-
ফরেক্স মার্কেটে শুরু করে একদম প্রাথমিক অবস্থাতে প্রয় ৯৫% ট্রেডার লস করে থাকে। তার বেশ কয়েকটি কারণ ও রয়েছে। শুরুতে এসেই তারা বুঝতে পারেনা কিভাবে ট্রেড করতে হবে। ফরেক্স মার্কেট এনালাইসিস সম্পর্কে তারা কখনও এতটা অভিজ্ঞ হয়ে উঠতে পারেনি। তারা ফরেক্স মার্কেটে ট্রেড করারেআগে যানেনা যে তাদের উদ্দেশ্য কি। এই সব কারনে প্রথম অবস্থায় ভুল করাটাই স্বাভাবিক।
-
নতুনরা শুধু মাত্র সুচকের ওপর নির্ভর করে ট্রেড করে কিন্তু বহু কারনে সুচক এমন ভাবে পরিবর্তন হয় যে লস খেতে হয়। অভিজ্ঞতা থাকলে এগুলো কম হয়
-
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। এবং বিগেনার ত্রেদারদের এই লসের কারন হল........................।
১। আপনার লোভ।
২। আপনার অনভিজ্ঞতা।
৩।মানি ম্যানেজমেন্ট না করতে পারা।
৪। মার্কেট সম্পর্কে অভিজ্ঞ না হওয়া।
৫। ধরজশিল না হতে পারা।
-
আমার জানা মতে ফরেক্স মার্কেট যারা নতুন অবস্হায় টেড্র করে তারা লস ৯৫% কথাটি সত্য ১০০%।
কারন তারা দেখা বা না বুঝে টেড্র করে।
তাই এই কারনে ফরেক্স মার্কেট লস করে।
-
ফরেক্স মার্কেটে আসা ৯৫% ট্রেডাররা লস করে তার অনেক কারন থাকতে পারে যেমন তাদের কম ট্রেডিং অভিজ্ঞতা বা ট্রেড করার ক্ষেত্রে বেশি রিস্ক নিয়ে ফেলে অথবা ট্রেড করার জন্য পদ্ধতিগত প্রক্রিয়া অনুসরন না করে নিজের মত করে ট্রেড করে। ধন্যবাদ।
-
৯৫% ট্রেডার লচ করার প্রধান প্রধান কারন হল তারা অতি লোভ করে
,আর এলোভের কারনে তারা লচ করে বসে থাকে।তারা ভালভাবে জানে জদি কোন ট্রেডার লোভ করে তাহলে লচ হবে।
-
৯৫% বিগেনার ট্রেডাররা লস করার কারন হচ্ছে
• অতিরিক্ত লোভ করা
• ইমোশনাল হয়ে ট্রেড় করা
• নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করা
• মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করা
• ট্রেডিং স্ট্রাটেজি মেনে না চলা
• অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করা
-
প্রত্তেক ট্রেডারের কাছে নিজস্ব মতামত বা ব্যাখ্যা থাকে যে কেন মার্কেট এভাবে মুভ করছে। আমি, আপনি কিংবা পিপস শিকারি মার্কেট সম্পর্কে যা অনুভব করি এবং সে অনুসারে পজিশন নেই, তাই পরবর্তীতে নতুন মার্কেট সেন্টিমেন্ট তৈরি করতে সাহায্য করে। তাই নিজের মন গরা চিন্তা দিয়ে ট্রেড করবেন না।
-
এটা বাস্তব সত্য যে ফরেক্সে ৯৫% বিগেনারই হচ্ছে লুসার।এর মধ্যে প্রধান কারন হচ্ছে তারা মনে করে ফরেক্স খুবই সহজ একটা ব্যাবসা শুধু বাই এবং সেল অর্ডার দিতে জানলেই এখান থেকে লাখ লাখ টাকা আয় করা যাবে।আর এই ধারণা নিয়েই তারা ভালোভাবে না শিখে ফরেক্সে ইনভেস্ট করে।যার ফলস্বরূপ উল্টা-পাল্টা ট্রেডের ফলে এবং মানি ম্যানেজমেন্ট না মানার কারনে অল্প কিছুদিনের মধ্যেই তারা একাউন্ট খালি করে পেলে।
-
৯৫% বিগিনার ট্রেডার শুরুতেই লস করে।কারন শুরুতে তারা অভিজ্ঞ থাকেনা।এবং সেই সময়ে তাদের বাড়তি লোভ থাকে।
এর ফলেই তাদের লস হয়ে থাকে।