-
স্টপ লস হলো লস কতটুকু হলে মেনে নিয়ে ট্রেড অটো ক্লোজ হবে তাকে বলে।আর টেক প্রফিট ঠিক এর উল্টো।মানে কতটুকু লাভে ট্রেড ক্লোজ হবে তা নির্দিষ্ট করে দেওয়া। স্টপ লস এবং টেক প্রফিট সেট করে দিলে ট্রেডারকে কম্পিউটারের সামনে না থাকলেও কোনো সমস্যা হয় না।এজন্য ফরেক্স ট্রেডিংয়ে স্টপ লস এবং টেক প্রফিট খুবই দরকারি।
-
স্টপ লস এবং টেক প্রফিট এর মাধ্যমে আপনি আপনার আবেগ কন্ট্রোল করে ট্রেড করতে পারেন, যেমন- "স্টপ লস" আপনি আপনার লসে থাকা ট্রেডটি কত লসে ক্লোজ করতে চান সেটা স্টপ লস অপশনের মাধ্যমে নির্ধারণ করে দিতে পারেন, আবার টেক প্রফিট ও একই নিয়ম যে আপনার লাভে থাকা ট্রেডটি কত লাভে ক্লোজ করতে চান সেট করে ট্রেড করতে পারেন, মোট কথা হচ্ছে আপনি ট্রেড ওপেন করার আগে জানেন না যে আপনার কত লাভ বা লস হবে আর এটাই নির্ধারণ করা যে লাভ হলেও ২ ডলার এবং লস হলেও ২ ডলার এ ট্রেড করবেন, এটাই স্টপ লস ও টেক প্রফিট।
-
ফরেক্স মার্কেট এ আমরা স্টপ লস এবং টেক প্রফিট এর সুবিধা পেয়ে থাকি । আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে অন্য কাজ করেতে পারি । এবং ঐ ট্রেড টি বেশি লস না হই এই জন্য আমরা স্টপ লস দিয়ে থাকি । ফরেক্স মার্কেট এ মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তন হই তাই একটি নিদিষ্ট লস পরিমান স্টপ লস এ নির্দেশ করা থাকে । ঠিক একি রকম টেক প্রফিট মার্কেট ঠিক একটি নির্দিষ্ট স্থানে চলে আসলে তার ট্রেডটি নিদিষ্ট পরিমান লাভ নিয়ে বন্ধ হয়ে যাবে । এই জন্য আমাদের ফরেক্স মার্কেট এ স্টপ লস এবং টেক প্রফিট ঠিক করে অন্য কাজ করতে পারি ।
-
ফরেক্স মার্কেটে এই একটি বিশাল সুবিধা দিয়ে থাকে ব্রোকার গুলো । নিদিষ্ট সময় আপনার ট্রেড বন্ধ করার জন্য স্টপ লস ব্যবহার করা হয় এবং লাভের জন্য টেক প্রফিট ব্যবহার করা হয় । আপনি মার্কেটে ট্রেড করছেন মার্কেট এখন 1920 তে আছে আপনি দেকছেন মার্কেট ওপরে উঠবে 1945 যেয়ে কলোজ হবে সেই সময় মনে করেন আপনি একটু বিশেষ জরুরী কাজে আপনাকে একটু বাইরে জেতে হবে কিন্তু মার্কেটের অবস্থা অনেক খারাপ মার্কেট কোন দিকে যাবে তা বলা যাচ্ছে না সেই সময় আপনি স্টপ লস দিয়ে এবং টেক প্রফিট 1945 দিয়ে বাইরে যেতে পারে -যদি মার্কেট উপরে ওঠে তাহলে তাহলে তা একাই বন্ধ হয়ে যাবে এবং আপনার লাভ হবে ।
-
ফরেক্স এক টি আন্তঃজাতিক মুদ্রা কেনা বেচার সব চেয়ে সফল ব্যবসা। এবং এটি অনলাইন ব্যবসা। ফরেক্স এ সব ছেয়ে মজার বিষয় হল এই মার্কেট এ স্টক লস ও টেক প্রপিট বলে এক টা অপশন আছে। যা ট্রেডারদের কাছে খুবি জনপ্রিয়। কারন কোন ট্রেড অপেন করে সব সময় খেয়াল রাখা সম্ভব হয় না। এই ক্ষেত্রে স্টপ লস, ট্রেক প্রপিট সেট করে দিয়ে এক টি নিদিষ্ট এমাউন্ট এ। এতে মার্কেট লস এর পজিশন এ আসলে অটোমেটিক ভাবে ট্রেড ক্লোজ হয়ে যাবে। ট্রেক প্রপিট এর ক্ষেত্রে ও একই সিস্টেম।
-
স্টপ লস এবং টেক প্রফিট হল দুইটি ট্রেড নিয়ন্ত্রণ অপশন। আপনি ইচ্ছে করলে এই দুইটি অপশন ব্যবহার করে আপনার ট্রেডের লাভ কিংবা ক্ষতির মাত্রা নির্ধারণ করে দিতে পারেন।সহজ কথায়, আপনি একটি ট্রেড ওপেন করার পর ঐ ট্রেড থেকে আপনি কি পরিমান প্রফিট অর্জন অবধি ট্র্বড টি ধরে রাখবেন তা আগ থেকেই নির্ধারণ করে দেওয়ার জন্য টেক প্রফিট আর কি পরিমান ক্ষতি আপনি মেনে নিবেন তা নির্ধারণ করার জন্য স্টপ লস ব্যবহার করতে পারেন। আপনি অনলাইনে না থাকলেও এগুলো অটোমেটিক কাজ করবে। আর হ্যাঁ, এই অপশনদ্বয় পরিবর্তন করা যায়।
-
স্টপ লসের দ্বারা সকল ট্রেডার গণ তার লসের প্রিইস বা ট্রেড বন্ধ বা স্টপ করতে পারবেন। সকল অভিঞ্গ ব্যবসায়ি এই ধরনের কাজ করে থাকে। আবার টেক প্রফিট মাধ্যমে সকল ট্রেডার গণ তাদের লাভের মুখ দেখার জন্য তাদের প্রইস বা একাউন্ট খুলতে বা ওপেন করে থাকেন। ফরেক্স ব্যবসায়ে ট্রেড করার জন্য এধরনের সুবিধা বা কন্ট্রলার ব্যবহার করা হয়। ধন্যবাদ।
-
স্টপ লস এবং টেক প্রফিট হলো ফরেক্সের খুবই গুরুত্বপূর্ন ট্রেডিং টুলস। আমরা সবসময় মার্কেটের দিকে নজর রাখতে পারিনা। কিন্তু মার্কেট সবসময় গতিশীল থাকে। আমাদের অনুপস্থিতিতে হয়ত মার্কেটে অনাকাঙ্খিত মুভমেন্ট হতে পারে এতে আমাদের অনাকাঙ্খিত লসও হতে পারে। অনাকাঙ্খিত লস এড়াতে স্টপ লস ব্যবহার করা হয়, আবার টেক প্রফিট ব্যবহার করা হয় কাঙ্খিত লাভে ট্রেড ক্লোজ করে দেয়ার জন্য।
-
স্টপ লস এবং টেক প্রফিট হচ্ছে ফরেক্স ট্রেডিং এর একটি অংশ। মনে করি, আপনি একটি ট্রেড অপেন করলেন আপনি মনে করলেন আমি এখন মার্কেটের সামনে থাকতে পারব না, তখন আপনি টেক প্রফিট এর মাধ্যমে উল্লেখ করে দিলেন যে মার্কেট এত তে আসলে ট্রেড লাভে ক্লোজ হয়ে যাবে এবং স্টপ লসের মাধ্যমে আপনি নির্দিষ্ট পরিমাণে লস মেনে নিলেন, এতে আপনার লসের পরিমান কমে গেলো। ধন্যবাদ
-
আপনি যখন বাসার বাহিরে কিংবা মার্কেটের বাহিরে চলে যাবেন তখন টেক প্রফিট করে আপনি নির্দিষ্ট পরিমান প্রফিট উল্লেখ করে দিতে পারেন আবার অনুরূপে আপনি স্টপ লসের মাধ্যমে আপনার লসকে নির্দিষ্ট পরিমাণে নিয়ে এসে লসকে কমাতে পারেন। ধন্যবাদ