-
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেজিস্টেন্স থাকে এই সাপোর্ট এবং রেজিস্টেন্স ব্যবহার করে ফরেক্স মার্কেটে ট্রেদ করতে হয় আর এই ভাবে ট্রেদ করলে ভাল হয় তাই সব সময় চেস্টা করতে হবে সাপোর্ট দেখে এবং রেজিস্টেন্স দেখে ট্রেড করলে ভাল করা জায় তাই ফরক্স মার্কেটে ভাল করা জায় ।
-
আপনি ঠিকই বলেছেন।ফরেক্সে সফলতার জন্য সাপোর্টে এবং রেসিসটেন্স বুঝে ট্ররড ওপেন অথবা ট্রেড ক্লোজ করার প্রয়োজন।কেননা মার্কেটের মুভমেন্ট অধিকাংশ সময় সাপোট এবং রেসিসটেন্স লেভেলের সাথে জড়িত।তাই ভালোভাবে বুঝেশুনে ট্রেড করার জন্য সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝে ট্রেড করতে হবে বলে মনে করি।
-
ফরেক্স মার্কেটের সাপোর্ট এবং রেসিস্টেন্ট সুম্পর্কে ভাল জ্ঞান না থাকেল আমি মনে করি ফুঅঅঅঅররেক্স মার্কেটে ট্রেড করাটা খুব কঠিন হবে বলে আমি মনে করি। তবে আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞন লাভ করতে চান তবে বেশি করে পড়াশুনা করতে হবে বলে আমার ধারনা।
-
আপনার বিষয় টা অত্যান্ত গুরুত্বপুর্ন। আমরা যদি সাপোর্ট এবং রেজিস্টান্স বের করতে পারি তাহলে ট্রেড এন্ট্রি নেয়া এবং ক্লজ করা খুবই যথার্থ হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি না বের করতে পারি তাহলে ভুল জায়গায় ট্রেড এন্ট্রি হয়ে যাবে এবং লস হতে পারে ।
-
সাপোর্ট এবং রেজিস্টান্ট লেভেল ফরেক্সের প্রতিদিনের বাজার মুভমেন্ট এর সাভাবিক মাত্রা নির্দেশ করে।।। আমরা এই নির্দেশনা অনুযায়ী একটা ভাল সময় ও সুযোগ দেখে ট্রেড করলে আমাদের লস হবার সম্ভাবনা কম। থাকবে এবং প্রফিট ও মুটা মুটি ভাল হবে।।।
-
মার্কেট এ নির্দিষ্ট কিছু প্রাইস পয়েন্ট থাকে যেখান থেকে প্রাই আবার মুভ ব্যাক করে । অথবা যেটা ক্রস করলে মার্কেট আর বেশি সেই দিকেই মুভ করতে থাকে । এসব লেভেলকে সাধারনত সাপোর্ট রেসিসটেন্স লেভেল বলা হয় । সাপোর্ট রেসিসটেন্স লেভেল তৈরি হয় বিভিন্ন ধরনের ব্যাংকের জন্য । এটা অনেক কার্যকরী বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিস্ট্রেন্সের গুরুত্ব অনেক আমরা সাপোট এবং রেসিস্টেন্স বাহির করতে পারি অনেক সহজেই,আবার অনলাইনে অনেক সাইট আছে যারা ফরেক্স মার্কেটের সাপোর্ট এবং রেসিস্টেন্স দিয়েতথাকা যা দেখে আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করতে পারি। ভাল প্রফিট করতে হলে ফরেক্স নিউজ দেখতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে সাপোর্ট এবং রেজিস্টেন্স সম্পর্কে সঠিক ভাবে জানা থাকতে হবে তাহলে ফরেক্স নিখুত ভাবে ট্রেড করতে পারব না হয় রিয়াল মার্কেটে লস ছাড়া লাভ করতে পারবনা। টেকনিক্যাল এনালাইসিস সবচেয়ে গুরুত্বপুূর্ণ সাপোর্ট রেজিস্টেন্স।
-
সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ফরেক্স মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেডিং পয়েন্ট। এই দুটি পজিশন তৈরি হতে সময় লাগে। সফল ট্রেডাররা এর অপেক্ষায় থাকেন আর ঝোপ বুঝে কোপ মারেন। তবে প্রোপার সাপোর্ট এবং রেসিস্ট্যান্স চিনতে পারাটাই একজন ট্রেডারের সবচেয়ে বড় বাহাদুরি।
-
আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে। এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে।বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায়।