-
স্বাভাবিকভাবেই ফরেক্স মাকেটে লস হয় অদক্ষতার কারনে ফরেক্স মাকেটে যদি পরিশ্রম করে দক্ষতা অজন করা যায় তবে ফরেক্স থেকে আয় করা সম্ভব | ফরেক্স মাকেটে আপনি লস করেন থিক আছে আপনি এক সময় লাভ করবেন আশা করি ফরেক্স থেকে আপনি পারবেন লাভ করতে আপনার লস এর পর থেকে কোণ জিনিষ লস না করলে আপনি আপনার বুদলতা খুজে পাবেন না |
-
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে লস ও লাভ হলো ট্রেডের একটা অংশ । আর আমরা ট্রেডিং করার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে যে লস এর মাধ্যমে আমরা আরো বেশি পরিমাণে শক্তিশালী হতে পারি । কেননা প্রথম অবস্থায় লস করার মাধ্যমে একজন ট্রেডার অনেক বেশি পরিমাণে অভিজ্ঞতা অর্জণ করতে পারে । আবার এই অভিজ্ঞতা পরিণত হয়ে যায় দক্ষতায় ।
-
ফরেক্স মার্কেট এ অনেক ট্রেডার আছে যারা একটা ট্রেড লস করার পর তারা আর ওই ট্রেডিং সিস্টেম এ ট্রেড করে না এতে করে আরও তারা বেশি লস করে আপনার ট্রেডিং সিস্টেম তো আর ১০০ % লাভ দেই না তাই ২ থেকে ১ টা লস হলে কিছু মনে করা লাগে না আপনার ২ থেকে ১ টা ট্রেড লস হতেই পারে আপনি আপনার ট্রেডিং সিস্টেম এ লেগে থাকলে আপনি অনেক অনেক ডলার ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারবেন
-
শুধু লস করছেন!
আমি মনে করি পরেক্স এ লস একটি সাধারন বিষয় এটিতে লাভ যেমন হয় তেমনি লস ও হয়। আমি শুরু করি ডেমো ট্রেড ৫০০০০ ডলার দিয়ে। প্রথমে আমি লস করতে শূরু করি। আমি দেখি যে আমি কনোভাবে লাভ করতে পারছি না। পরে আমি আমার বড ভাই এর কথা মতো ধীরে ধীরে করলাম আমি লাভবান হতে শুরু করলাম। পরে আমি বুঝেছি আমার ভুলের কারনে আমি লস হয়েছি। তাই আমি মনে করি পরেক্স করতে হলে,দক্ষতার প্রয়োজন হোয়।তাই আমি মনে করি দক্ষতা অর্জন চাডা রিয়েল ট্রেড করা উচিত নয়। যদি কেও করে তাহলে লস করার সম্ভাবনা থাকে।:p:
-
ফরেক্স মার্কেটে অনেকেই শুধু লস কারছেন। আর লস করেই হতাশ হয়ে পড়ছেন। বিষয়টা মোটেও সে রকম নয়। আপনাকে ফরেক্সের নিয়ম কানুন বুঝতে হবে। আপনি আপনার ট্রেডিং ষ্ট্রাটেজি তৈরী করুন। আর সে মোতাবেক ট্রেড করতে থাকুন। প্রতিদিনই যে সফল হবেন তেমনটা নয়। মাঝে মাঝে লসও বরন করে নিতে হবে। লসের কারনে হতাশ হওয়ার কিছু নেই। আপনার ডিপোজিটকে বাচিয়ে রাখুন। কারন আপনার ডিপোজিট বেচে থাকলে ট্রেডের সুযোগ আসবে। আর ডিপোজিট শূন্য করে ফেললে ট্রেডের সুযোগ আসলেও ট্রেড দিতে পারবেন না।
-
শুধু লস করছেন কারণ কি এ্যানালাইসিস কি ভুলে গেছেন ? বেশী করে সাধ না করে তারপর কিছু অর্জন করতে হয় । সাধনা ছাড়া কোন জিনিস সম্ভব নয় । অামরা যত বেশী এ্যানালাইসিস করতে পারব তত বেশী অামরা লাভবান হতে পারব । অামরা অবশ্যই লাভবান হতে পারব । অাপনিও চেষ্টা করেন পেরে যাবেন ।
-
ফরেক্সে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে লস ও লাভ হলো ট্রেডের একটা অংশ । আর আমরা ট্রেডিং করার ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে যে লস এর মাধ্যমে আমরা আরো বেশি পরিমাণে শক্তিশালী হতে পারি । কেননা প্রথম অবস্থায় লস করার মাধ্যমে একজন ট্রেডার অনেক বেশি পরিমাণে অভিজ্ঞতা অর্জণ করতে পারে । আবার এই অভিজ্ঞতা পরিণত হয়ে যায় দক্ষতায় ।
-
ফরেক্স মার্কেট এ যারা সফল তাদের উচিত আমদের সবার সাথে তাদের স্ট্রেটিজি শেয়ার করা। কারন আমরা লস করছি। তাদের থেকে ভালো স্ট্রেটিজি পেয়েও আমরা ও লাভবান হতে পারি। ফরেক্স এ আমরা কেউ কয়ারো ত্রু নই যে একজন লাভ করলে অব্যজনের লস হবে।
-
ফরেক্স হল ধৈর্য্য ধারনের একটি ব্যবসা। লস হবে কিন্তু তার মধ্যদিয়ে লাভ বের করে আনতে হবে। অনেক অভিজ্ঞ ট্রেডারগন এখনও লস করে আর আমরাতো সেদিনের ট্রেডার। তাই ফরেক্স এ লস হবে ভেবেই ট্রেড করে লাভ করার চেষ্টা করতে হবে। আর লস হলেই যে কখনও লাভ করতে পারবো না এটা মোটেও ঠিক নয়। প্রকৃত শিক্ষা এবং জ্ঞান অর্জন করতে পারলেই আপনি লস এর ভাগ কমিয়ে লাভের ভাগ বাড়াতে পারলেই আপনি সফলকাম ট্রেডার হয়ে যাবেন।
-
ফরেক্স হলো একটি ব্যবসা তাই এখানে লাভ লস দুটোই হবে। আপনি যদি মনে করেন এই ব্যবসা শুধু আপনাকে মুনাফা দিবে তাহলে আপনি ভুল। কারণ পৃথিবীতে এমন কোন ব্যবসা নেই যেখান থেকে আপনি শুধু মাত্র মুনাফা উপার্জন করতে পারবেন। আবার দেখা যায় যে আপনি শুধু লস করেই যাচ্ছেন তখন ধরে নিতে হবে আপনার জ্ঞান এবং অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। তাই এই ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনার জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।