ফরেক্স থেকে লাভ করতে মুলত দরকার দক্ষতা । ফরেক্সের নিয়ম মেনে নিয়ম মত মানি ম্যানেজন্ট নিয়মিত বাজার এনালাইসিস করে যে ফরেক্স এ ট্রেড করতে পারে সে ফরেক্স থেকে লাভ করতে পারে । এক কথায় শুধু মাত্র দক্ষ ট্রেডাররা এখান থেকে লাভ করতে পারবে।
Printable View
ফরেক্স থেকে লাভ করতে মুলত দরকার দক্ষতা । ফরেক্সের নিয়ম মেনে নিয়ম মত মানি ম্যানেজন্ট নিয়মিত বাজার এনালাইসিস করে যে ফরেক্স এ ট্রেড করতে পারে সে ফরেক্স থেকে লাভ করতে পারে । এক কথায় শুধু মাত্র দক্ষ ট্রেডাররা এখান থেকে লাভ করতে পারবে।
সবাই যদি সব কাজ করতে পারতো তাহলে সবাই সব কাজ করতো। তেমনি ফরেক্স থেকেও যদি সবাই লাভ কর*তে পারতো তাহলে ফরেক্সও সবাই করতো। ফরেক্স থেকে সবাই লাভ করতে পারে না। যদি সবাই লাভ করতে পারতো তাহলে ফরেক্সের মোট হিসাবে লাভের পরিমাণ এতো কম আসতো না। ফরেক্স সবাই করে লাভের আশায়। কিন্তু সবাই লাভ করতে পারে না, ফরেক্সের হিসাবটাই তার সবচেয়ে বড় প্রমাণ। তাই মাথা ঠান্ডা করে , এনালাইসিস করে, বুদ্ধি খাটিয়ে ফরেক্স করলে লাভ করা সম্ভব বলে আমি মনে করি।
সবাই কে দিয়ে যেমন সব কাজ করানো যাইনা ঠিক তেমন ফরেক্স দিয়ে সকলে মুনাফা অর্জন করতে পারেনা,ফরেক্স এ মুনাফা অর্জন অনেক সহজ বিষয় নয় এর জন্য প্রয়োজন ট্রেড এর উপর দক্ষতা অর্জন করা,আর এই দক্ষতা সবাই এর নেই,ফরেক্স মার্কেট হতে তারাই লাভবান হইয়ে থাকে যারা মার্কেট সঠিক ভাবে এন্যালাইসিস করে মার্কেট এ এন্ট্রি নিতে পারে।
না ভাই সবাই লাভ করতে পারবে না। এখানে বা যে কোন ব্যবসাতে কারও লস না হলে অন্য কেউ লাভ করতে পারবে না। সুতরাং কাউকে না কাউকে তো লস করতেই হবে তাহলেই অন্য কেউ লাভ করবে। তবে যার অভিজ্ঞতা যত বেশি সে তত বেশি লাভবান হবেন। তাই চেষ্টা করে যান একসময় দেখবেন আপনিও প্রফিটে থাকবেন।
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজার যেখানে প্রফিট অর্জনের জন্য প্রতিটি ট্রেডার কে অবশ্যই পরিপূর্ণ দক্ষতা অভিজ্ঞতা এবং পর্যাপ্ত ট্রেডিং স্ট্রাটেজি গুণাবলী সম্পন্ন হতে হয় এবং কেবলমাত্র দক্ষ ও অভিজ্ঞ ট্রেডাররা ট্রেডিং এ প্রফিট অর্জন করতে পারেন।প্রকৃতপক্ষ কোন ব্যক্তি যদি দক্ষ ও অভিজ্ঞ না হন, তবে ট্রেডিং সম্পর্কে তার কোন জ্ঞান বা ধারণা থাকে না এজন্য সে ট্রেডিং করলে ক্ষতি হতে পারে।তাই আমাদের প্রত্যেকেরই উচিত লাভ এবং লক্ষ কে কেন্দ্র করে নিজেকে পর্যাপ্ত পরিমাণে ও পরিপূর্ণভাবে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তোলা।
ফরেক্স থেকে সবােই লাভবান হতে পারে না কারন সবাই এখানে পরিশ্রম করতে চায় না। সবাই চায় শুধু ট্রেড আর প্রফিট। কেউ এনালাইসিস করতে চায় না। কেউ ফরেক্স নিউজ সম্পর্কে পড়তে চায় না। তাহলে এত বড় বিশাল মার্কেট এ আমরা কীভাবে কস্ট ছাড়া আয় করতে পারব।
ফরেক্স মর্কেট সবার জন্য উন্মুক্ত তবে সবাই এই প্লাটফর্ম থেকে লাভ করতে পারে না। এর প্রথম ও প্রধান কারণ হচ্ছে দক্ষতার অভাব। আর দক্ষতা অর্জন করতে গেলে ট্রেডিং রুলস মেনে সঠিক এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট ফলো করে প্রচুর সময় দিয়ে ড্যামো একাউন্টে প্রাক্টিস করতে হয়। যারা এই সকল বিষয় মেনে চলতে পারে, তাদের দ্বারাই ফরেক্স থেকে লাভ করা সম্ভব।
হ্যাঁ আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন।আমার মতে ফরেক্স ট্রেডিং করে সবাই লাভবান হতে পারে না।কেবলমাত্র তারাই ফরেক্স করে লাভবান হতে পারে যারা কঠোর মনোবল এবং দক্ষতার সাথে ফরেক্স ট্রেডিং করতে পারে।লস এর মুখোমুখি তারাই হয় যারা খুব তাড়াতাড়ি ধনী হতে চায়।ফরেক্স করতে গিয়ে কখনো লোভের তাড়নায় পড়া ঠিক নয়।আপনি চিন্তা ভাবনা করে ট্রেডিং করেন দেখবেন আপনি অবশ্যই লাভবান হবেন ইনশাআল্লাহ।
দুনিয়ায় বৈধ-অবৈধ অসংখ্য ব্যাবসা আছে ।সবাই সব ব্যাবসায় লাভ করতে পারেনা ,তদরুপ ফরেক্সের বিষয়টাও তেমন । যে কোন ব্যাবসায় সফল হওয়ার জন্য দরকার অভিজ্ঞতা এবং পরিশ্রম । ফরেক্সের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় । ফরেক্সে সবাই লাভ করতে পারেনা । যারা ফরেক্স সম্মন্ধে বিষদ জ্ঞান নিয়ে ট্রেড করে তারাই কেবল লাভ করার আশা করতে পারে ।
যে কোন ব্যবসায় লাভ করতে হলে আপনাকে দক্ষ হতে হবপে পরিশ্রমই এবং অধিক সময় দিতে হবে। ব্যবসার নিয়ম কানুন ভালো-মন্দ সুবিধা-অসুবিধা ইত্যাদি নানাবিধ তথ্য সঠিকভাবে জানতে হবে। তবেই আপনি ফরেক্স থেকে লাভ পেতে পারেন । তবে এত কিছু করেও যে আপনি শুধু লাভ করবেন তা নয় লাভ এবং লস দুটোতেই অংশগ্রহণ করতে হবে অর্থাৎ লাভ হতে পারে নাও হতে পারে। এটা অনেকাংশে নির্ভর করে মার্কেট আপ ডাউন ট্রেনের উপরে। আমার জানামতে আপনি লাভ এবং লস যেকোনো একটা হবে। কিন্তু সিওর করে বলা যাবে না যে আপনি শুধু লাভই হবে।