আসলে এখানে লাভ বা লস হতেই পারে তাই তো এটা ট্রেডিং। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে- কম ট্রেড বেশি লাভ না হলে আপনি ঠিকতে পারবেন না। আপনাকে সঠিক জায়গায় সঠিক এন্ট্রি নিতে হবে নতুবা খালি লস করতেই থাকবেন। একসময় ধৈর্য হারিয়ে মার্কেট থেকেই সরে যাবেন। আপনার মনে হবে এখানে প্রফিকরা সম্ভবই না। যারা এখানে প্রফিট হয় বলে বলবে তারা চাপা মারে অথবা মিথ্যা বলছে।