-
প্রতিটি ব্যাবসায়েই লাভ এবং লসের ঝুকি রয়েছে ফরেক্স মার্কেটেও লসের যেমন ঝুকি রয়েছে ঠিক তেমনি এখানে রয়েছে লাভের বা ভাল প্রফিটের অপার সম্ভাবনা এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সব থেকে যেটি বেশি প্রয়োজন তা হল অনেক ভাল ফরেক্স ট্রেডিং বিষয়ক জ্ঞান এবং শিক্ষা।
-
আমি মনে করি প্রতিটি ব্যবসায় লাভ এবং ক্ষতি দুটোই বিদ্যমান রয়েছে, আর ফরেক্স এর ক্ষেত্রে ঠিক তেমনি। ফরেক্স মার্কেটে ট্রেড করতে এলে আপনাকে অবশ্যই লাভ ক্ষতি মেনে নিয়েই ট্রেড করতে হবে। কারণ এটাতে যেমন লাভ হওয়ার সম্ভাবনা থাকে বেশি ঠিক তেমনি ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। অতএব এই মার্কেটে ট্রেড করার আগে আপনাকে কঠোর ভাবে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এমনকি দক্ষ ও অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে পরামর্শ নিয়েই ট্রেডিং কৌশল পরিচালনা করতে হবে। তাহলে হয়তো আপনার ট্রেডিং ক্ষতি হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও হ্রাস পাবে বলে আমার বিশ্বাস।
-
লাভ এবং ক্ষতি উভয় যে কনো ব্যবসায়ের একটি অংশ,তাই ব্যবসা সুরু করতে হলে আপনাকে উভয় মেনে চলতে হবে,ফরেক্স ও একটি বিজিনেস,এই ব্যবসায়ে লাভ এবং ক্ষতি উভয় হতে পারে,আপনি ফরেক্স মার্কেট দিয়ে একটানা প্রফিত করতে পারবেন না,তাই লাভ এবং লস মেনে নিয়ে ফরেক্স করুণ।
-
৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । ফরেক্সকে টাকা আয় করার মেশিন বলা যেতে পারে । আবার ফরেক্স ব্যবসা মানে টাকা নষ্ট করার ব্যবসা ও বটে । ফরেক্স আন্তর্জাতিক ফাইনান্সিয়াল ব্যবসা তাই লাভ এবং ক্ষতি তো কোন ব্যাপার না । ফাইনান্সিয়াল ব্যবসা মানেই তো লাভ এবং ক্ষতি । কিন্তু আমাদের হতাশ হলে চলবে না ।
-
লাভ এবং ক্ষতি প্রতিটা ব্যবসাতেই আছে, তাই বলে কি কেউ ব্যবসা করবেনা।আপনি যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা ভালোভাবে শিখে তার পর ব্যবসা শুুরুু করতে পারেন তাহলে আপনার কোন লস হবেনা।ফরেক্স ব্যবসা করুুণ এবং বেশি বেশি লাভ করুন।
-
আমার প্রিয় ভাই, যদি আমাদের এই বাহিনীর বাণিজ্যে লোকসান ভোগ করতে হয়, তবে আমাদের এই ক্ষতি থেকে শিখতে হবে এবং ক্ষতির বিষয়ে আমাদের কখনই উদ্বিগ্ন হওয়া উচিত নয়, কারণ যে কেউ সেই সময় ভ্রমণে বেশি চিন্তিত, তত বেশি এটা তোলে এবং যখন লাভের কথা আসে তখন এটি খুব বেশি লোভী হওয়া উচিত নয়
-
ব্যবসা মানেই লাভ-ক্ষতি দুটি থাকবে। ফরেক্স মার্কেটে লাভ-ক্ষতি দুইটা আছে। আপনি লাভের আশা করবেন কিন্তু লাসের আশা করবেন না এটা তো হবে না। ব্যবসা করতে গেলে অবশ্যই লাভ যেমন থাকবে তেমনি লস ও থাকবে। তবে ফরেক্স মার্কেটে বুঝেশুনে ট্রেড করতে পারলে এবং ভালো দক্ষতা অর্জন করে ট্রেড করতে পারলে ভালো লাভ আশা করা যায়।
-
শুধু ফরেক্স মার্কেটেই নয় -যে খানে লাভ আছে সেখানে লস ও আছে। লাভ-লস এই দুটি বাক্য একে অপরের সাথে নিবীর সম্পর্ক রয়েছে। একটি ছাড়া অন্যটি যেন বিথা। কোন ব্যবসা তে যেমন শুধু লাভ হয় না তেমনি করেই কোন ব্যবসাতে একাথারে লস ও হয় না। ফরেক্স মার্কেটটা টুটালী ডিফারেন্ট কারন-এই মার্কেটএ কখন লাভ আর কখন লস হবে সেটা কেউই ফিক্সড করে বলতে পারবে না। লাভ লস নিয়েই ফিরেক্স।
-
আপনি যদি কোনও লাভ করতে চান তবে আমি মনে করি কোনও লাভ করার জন্য আপনার কখনই পড়াশোনায় ভুল করা উচিত নয়, তবে আপনি এতে একটি লাভ করতে সক্ষম হবেন এবং আপনার ক্ষতি অনুযায়ী আপনার এখনও কাজ করতে হবে। আপনার অবশ্যই একটি ভাল লাভ করা উচিত যাতে আপনার এটির জন্য ভাল পরিকল্পনা করা উচিত যাতে আপনি এই মুদ্রায় ভাল কথা বলে লাভ অর্জন করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে লাভ-ক্ষতি দুই বিদ্যমান। এই মাধ্যমে কাজ করার জন্য দক্ষতার বিশেষ প্রয়োজন রয়েছে। সঠিক দক্ষতাকে কাজে লাগিয়ে ফরেক্স মাধ্যমে খুব সহজেই মুনাফা অর্জন করা যায়। এই মাধ্যমে সফলতা অর্জনের মধ্য দিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। এক্ষেত্রে ফরেক্সের বিশেষ গুরুত্ব রয়েছে....... ধন্যবাদ।