-
প্রত্যেকটি ব্যবসাতেই সফলতার সংজ্ঞা এই নয় যে প্রত্যেকটি ধাপে সফল হতে পারলেই তাকে সফলতা বলা যাবে । ব্যবসার ক্ষেত্রে যেহেতু লাভ আর লস বলে দুটি দিক আছে তাই একটি ব্যতিরেকে আরেকটি গ্রহন করা সম্ভব নয় । ফলে কোন ব্যক্তিই ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটি সিদ্ধান্তে সফল হতে পারবেন না । তাহলে সফল তখনই বলা যাবে যখন একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত লাভ আর লসের সমন্নয়ে ব্যবসাতে টিকে আছেন এবং সর্বোপরি লসের চেয়ে লাভ আনুপাতিক হারে বেশী করেছেন । তাই কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে প্রথমেই তাকে শতভাগ সফলতার চিন্তা মাথা থেকে সরিয়ে রাখতে হবে ।
-
ফরেক্স একটি ব্যবসায় আর ব্যবসায়ে লাভ লস দুটোই সর্বদা বিদ্যমান যেমন একটি কয়েনের এপিঠ ওপিঠ। ফরেক্সে শতভাগ প্রফিট করার মন মানসিকতা থাকলে হবে না আপনাকে লসকে হজম করার মত মন ও থাকতে হবে। লসকে যদি আপনি সহজে মেনে নিতে পারেন তবে আপনি কিছু শিখতে পারবেন লস থেকে যেটা আপনি পরবর্তীতে লস যেন না হয় সেই পদক্ষেপে গ্রহণ করতে পারেন।
-
যেহেতু ফরেক্স একটি ব্যবসা তাই এখানে লাভ-লস থাকবে এটাই স্বাভাবিক,তাই ফরেস্ক থেকে শতভাগ লাভ করার আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই না,কেননা যারাই ফরেক্সের থেকে শতভাগ লাভের আশায় ট্রেডিং করেছে তারাই লস করার মাধ্যমে তাদের ব্যালেন্স হারিয়ে ফরেক্স থেকে সরে যেতে বাধ্য হয়েছে।তবে আপনি যদি ফরেক্স সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করে নিজের অভিজ্ঞতা ও দক্ষ থেকে বাড়িয়ে ট্রেডিং করতে পারেন, এবং লাভের পাশাপাশি লসকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে লস এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই পরবর্তিতে লস এড়িয়ে সফলতার সাথে ব্যবসা করতে পারবেন।তাই বলব শতভাগ লাভের আশায় কোন ভুল ট্রেড করা থেকে বিরত থেকে ধৈর্য সহকারে নিজের অভিজ্ঞতা ও দক্ষ থেকে বাড়িয়ে তুলুন,এবং সেই অভিজ্ঞতা ও দক্ষতা কে কাজে লাগিয়ে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করুন তাহলে অবশ্যই ফরেক্স থেকে সফলতার সাথে ব্যবসা করার মাধ্যমে খুব ভালো আয় করতে পারবেন।
-
কোন কিছুতে শতভাগ চিন্তা করা ভালো কিন্তু আসবেই শতভাগ সম্ভব নয় যদি সেটা ফরেক্স কোনভাবে সম্ভব নয়। হয়তোবা আপনি শতভাগ চিন্তা করলে শতকরা 80 ভাগ সফল করতে পারবেন। ফরেক্সে সফল হওয়া বলতে শতভাগ কে বোঝায় না। আপনি এটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ট্রেড করছেন সেটা করতে পারলেই সফলতা বুঝায়।
-
ফরেক্স ট্রেড এর সবচেয়ে বড় যে পার্ট সেটা হলো সাইকোলজিক্যাল। তাই নিজের সাইকোলজিক্যাল বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে। আমাদের মাইন্ড কিন্ত সব সময় পরিবর্তনশীল। মার্কেট এনালাইসিস করার সময় কখন আমাদের চিন্তা পরিবর্তন আসে সেটা ধরতে না পারলে শুধু লসই করতে হবে। সবচেয়ে বড় যে বাধা সেটা হলো লোভ। আমরা কখণ যে, লোভ করা শুরু করি সেটা আগে বুঝতে না পারলেও লস হওয়ার পর ঠিকই বঝুতে পারি। তাই আমাদের মনোযোগী হতে হবে ট্রেড করার সময়। ১০০% লাভের চিন্তা এটা একটা অস্বাভাবিক লোভের চিন্তা।
-
মানুষের আশা আকাঙ্খা থাকা ভালো তবে অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। আর সব কিছুতেই শতভাগ সাফল্য অর্জন করার আশা করা কোন খারাপ কিছু না তবে শতভাগই যে সাফল্য অর্জন করা যায় এটাও কিন্তু ঠিক নয়। আপনি যে সব কিছুতেই শতভাগ সফল হবেন তা কিন্তু নয় এখানে আপনি যদি দক্ষ ও অবিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই শতভাগ সফল না হলেও ৬০-৭০% সফল হতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এর জন্য প্রয়োজন ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অবিজ্ঞ হওয়া। মনুষ কিন্তু এক দিনেই অভিজ্ঞ হয় না তাকে ধিরে ধিরে সময় নিয়ে অভিজ্ঞ হতে হয়। আপনিও চেষ্টা করুন তাহলে একসময় আপনিও অবিজ্ঞ হয়ে উঠবেন। আর শতভাগ সফল হওয়ার চিন্তা মাথায় রেখে কাজ করুন তাহলে শতভাগ না হোক ৭০-৮০% সফল হতে পারবেন। ধন্যবাদ
-
ফরেক্স এ শতভাগ সফলথা না হলেও শতভাগ ব্যাথতা নিশ্চয়।ফরেক্স ১০০০% লাভ আর ১০০%লস।তাই মাথায় রেখে নিজেকে দক্ষ করে তুলুন।আর নতুন দের লাভের আশা করা পুরাটাই ব্যাথতার মত।তাই ভাল ভাবে এনালাইসেস করে মাকেটে টিকে থাকতে হবে।তবেই ভাল কিছু হলেও হতে পারে
-
প্রত্যেকেই চাই যে কোন কাজেই শতভাগ সফলতা । তাই বলে কোন কাজেই শতভাগ সফলতা আসে না। সেটা সম্ভব নয় বা ঠিকও নয় কারণ যেখানে লস না থাকে সেখানে প্রফিট বৈধ কিনা সন্দেহ এবং মজাও পাওয়া যায় না। আবার নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হলে মাঝে মাঝে লস করারও প্রয়োজন আছে । কারণ জীবনে ভূল থেকেই তো শিক্ষা নিতে হয়। শিক্ষা নিয়ে ভালোভাবে ট্রেড করলে একসময় সফলতা আসবে। এজন্য লেগে থাকতে হবে।
-
আসলে আমরা হিসেবে চরম তম রকম একটা ভূল করি বলে আমি আমরা এই শতভাগ জিনিটা বুঝতে পারি না। অনেকেই জানি শতভাগ জিনিসটা কি। আমি মনে করি আমার একাউন্ট এর শতভাগ প্রফিট করাই হল শতভাগ। আমার মনে হয় এটা খুব কঠিণ কোন কাজ নয়।
-
ফরেক্স এ শতভাগ নিশ্চয়তা বলে কিছু নেই এইটা ই সত্যি । যারা ফরেক্স এ শতভাগ লাভের আশা করে তারা বোকার মত কাজ করবে । এখন এমন অনেক দেখা যায় যে যারা ফরেক্স এ শতভাগ প্রফিট এর নিশ্চয়তা দিতেছে ভুলেও নতুন ট্রেডারা এই পথে পা দেবেনা । নতুন রা শনে রাখবেন যে ফরেক্স শতভাগ প্রফিট বলে কিছু নেই । আর ফরেক্স এ সফল হতে হলে নিজেই নিজের স্টাটেজি তৈরী করুন আর সেই স্টাপেটজি তে সময় দেন । মনে রাখবেন একটি দুইটি তিনটি ট্রেড যদি লস যায় তবে এই স্টাটেজি কে খারাপ বলা যাবে না । যে কোন একটা স্টটেজি মেনে চলতে হবে তবেই সফল ।