-
আগামী সপ্তাহের জন্য আমার টার্গেট হচ্ছে আমি নতুন ট্রেডার হিসেবে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করব। ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে এনালাইসিস করব। ডেমো অ্যাকাউন্ট প্র্যাকটিস করবো। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করব। মার্কেটের মুভমেন্ট সম্পর্কে জানবো। ট্রেডিং স্ট্রাটেজি করব। ফরেক্স এর যতগুলো নিয়মাবলী আছে সেগুলো সম্পর্কে অনুসরণ করব যাতে আমি ফরেক্সে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে উঠতে পারি এটাই হচ্ছে আমার প্রথম টার্গেট। এমনকি টার্গেট ফিলাপ এর জন্য আমাকে অনেক পরিশ্রম ও ধৈর্যশীল হতে হবে।
-
আগামী সপ্তাহে কার কি টার্গেট!
যেহেতু ফরেক্স মার্কেট খুবই ঝুকির যায়গা তাই এখানে সবাই চায় কেমনে নিরাপদ থেকে ট্রেড করা যায়। তাই এখানে সবার টার্গেট থাকে নিজের টার্গেট ফুলফিল হয়ে গেলে বের হয়ে যাওয়া। আমার চলতি মাসের টার্গেট ফুলফিল হয়ে গেছে গত সপ্তাহে , কিন্তু এখনও তিনটা ট্রেড রানিং আছে তাই ইচ্ছা থাকলেও বের হয়ে যেতে পারব না। আপনার কি টার্গেট বা কতটুকু ফুল ফিল হযেছে কমেন্ট এ জানান।তবে সবাই একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে প্রতি সপ্তাহে একটি টার্গেট পূরণ করেন এবং তাদের অনুযায়ী কাজ করলে সফলতা ভালো হয় তাই নির্দিষ্ট কোন একটি টার্গেট নিয়ে কাজ করা উচিত প্রত্যেকটি ফরেক্স ট্রেডিং।
-
আমার আগামি সপ্তাহের টার্গেট হলো ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্ট থেকে ইনকাম শুরু করবো । এবং সেখানে যেন আমি টিকে থাকতে পারি তার জন্য বেশি করে মার্কেট এনালাইসেস করছি । এবং কিভাবে আমি ট্রেড করবো তার একটা ধারনা নিচ্ছি । এবং আমার আশা হচ্ছে আগামি সপ্তাহে ফরেক্স মার্কেট থেকে মাত্র ৫ ডলার ইনকাম করবো । আমি বেশি করে মার্কেট এনালাইসেস করছি আপনিও করেন তাহলে আশাকরা যায় সফলতা আসবে ।
-
আমার প্রতিটি ট্রেড মানে বেশিরভাগ ট্রেডগুলোতে যেন সর্বাধিক প্রফিট নিতে পারি এখন বাকী (আল্লাহর) ইচ্ছা। তবে আমাদেরকে অবশ্যই সফলতার জন্য একটা টার্গেট নিয়ে কাজ করে যেতে হবে একমাত্র তাহলেই আসবে লাইফে পরিপূর্ণতা। আমার আগামি সপ্তাহের টার্গেট হলো ফরেক্স মার্কেটে রিয়েল একাউন্ট থেকে ইনকাম শুরু করবো । এবং সেখানে যেন আমি টিকে থাকতে পারি তার জন্য বেশি করে মার্কেট এনালাইসেস করছি ।
-
আমার কনো সাপ্তাহিক টার্গেট নেই,আমি এক জন লং টাইম ট্রেডার আমার টার্গেট হয়ছে মাসিক,আমি মাসিক ১০০০ পিপ্স ইনকাম করারা টার্গেট রাখি,অনেক সপ্তাহে এন্ট্রি নাওও নিয়ে থাকি,আমি ভালো ভাবে মার্কেট হতে কনফারমেশন ছারা মার্কেট এ ঢুকি না।
-
আমি কখনো টার্গেট নিয়ে কাজ করাটা পছন্দ করি না কারন এতে করে আমার মনে হয়ে টার্গেট নিয়ে কাজ করলে একটি বাড়তি প্রেসার কাজ করে ফলে যখন কোন ট্রেড লসে চলে যায় তখন টার্গেট পুরন করার জন্য দ্রুত প্রফিট করার চিন্তা মাথায় চলে আসে আর তখনই লসে পড়ে যাই।
-
"আগামী সপ্তাহের ECB এর পলিসি মিটিংয়ে আমরা কোনো নতুন পদক্ষেপের ঘোষণার আশা করছি না।" - Danske Bank, আবারো করোনার প্রকোপ ছড়িয়ে পড়ায় আশাকরি ইসিবি তার সাধারণ ডভিশ সিগন্যাল দিবে। তাই এই সপ্তাহে EUR রিলেটেড মার্কেটে বড় মুভমেন্ট হবার সম্ভাবনা কম, এদিকে US নির্বাচনে প্রায় চলেই এসেছে তাই মার্কেটের মেইন ফোকাস সেদিকেই থাকবে বলে আমি মনে করছি।
-
আগামী সপ্তাহে আমার টার্গেট হল ফরেক্স মার্কেট থেকে একটা ভাল প্রফিট ইনকাম করা। কারন এর আগের দুটো সপ্তাহ আমার একেবারে নষ্ট হয়ে ভেসতে গেছে বলা যায়। সুতরাং আগামী সপ্তাহে যদি মার্কেটের মুভমেন্ট ভাল হয় তাহলে পজিশন অনুযায়ী আমাকে কমপক্ষে ৪ টা ট্রেড নিতে হবে এবং প্রতিটা ট্রেডে আমাকে মিনিমাম ১০ ডলার করে প্রফিট বের করতে হবে, তাই আগামী সপ্তাহে এটাই হল আমার মেইন টার্গেট।
-
ভাই ফরেক্স মার্কেটে নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করার মজাই আলাদা। কিন্তু আমি গত মাস খুব ভালো প্রফিট করলেও এই মাসে খুব একটা প্রফিট করতে পারিনি। আমি চেষ্টা করি প্রতিদিন 10 ডলার করে এভারেজে মাসে 200/250 ডলার আয় করার। কিন্তু ফরেক্স মার্কেটে প্রধান সমস্যা হল মাথা গরম ও অধৈর্য হলেই সব শেষ। তাই আমি ধৈর্যের সাথে ফরেক্স করার চেষ্টা করি।
-
ফরেক্স এ আমার প্রতিদিনের টার্গেট থাকে আবার সাপ্তাহের টার্গেট করে আমি ফরেক্স এ ট্টেড করি। আমি প্রতিদিন টার্গেট করি বিভিন্ন পেয়ার মিলে ২০ পিপস । আর সাপ্তাহে প্রত্যেক পেয়ারে ৪০ পিপস টার্গেট করে থাকি। এতে আমার কিছুটা হলেও আমি ট্টেড করে লাভ করে থাকি।