-
অনেক ব্রোকার মানিবুকারস/স্ক্রিল সাপো্ট করে। কিন্তু মনিবুকারসের আলাদা একটি সুবিধা রয়েছে। আপনি আপনার মানিবুকারস থেকে সরাসরি ব্যাংকে উইথড্র করতে পাবরেন। আপনিআ পনার ব্যাংকের Swift Code এবং অ্যাকাউন্ট নং দিয়ে উইথড্র চাইলে কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্াকাউন্টে তারা টাকা পাঠিয়ে দেবে। এমনকি আপনি আপনার ডেবিট/ক্রেডিট কার্ডেও মানিবুকারস থেকে উইথড্র করতে পারবেন।
-
ফরেক্সে ডিপোজিট করার জন্য অনেক পথ রয়েছে। অনেক ব্রোকার মানিবুকারস/স্ক্রিল সাপোর্ট করে। আপনি আপনার মানিবুকারস থেকে সরাসরি ব্যাংকে উইথড্র করতে পারবেন। আপনি আপনার ব্যাংকের sWIFT cODE এবং অ্যাকাউন্ট নং দিয়ে উইথড্র চাইলে কয়েকদিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা পাঠিয়ে দেবে। এমনকি আপনি আপনার ডেবিট/ক্রেডিট কার্ডেও মানিবুকারস থেকে উইথড্র করতে পারবেন। হ্যাপি ফরেক্সিং
-
হ্যা ফরেক্সে ডিপোজিট এবং উইথড্র করার জন্য বেশকিছু ভালো পেমেন্ট প্রসেসর রয়েছে।এদের মধ্যে একেকজন একেকটা মেথডকে পছন্দ করে।তবে আমার কাছেও মনে হয় মানিবুকারস বেশ ভালো একটা পেমেন্ট প্রসেসর।এর দ্বারা রিয়েল ব্যংকিংয়ে টাকা পাওয়াযায়।তবে আমি নেটলারকেও ভালো পেমেন্ট প্রসেসর মনে করি।নেটলারের সবরকম গুনাবলি আমাকে মুগ্ধ করেছে।
-
আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান অর্জন করে থাকেন এবং এর মাধ্যমে আপনার আর্থসামাজিক অবস্থার উন্নতি করতে চান তো আপানাকে ফরেক্স এর লাইভ একাউন্ট এ ডিপোসিট করতে হবে তার জন্য আমি মনে করি যে পেমেন্ট মেথোট টি ভাল তা হলো skrill
-
Skrill অথবা Neteller দিয়ে ডিপোজিট/উইথড্র করলে ভালো। করণ বাংলাদেশে অনেকেই আছে যারা টাকার বিনিময় Skrill অথবা Neteller ডলার কেনা বেচা করে থাকে। সম্প্রতি ঘোষণা আসছে Netellerr কিনে নিচ্ছে Skrill কে।Neteller এর মূল প্রতিষ্ঠান*Optimal Payments Plc কিনে নিচ্ছে অনলাইন জগতের অন্যতম জনপ্রিয় পেমেন্ট প্রসেসর Skrill কে।
-
ফরেক্সে রিয়াল ট্রেড করার জন্য আপনাকে সর্বপ্রথম ব্রোকার নির্বাচন করতে হবে। কারণ, ব্রোকার ছাড়া ফরেক্স ট্রেডিং করা যায় না। আপনি যদি ফরেক্সে ডিপোজিট করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে কোন ব্রোকার ভাল এবং বিশ্বস্ত। আমি মনে করি ফরেক্স ট্রেডিং করার জন্য ইন্সতাফরেক্স ব্রোকার খুবই ভাল। ধন্যবাদ
-
আমর মতে বর্ত মানে আমাদের দেশে ফরেক্সএ ডিপোসিট করার জন্য স্ক্রিল টাই বেটার অপশন বলে আমি মনে করি কারন বর্তমানে স্ক্রিল এর রেট কিছুটা কম তাই এখান থেকে কম মুল্যে আপনি আপনার ফরেক্স এর একাউন্ট এ সহযে ডিপোসিট করতে পারেণ।
-
ডিপোজিট করার জন্য বিভিন্ন্ পেমেন্ট প্রসেসর রয়েছে তার যেকোন একটা যেটা আপনার জন্য সবথেকে সহজ লভ্য সেটা দিয়ে আপনি আপনার একাউন্টে ডিপোজিট করতে পারেন আর এর মানে হল আপনি মানি বুকার, পেইজার, বা নেটলার ইত্যাদি কোন ধারনের মানি আপনি সহেজে পাচ্ছেন তাই উপরে নির্ভর করে আপনি ডিপোজিট করতে পারেন আর আমার মনে হয় ডিপোজিটের জন্য নেটলার বেশ ভাল। ধন্যবাদ।
-
মার্কেটে ডিপোজিট আপনাকে করতেই হবে যদি আপনি ফোরেক্স মার্কেটে ট্রেড করতে চান আর এর জন্য আপনাকে অবশ্যই ভালো একটা পেমেন্ট ম্যাথড ব্যবহার করতে হবে। আমাদের দেশের জন্য স্ক্রিল/মানিবুকারস, নিটেলার, ছাড়াও আরে কিছু রয়েছে তবে আমার মনে হয় এই দুইটাই ভালো কারন এ দুইটা বিক্রি করতে কষ্ট কম হয়। লুল।
-
ফরেক্সে ডিপোজিটের অনেক মাধ্যম রয়েছে। তবে মানিবুকারস/স্ক্রিল এর মাধ্যমে ডিপোজিট করা ভালো। কারন বাংলাদেশের প্রায় সব বুথে এদের মাস্টারকার্ড সাপোর্ট করে। যার ফলে খুব সহজেই টাকা তুলা যায়।