আসলেই ফরেক্স শেখাটা নতুনদের জন্য খুব একটা সহজ নয় । একমাত্র ফরেক্স মার্কেট পরিচালনার জন্য য প্ল্যাটফর্মটি ব্যবহার করা হয় সেটিই বুঝতে খুব একটা সময় লাগে না । কিন্তু এছাড়া ফরেক্স কি , কিভাবে কাজ করে , কারেন্সি পেয়ারগুলো কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত , পিপ্স , লেভারেজ , এনালাইসিস , কৌশল ইত্যাদি বিষয়ে প্রচুর জ্ঞ্যন অর্জনের প্রয়োজন হয় । আর এই বিষয়গুলো হাতে কলমে শেখার জন্য কোন শিক্ষক না থাকায় অনলাইনে বিভিন্ন সাইট বা ইউটিউব ভিডিও বা আর্টিকেল সহ আরও বিভিন্ন বিষয়গুলো পর্যালোচনা করার পর তা আবার ডেমো একাউন্টে প্রয়োগের মাধ্যমে সেই বিষয়গুলোর কার্যক্ষমতা সম্পর্কে উপলদ্ধি করা খুব কঠিন , দীর্ঘ সময়ব্যপি আর প্রচুর ধৈর্যের কাজ । এই সকল বিষয়গুলো তাই নতুনদের জন্য অনেকটাই বিব্রান্তিকর ।