না।
আপনি যদি eurusd পেয়ারে ট্রেড করেন তাহলে বাংলাদেশ সময় বিকার ৩ টা থেকে রাত ১১ টার মধ্যে ট্রেড করা ভলো। আবার যদি গোল্ড এ ট্রেড করেন তাহলে সন্ধা ৬ টা থেকে রাত ১২ টা এবং শেষ রাতের দিকে ট্রেড করা ভালো। কোননা এই সময় মার্কেট অনেক বেশি মুভমেন্ট হয়। অবশ্যই দক্ষ ট্রেডার হয়ে তারপরে বেশি মুভমেন্টের সময় ট্রেড করতে হবে নতুবা লাভের বিপরীতে লসই বহন করতে হবে।