ফকেক্স ট্রেডিং-এর ক্ষেত্রে একেক জনের একেক রকম ট্রেডিং স্ট্রাটেজি ব্যাবহার করে থাকেন। কেউ কউ কেবল মাত্র মেটাটেডারের ডিফল্ট ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করে থাকে। আবার কউ হয়তো আছেন যিনি আনেক টাকা দিয়ে কেনা ইন্ডিকেটর ব্যাবহার করে ট্রেড করছেন। আবার অনেকেই আছেন যারা কোন রকম ইন্ডিকেটর ছারাই প্রইজ একশন ট্রেডিং স্ট্রাটেজি ব্যাবহার করে তাদের ট্রেডিং স্ট্রাটেজি দিয়ে সফল ভাবে ট্রেড করে থাকেন।