-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞ হতে হবে। আমি মনে করি ফরেক্স মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই মার্কেটের মুভমেন্ট কারন এর উপরেই আপনার লাভ/লস নির্ধারিত হয়। আপনি যদি কোন ট্রেডে বাই দেন, সেখান থেকে মার্কেটের উপরে মুভমেন্ট হলে আপনার লাভ হবে আবার মুভমেন্ট নিচের দিকে হলে আপনার লস হবে। অপরদিকে আপনি যদি কোন ট্রেডে সেল দেন, সেখান থেকে মার্কেটের উপরে মুভমেন্ট হলে আপনার লস হবে আবার মুভমেন্ট নিচের দিকে হলে আপনার লাভ হবে।
-
ফরেক্স মার্কেট প্রতিনিয়ত পরিবর্তনশীল। আর যে ভাবে ফরেক্স মার্কেট পরিবর্তন হয় তা হচ্ছে ফরেক্স মার্কেট এর মুভমেন্ট। মার্কেট সবসময় আপ অথবা ডাউন হচ্ছে। আর আপ আর ডাউন হওয়া হচ্ছে ফরেক্স মার্কেট এর মুভমেন্ট। পিপ্স এর সাহায্যে এটার হিসাব করা হয়।
-
ফরেক্স মার্কেট অনেকটা শেয়ার বাজারের মত। শেয়ার বাজারে যেমন দর ওঠানামা করে ফরেক্স মার্কেটেও তেমনি বিভিন্ন কারেন্সির দাম ওঠানামা করে। এটিই ফরেক্স-বিজনেসে-মার্কেট-মুভিমেন্ট।
-
ফরেক্স মার্কেট হল দ্বিমুখি মার্কেট। শেয়ার মার্কেটের সাথে ফরেক্স মার্কেটের পার্থক্য হল শেয়ার মার্কেটে আপনি শুধু মার্কেট উর্ধ্বমুখী গেলেই লাভ করতে পারবেন। অপরদিকে ফরেক্স মার্কেটে আপনি মার্কেট উর্ধ্বমুখী এবং নিম্নমুখী উভয় ক্ষেত্রে লাভ লস করতে পারবেন। মার্কেট এই উর্ধ্বমুখী ও নিম্নমূখী আচরন করে বিভিন্ন কারেন্সীর মূল্যের হ্রাস বৃদ্ধির জন্য। বিভিন্ন কারেন্সীর মূল্যের হ্রাস বৃদ্ধিই হল মুভমেন্ট।
-
ফরেক্স মার্কেটে বিভিন্ন দেশের মুদ্র জোড়া আকারে থেকে কারেন্সির পেয়ার সৃষ্টি করে।এসব পেয়ারের প্রাইস বা দাম সবসময়ই একরকম থাকে না।দুএক মিনিটের মধ্যেই দর উঠানামা করে।এর দর উঠানামার মাধ্যমেই ক্রয়-বিক্রয় হয়ে থাকে।এবং ট্রেডাররা মার্কেটের এই মুভমেন্ট কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট থেকে আয় উপার্জন করে থাকে।
-
ফরেক্স আমন একটি মার্কেট যেখানে আপনি মার্কেট ার জেকন দিকে গেলে আপনি লাভ বা লস করতে পারেন ।এটি কিছুতা সেয়ার বাজারের মত । তবে শেয়ার বাযারের সাথে ার মুল পারথক্ক হচ্ছে , শেয়ার বাযারে সুধু বাই করে লাভ করা জায় ার এই মার্কেট সেল্ল এবং বাই করে লাভ করা জায় । ার যেহেতু এটি ২ মুদ্রার উরধগতির তুলনা তাই এই খান থেকে বরতমান মুদ্রা বাজার সম্পকে সবি জানা জায় ।
-
আমরা ট্রেড এর জন্য যেকোনো একটি চার্ট বেবহার করে থাকি আমরা চার্ট এর দান দিকে লক্ষ্য করলেই দেকতে পাই যে কিসু প্রাইস এর সংখা দেওয়া আসে এবং একটু পর পর তা বারে এবং কমে ফরেক্স মার্কেট এ কোনো কারেন্সির প্রাইস মুব্মেন্ট বলতে বুঝায় যে ওই কারেন্সির দাম কত বার্ল বা কত কমল ওই নির্দিষ্ট টাইম ফ্রেম এর মধ্যে যেই টাইম ফ্রেম এর চার্ট টি আমরা ওপেন করেসি প্রাইস মুব্মেন্ট দেখেই আমরা মার্কেট এর ট্রেন্ড নির্ধারণ করে থাকি মার্কেট আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড এ আসে এবং এর উওর ভিত্তি করেই আমরা ট্রেড এন্ট্রি নিয়ে থাকি
-
ফরেক্স বিজনেস করতে গেলে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে মার্কেট মুভমেন্ট সম্পর্কে জানতে হবে ।ফরেক্স মার্কেট কখন কিভাবে চলে কিভাবে মুভ করে কেন করে কি কারনে করতে পারে এবং কখন করতে পারে মার্কেট সম্পর্কে একটি পুরা বিষয়টা জানতে হবে ।
-
ভাই শেয়ার বাজার এবং ফরেক্স মার্কেটে আপাদ দৃষ্টিতে প্রায় একই ধারনের প্রাইস মুভমেন্ট ঘটে শেয়ার বাজারে একটা কোম্পানির শেয়ারের দরের বিপক্ষে অন্য কোম্পানির শেয়ারের দাম উঠানামা করে আর ফরেক্স মার্কেটে এক দেশের মুদ্রার দামের বিপক্ষে অন্য একটা দেশের মুদ্রার দাম উঠানামা করে তাই শেয়ার মার্কেটে এবং ফরেক্স মার্কেটে প্রাইস মুভমেন্ট প্রায় একই হয়। ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট ট্রেড করতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো ঘ্যান রাখতে হবে ফরেক্স ভালো করে জেনে রাখতে হবে ফরেক্স ট্রেডের সকল প্রকার নিয়ম জানতে হবে ফরেক্স মার্কেট কিভাবে মুভ মেন্ট করে সে বিসয়ের উপর সকল ধারনা রাখতে হবে।