লাভ এর ব্যাপার টা আসে তখন এই যখন আপনি ভালো কাজ পারবেন। ফরেক্স এ ট্রেড ভালো করতে পারলে লাভ আপনার আসবেই।
Printable View
লাভ এর ব্যাপার টা আসে তখন এই যখন আপনি ভালো কাজ পারবেন। ফরেক্স এ ট্রেড ভালো করতে পারলে লাভ আপনার আসবেই।
আমি ফরেক্স মার্কেট হতে আগে আমার ট্রেডিং দক্ষতাকে অনেক অনেক বাড়াতে চায় কারন আমি এর আগে মাসে ২০০% এর বেশি প্রফিট করেছি তবে ফািইনালি আমার একাউন্ট টিকাতে পারিনি জিরো হয়েছে তাই আমি আগে আমার দক্ষতা বৃদ্ধি করতে মনোযোগী। ধন্যবাদ।
ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যা শিখতে পারলে অনেক সহজ আর না পারলে অনেক কঠিন। আর ফরেক্স মার্কেট থেকে পারছেন্ট প্রফিট নির্ভর করে ভাল থারাপ ট্রেডের উপর ভাল ট্রেড করতে পারলে ভাল পারছেন্ট পাওয়া যায় আর খারাপ ট্রেড করলে থারাপ পারছেন্ট পাওয়া যায়। তাই আমাদের উচিত প্রথমে ফরেক্স সম্পর্কে ভাল করে জানা এবং বুঝে শুনে তারপর ট্রেড করা আর বুঝে শুনে ট্রেড করলে আপনি লাভবান হবেন আর পারছেন্ট ভাল হবে।
ফরেক্স মার্কেটে কত পারসেন্ট প্রফিট করতে চাই এটা আসলে নির্দিষ্ট করে বলা একটু কষ্টকর। তবে আমার চেষ্টা থাকবে ১০০ পারসেন্ট প্রফিট করার। আর আমি বেশ কয়েকটি পেয়ারে ট্রেড করে থাকি। তার মধ্যে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, অস্ট্রেলিয়া ইউএসডি অন্যতম। ইউরো ইউএসডি থেকেই বেশি লাভ করা হয়ে থাকে।
আমি সবসময় ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডি তে ট্রেড করে থাকি। আমি সবসময় চিন্তা করি যে আমি সর্বমোট ৩০% প্রতিমাসে প্রফিট করব। কারণ, আমি জানি যে ফরেক্স মার্কেটে বেশি লোভ করলে তার পতন হয়। তাই আমি এত বেশি লোভ করি না। ধন্যবাদ
আসলে সঠিক ভাবে বলা যাবে না । ফরেক্স মার্কেট থেকে কত পারসেন্ট প্রফিট করতে চাই তা বলা যাবে না। আমি অবশ্যই চেষ্টা করি থাকি 100 ডলার প্রফিট করার । এটা আসলে নিজের উপর নির্ভরশীল হয়। ভালো ভাবে ট্রেড করতে পারলে অনেক বেশী প্রফিট লাভ করা যাবে। তাই আগে বেশী করে জানতে হবে কিভাবে ভালো করে শিখা যায়। তাহলে অবশ্যই বেশী করে টাকা উপার্জন করা যাবে।
ভাই ফরেক্স মার্কেট আসলেই অনপ্রিডিকটেবল একটা জাইগা তাই এখানে নিদ্দিষ্ট করে কিছুই বলা যাইনা কত % প্রফিট করাতে চায় তা যদিও প্লানমাফিক নিদ্ধারিত আছে তবুও সেটা পুরন হয় না কোন মাসে বেশি হয় আব কোন মাসে কম হয় আবার লসও থেকে যাই তবে আমি চাই অন্তত ৫০% প্রফিট করতে এবং বেশি ভাল লাগে ইউরো/ ইউএ্সডি পেয়ারে ট্রেড করতে। ধন্যবাদ।
ফরেক্স বিজনেস থেকে আপনি কত পার্সেন্ট লাভ করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার অভিজ্ঞতা এবং ভালো দক্ষতার উপরে তাই আমাদের ফরেক্স শিখতে হবে অনেক ভালভাবে যেনো লাভ করতে গিয়ে যেনো শুন্য না হয়ে যায় এজন্ন মার্কেট কোনদিকে যাচ্ছে এসব বুঝেশুনে প্রফিট করা উচিৎ বাদবাকিটা আপনার কাজের উপরে নিরভর করবে বলে আমি মনে করি।
ফরেক্স মার্কেট থেকে আমি আমার ব্যালেন্স অনুয়ায়ী ১২০% প্রফিট করতে চায় এবং আমি eurusd থেকে প্রতি দিন ২০ পিপ করে প্রফিট করতে চায় তাহলে আমার চাহিদা অনুয়ায়ী আমি প্রফিট করতে পারবো বলে আমি মনে করি । তাই আপনি যদি ফরেক্স এ আয় করতে চান তাহলে আপনাকে আগে ফরেক্স সর্ম্পকে জানতে হবে এবং আপনাকে অনেক প্ররিশ্রম করতে হবে তাহলে আপনি ফরেক্স এ আয় করতে পারবেন সহজেই ।
আসলে সঠিক ভাবে বলা যাবে না । ফরেক্স মার্কেট থেকে কত পারসেন্ট প্রফিট করতে চাই তা বলা যাবে না। আমি অবশ্যই চেষ্টা করি থাকি 100 ডলার প্রফিট করার । এটা আসলে নিজের উপর নির্ভরশীল হয়। ভালো ভাবে ট্রেড করতে পারলে অনেক বেশী প্রফিট লাভ করা যাবে।