আমি চাই প্রতিদিন ১ % এর মত করে লাভ করতে এতে করে মাসিক যদি আমার ১৫ % থেকে ২০ % প্রফিট এসে থাকে আমি তা যথেষ্ট বলে মনে করি আমি কখনই বেশী লাভের আশায় লোভ করি না তাই আমি চাই ভাল কিছু করতে এবং ভাল ভাবে চলতে এই ফরেক্স মার্কেট থেকে ।
Printable View
আমি চাই প্রতিদিন ১ % এর মত করে লাভ করতে এতে করে মাসিক যদি আমার ১৫ % থেকে ২০ % প্রফিট এসে থাকে আমি তা যথেষ্ট বলে মনে করি আমি কখনই বেশী লাভের আশায় লোভ করি না তাই আমি চাই ভাল কিছু করতে এবং ভাল ভাবে চলতে এই ফরেক্স মার্কেট থেকে ।
আমি মাসে ৬০% প্রফিত করতে চাই কারন এর ছেয়ে বেশি লোভ করা ভালো না।
আমি আমার ১০০% বিনিয়োগ করা মুলধনকে প্রতি মাসে ট্রেডিং করে ১৫০% এ উত্তীর্ণ করতে চাই এবং বর্তমানে আমি তা করতে সফল হয়েছি। তবে সকল নতুন ট্রেডারদের জন্য অনুরোধ আপনারাও এরকম লাভ অর্জন করতে পারবেন সেই জন্য আপনাদের ভাল করে দক্ষ হতে হবে।
আমি একজন নতুন ট্রেডার। আমি ভালকরে ট্রেডিং শুরু করিনি। আমি এখনও ইনভেষ্ট করিনি। আমি ফরেক্সে পার্টটাইম কাজ করব। আমার ১০০% লাভ না হলেও চলবে। আমার বাড়তি কিছু আয় হলেই চলবে। ধন্যবাদ
হ্যাঁ আমি মনে করি আমি ফরেক্স এ ১০০ %
পারছেন্ট প্রফিট করতে চাই ।
তবে আমাকে মনে রাখতে হবে আমি যদি ফরেক্স
থেকে ১০০% প্রফিট করতে চাই
তাহলে আমাকে ভাল করে ফরেক্স
সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে অার যতো বিশি জানা যাবে ততো ভালো ভাবে ডলার অায় করতে পারবে ৷
যে কোন ব্যবসায় প্রফিট কে না করতে চায় ব্যবসার মূল উদ্দেশ্যই থাকে প্রফিট করা।। আমিও একশত পার্সেন্ট প্রফিট করতে চাই। যদিও এতটা প্রফিট করা অনেক কঠিন বিষয়। এই জন্য আমাকে অনেক বেশি সময় দিতে হবে। অনেক বেশি মার্কেট এনালাইসিস করতে হবে। আমি চেষ্টা করে যাচ্ছি আশা করি একদিন ১০০% প্রফিট করতে পারব।
লাভ সবাই করতে চায় বেশি বেশি। কিন্তু এই মার্কেট এ বেশি লাভ করতে যাওয়া উচিত না। নুন্যতম একটা লাভ করাই উচিত। আমার মতে ৬০% এর বেশি লাভ করা উচিত না।
আমার ৫০% লাভ মাসে থাকলেই হবে। যদি ফরেক্স সম্পর্কে জানা থাকে তাহলে এই ৫০% লাভ বের করা কন কথিন কাজ না। অবশ্য ভাল অভিজ্ঞতা থাকলে মাসে ১০০% লাভ করা সম্ভব।
আপনি কেমন হারে প্রফিট করতে চান তা আপনার দক্ষতার উপর নির্ভর করবে কারন আপনি যত দক্ষ হবেন আপনি তত প্রফিট করতে পারবেন কারন ফরেক্সে অনেক প্রফিট করার সুযোগ থাকে যেমন আমি ২৫ ডলারের একাউন্ট দিয়েে একমাসে ৫৫ ডলার প্রফিট উঠানোর পরের মাসে একাউন্ট জিরো করে ফেলেছিলাম। ধন্যবাদ।
আপনি ১০০% লাভ করতে পারবেন ফরেক্স বিজনেস থেকে।তাই আপনাকে ভালো করে ফরেক্স শিখতে হবে অভিজ্ঞ ট্রেডার হতে হবে জ্ঞ্যানী ট্রেডার হতে হবে আর কোশলী ট্রেডার হতে পারলে আপনি ফরেক্স থেকে আয় করতে পারবেন বলে আমি মনে করি