-
নতুনরা ফরেক্সে যথেস্ট প্রস্তুতি নি আসবেন।ট্রেডের সময় মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন, ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন,অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না, লোভ করবেন না , নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না। আপনার ভবিষ্যৎ আপনার হাতে-তাই বুঝে শুনে কাজ করবেন।
-
অাপনার মুলল্যবান টিপস এর জন্য আপনাকে ধন্যবাদ, দেখি আমরা য়ারা নতুন ফেকসার কিছু কোরতে পারি কি না.:happy:
-
সবার আগেতো বলব ভাই আপানি অভার ট্রেড কইরেন না। আর ভাই ফরেক্সে টিকে থাকতে হলে আপনাকে আগে যেটা করতে হবে সেটা হল আপনার লোভ টা কে কন্ট্রোল করতে হবে। নাইলে আপনি আকালেই ফরেক্স হতে ঝরে পরেযাবেন। আর যেকোন একটা মেথড নিযে পরে থাকতে চেষ্টা করবেন কারন বার বার মেথড পরিবর্তন করলে আপনি কোন্টাই ভাল করে বুঝতে পারবেন না।
-
ফরেক্স মার্কেট এ দক্ষ হতে হলে আপনাকে অবশই অনেক সময় দিতে হবে এবং অনেক পড়াশুনা করতে হবে।
-
আপনার মূল্যবান টিপসের জন্য আপনাকে ধন্যবান।আমি ফরেক্স জগতে নতুন, আমি চাই ভালো্ভাবে শিক্ষতে ।ফরেক্স শিক্ষ আর বেশি বেশি টাকা উপার জন করো ।
-
যারা এই ব্যবসায়ে নতুন এসেছেন তাদেরকে আমি বেশি বেশি ডেমো ট্রেডিং করার অনুরোধ করছি। পাশাপাশি আপনারা যারা নতুন তাদের উচিত হবে প্রথম দিকে অল্প বিনিয়োগ করে স্ক্যাল্পং ট্রেডিং করে আপনার মুলধনের পরিমানকে আরও বাড়িয়ে তারপর বড় ট্রেড করলে ভাল হবে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। ফরেক্স সর্বদাই গতিশীল একটি বাজার।তাই আমার মতে ফরেক্স মোটেও সহজ ব্যবসা না তাই আমার দৃষ্টিতে ফরেক্স মার্কেট সম্পর্কে স্যহায়ক কিছু টিপস হল..........................................।
১।ফরেক্সের উপর লেখা অনেক বই বাজারে এবং অনলাইনে পাওয়া যাইয়েগুলো মনোযোগ সহকারে পড়ুন।
২। ডেমো অ্যাকাউন্ট এ অনুশীলন করুন।
৩। ফরেক্স মার্কেটে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় তা শিখুন।
৪। মার্কেট এনালাইসিস করতে শিখুন।
৫। লোভ ত্যাগ করুন।
৬। ফরেক্স মার্কেটের নিউজ গুলো নিয়মিতই দেখুন।
৭। ফরেক্স মার্কেটে ধরজ সহকারে কাজ করুন।
-
যারা এই ব্যবসায়ে নতুন এসেছেন তাদেরকে আমি বেশি বেশি ডেমো ট্রেডিং করার অনুরোধ করছি। পাশাপাশি আপনারা যারা নতুন তাদের উচিত হবে প্রথম দিকে অল্প বিনিয়োগ করে করে তার পর আল্প আল্প বিনিয়েগ করে টারই করতে।
-
ফরেক্স এ যারা নতুন তাদের উচিত ডেমোতে ট্রেড করা এবং স্টাটিজি ফলো করা, লোভ ত্যাগ করা যথেষ্ট ধৈয অবলম্বন করা। মানিম্যানেজম্যান ফলো করা বেশী ঝুকি না নেওয়া। ঠান্ড মাথায় বুঝে শুনে ট্রেড ওপেন করা এবং অবশ্যই স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করা।
-
অনেক নতুন ট্রেডার ফরেক্স সম্পর্কে হালকা ধারণা নিয়েই রিয়েল ট্রেডিং শুরু করে। ফলে তারা লসের সম্মুখিন হয়। তারা ফরেক্স শিখেছে মাত্র কিন্তু ফরেক্সে দক্ষ নন। ফরেক্সে লাইভ ট্রেডিং শুরু করার আগে কমপক্ষে ৬ থেকে ৭ মাস ডেমো ট্রেডিং করতে হবে। ধন্যবাদ