হ্যা বন্ধু হারানো ক্যাপিটাল পুনারায় অর্জন করা বেশ কঠিন একটা কাজ কারন আপনি যে কারনে আপনার ক্যাপিটাল হারালেন তা আপনার মাজে যদি বিদ্যমান থাকে তবে তা অনেকটাই অসম্ভবও বটে আর তাছাড়া ৫০% হারানো মনে ১০০% লাভ যা সত্যই বেশ কঠিন কাজ। ধন্যবাদ।
Printable View
হ্যা বন্ধু হারানো ক্যাপিটাল পুনারায় অর্জন করা বেশ কঠিন একটা কাজ কারন আপনি যে কারনে আপনার ক্যাপিটাল হারালেন তা আপনার মাজে যদি বিদ্যমান থাকে তবে তা অনেকটাই অসম্ভবও বটে আর তাছাড়া ৫০% হারানো মনে ১০০% লাভ যা সত্যই বেশ কঠিন কাজ। ধন্যবাদ।
ট্রেড করে যদি আপনি ৫০ হারান তবে, আপনাকে লাভ করার জন্য ১০০ য়ায় করতে হবে।
আমি মনে করি হারানো ক্যাপিটাল ফিরে পাওয়া অনেক কঠিন কারন কোন ট্রেডার যদি অ্যাকাউন্টের ৫০ শতাংশ হারায়, তাহলে সেই লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ১০০লাভ করতে হবে। আর যদি ৭৫শতাংশ হারায়, তবে নতুন ব্যালেন্সের ৩০০ শতাংশ প্রফিট করতে হবে শুধুমাত্র পূর্বের লস রিকভার করার জন্য। তাই একবার বড় ধরনের লস হলে সেই লস রিকভার করা অনেক কষ্টকর।
বড় ধরনের লস করলে সেটা আর রিকভার করা সম্ভব না। যদি ৫০% লস করেন তবে আস্তে আস্তে মুল ব্যলান্স এ ফেরা অনেক কষ্টে সম্ভব হয় কিন্তু ৭৫% লস হয়ে গেলে নতুন করে মূলধন যোগ করা ছাড়া আর পূর্বের মূলধন ফিরে পাওয়া কোনভাবেই সম্ভব না। আর যদি সম্ভব হয়ে থাকে সেটা নিতান্তই ভাগ্য চক্রে বলা যেতে পারে। এজন্য ট্রেড করার সময় মানি ম্যানেজমেন্ট কে সবসময় গুরুত্তের সাথে নেওয়া উচিত। আপনি যদি আপনার একাউন্ট এর ১০% এর বেশি রিস্ক না নেন সেটাই ভাল এতে আপনার মূলধন এর কোনরূপ ক্ষয়ক্ষতি হবে না, সলেও অতি সামান্য রিকভার করা সম্ভব।
লাভ লস মিলিয়েই ফরেক্স ট্রেডিং তাই ফরেক্সে লস হওয়াটা স্বাভাবিক।তবে আপনি যদি শক্তভাবে মানি ম্যানেজমেন্ট মেনে চললেন তাহলে কখনোই আপনার ক্যাপিটাল হারাবে না।তবুও কেউ যদি অসাবধানতা ভাবে ক্যাপিটাল হারিয়ে ফেলে তবে তার উচিত আরও ভালোভাবে ফরেক্স শিখে পুনরায় ইনভেস্ট করে ধীরে ধীরে হারানো ক্যাপিটাল ফিরিয়ে আনা।
একাউন্টের ৫০ বা ৭০% হারানো মানে একাউন্টের জন্য বিরাট একটা ক্ষতি কারন এই ক্ষতি না পুষালে লাভ উঠানো যাবে না তবে ক্ষতিটা পুষানো কিন্তু মোটেও সহজ কথা নয়।
আপনি যদি আপনার অ্যাকাউন্টের ৫০%হারান, তাহলে আপনাকে লস রিকভার করতে আপনার নতুন ব্যালেন্সের ১০০%লাভ করতে হবে। আর যদি ৭৫%হারান, তবে নতুন ব্যালেন্সের ৩০০%প্রফিট করতে হবে শুধুমাত্র পূর্বের লস রিকভার করার জন্য। তাই বিষয়ই টা মনে রাক্তে হবে।
ফরেক্স ট্রেড খুব সহজ না। ফরেক্স এ সফলতা অর্জন করা খুব কঠিন। ফরেক্স এ হারানো ক্যাপিটাল উদ্ধার করাও কঠিন। যদি কোন কারনে একবার লস হয়ে যায় তাহলে সেই লস কভার করতে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। একাউন্ট এর ৫০% লস হলে ১০০% প্রফিট না করলে লস কভার হয়না। কারন ৫০ ডলার থেকে যদি ২৫ ডলার লস হয়ে যায় তাহলে সেই ২৫ ডলার থেকে ৫০ ডলার করতে ১০০% প্রফিট করা লাগে।
একবার একটি ভুল টেড দিয়ে লস করলে সেই ব্যলেস ফিরিয়ে আনতে গেলে অনেক সমস্যা হয় , তখন দেখা যায় যে বেশির বাগ ট্রেডার যুকি নিয়ে ট্রেড করে আবার ব্যলেস ফিরিয়ে আনার জন্য । সব থেকে ভাল দিক হল মাথা টান্ডা রেখে কাজ করা ।
আপনি যে পরিমানই ক্যাপিটাল হারান না কেন লাভ করতে হলে সেটা আপনাকে রিকভার করএই হবে। যদি আপনি খুব বেশি ক্যাপিটাল হারিয়ে ফেলেন তবে তা রিকভার করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। যেমন ৫০% হারালে যে প্রফিট থাকবে তার ১০০% প্রফিট করতে হবে, ৭৫% হারালে যা থাকবে তার ৩০০% প্রফিট করতে হবে। অর্থাৎ যত বেশি হারাবেন তত বেশি পরিশ্রম করতে হবে।