আমরা অনেক গুলো মাধ্যমে ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে পারি যেমন ইন্সটা ফরেক্স মাস্টার কার্ড, নোটেলার, মনি বুকারস, স্ক্রিল, ইয়োগা এইরকম অনেক গুলো মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারি।
Printable View
আমরা অনেক গুলো মাধ্যমে ফরেক্স মার্কেটে ডিপোজিট করতে পারি যেমন ইন্সটা ফরেক্স মাস্টার কার্ড, নোটেলার, মনি বুকারস, স্ক্রিল, ইয়োগা এইরকম অনেক গুলো মাধ্যমে আমরা ডিপোজিট করতে পারি।
ফরেকস মাকের্টে ডিপজিট করার জন্য অনেক মাধ্যম রহিয়াছে। যেখানে অামরা ডিপোজিট করে আয় রোজগার বৃদ্ধির করা সম্ভব। তাই আমাদের আয় বৃদ্ধি করিতে হইলে ফরেক্স মাকের্ট প্রথমে ডিপোজিট করিতে হইব । তাহা হইলে আমরা অরনক বেশি লাভ করিতে পারিব।
আমাদের বিভিন্ন অনলাইন পেমেন্ট প্রসেসর এর সহায়তা নিতে হয় এর মধ্যে স্ক্রীল , নেটেলার , পেয়নিয়ার মাস্টার কার্ড অথবা ইনস্টা ফরেক্স কার্ড বেবহার করতে পারি এ সকল পেমেন্ট প্রসেসর গুলো অনেক বেশি নিরাপদ। ফরেক্স মার্কেট ডিপোজিট করার মাধ্যম গুল হল-নেটেলার,ইন্সটা ফরেক্স মাষ্টার কার্,ইগো পে.....................
ফরেক্স মার্কেটে অনেকেই বোনাস দিয়ে ট্রেড করেন। তাদের ক্ষেত্রে ডিপোজিটের ব্যপার টা নেই। কিন্তু অনেকেই আবার ডিপোজিট করে ট্রেড করতে চান। এই চাওয়ার পরও অনেকে হয়তো জানেন না ঠিক কোন মাধ্যম দিয়ে কিভাবে ফরেক্সে ডিপোজিট করবেন। আপনাকে ধন্যবাদ পোস্টে ডিপোজিটের মাধ্যম সম্পর্কে জানানোর জন্য। এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারলে ভালো হত।
ইন্স্তফোরেক্ষ বেশ কিছু টাকা উত্তোলন এবং ইন্ভেস্তিং এর মাধম সংরক্ষণ করেন, যা হলো, টাকা উত্তোলনের জন্য আপনি বেবহার করতে পারেন- পেপাল, বিটকয়েন, স্ক্রীল, নেটেল্লের, ওয়েবমানি. আরো বিস্তারিত জানতে এই লিংক টি ভিসিট করুন, "https://secure.instaforex.com/en/withdrawals". আর অর্থ যোগ দানের জন্য রয়েছে, পেপাল, বিটকয়েন, স্ক্রীল, নেটেল্লের, ওয়েবমানি, উকাশ, পায়কো. আরো জানতে ঘুরে আসুন, 'https://secure.instaforex.com/en/deposits". এছাড়াও ইস্তফোরেক্ষ এর মাস্টারকার্ড এর সুবিধাও এখন আপনারা ভোগ করতে পারছেন.
হ্যা আমরা যদি ফরেক্স মার্কেট এ ডিপোজিট করতে এবং একাউন্ট থেকে টাকা উত্তলন করতে চাই তাহলে আমাদের যেকন অনলাইন ব্যাং প্রযোজন। যেমন প্লাজা, পেপেল, নেটেলার, পেওনার ইত্যাদি। আমরা এগুলোর মাধ্যমে খুব সহজেই টাকা ডিপোজিট এবং উত্তলন করতে পারি।
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্টের অন্যতম একটি ধাপ হল মানি ডিপোজিট। আমাদের দেশের ব্যাংকগুলো ফরেক্স মার্কেটে সরাসরি কোন ডিপোজিট করে না। এ কারণে আমাদেরকে আলাদা ব্যবস্থা অনালাইন প্রসেস মাধ্যম পেপাল কার্ড, ইন্সটাফরেক্স মাস্টার কার্ড, নেটেলার ইত্যাদি ব্যবহার করতে হয়।
ফরেক্সে আপনি যদি রিয়াল একাউন্ট করে ট্রেড করেত চান তাহেল আপনাকে অবশ্যই ডিপজিট করতে হব।যেহেতু ফরেক্স একটি অনলালইন ভিত্তিক একটি ব্যবসা তাই অনলাইনের মাধ্যমে ডিপজিট করতে হব।আর এই ডিপজিট করার জন্য বিভিন্ন মাধ্যম বা মেথড রয়েছে।যেমন নিটলার,পেপেল,মানিবুকার ইত্যাদি ।তবে সব ব্রকার এসব মেথট সাপর্ট করেনা।
পেপাল এর মত অনেক অনলাইন পেমেন্ট প্রসেসর রয়েছে। যেমনঃ Liberty Reserve (LR), AlertPay (AP), MoneyBookers (MB), Neteller , Skrill ইত্যাদি। আপনি এসবের মাধ্যমে অনলাইনে ফরেক্সে ডিপোজিট করে ট্রেড করতে পারেন। এছাড়া ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড/ভিসা কার্ড দিয়েও ডিপোজিট করতে পারবেন।
ফরেক্স মার্কেট এ আয় করা যত সহজ আয় কৃত টাকা তোলাও ততকস্ট । ফরেক্স মার্কেট থেকে আয় কৃত টাকা তোলার জন্য আমরা ভিবিন্ন উপাই অবলম্বন করেথাকি। আমরা ব্যাংক এর মাধ্যমে আমাদের আয় কৃত টাকা তুলতে পারতেছি। আবার নেটেলার বা অন্য উপাই এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট থেকে আয় করা টাকা উঠাতে পারতেছি। তবে আমি মনে করি আমরা যদি ব্যাংক এর মাধ্যমে টাকা গুলো উঠাই তাহলে ভালো হবে।