আমার মতে ফরেক্স মার্কেটে প্রতিদিন ট্রেড কর বা নজর রাখা উচিত। এতে আপনি মার্কেট কে খুব কাছ থেকে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন মার্কেট এর গতিবিধি। অভিজ্ঞ ট্রেডাররা প্রতিদিন ফরেক্স মার্কেট এ ট্রেড করেন বা মার্কেট এর দিকে নজর রাখেন।
Printable View
আমার মতে ফরেক্স মার্কেটে প্রতিদিন ট্রেড কর বা নজর রাখা উচিত। এতে আপনি মার্কেট কে খুব কাছ থেকে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন মার্কেট এর গতিবিধি। অভিজ্ঞ ট্রেডাররা প্রতিদিন ফরেক্স মার্কেট এ ট্রেড করেন বা মার্কেট এর দিকে নজর রাখেন।
ফরেক্স এ যাদের ভাল নলেজ থাকে কিবা যারা ফরক্স ছাড়া কিছুই আর বুজতে চান না , তারা প্রতিদিন ফরেক্স ত্রাদ না করে থাকতে পারেন না। আর আমি মনে করি প্রতিদিন ফরেক্স ত্রাদ করা আমাদের জন্য ভাল। এতে আমরা যেমন ফরেক্স সম্পর্কে সব কিছু জানতে পারব তেমন ই আমরা নিজেদের কে আরও সামনের দিকে নিয়ে যেতে সফল হব। প্রতিদিন ত্রাদ করার ফলে আমাদের টেকনিক্যাল জ্ঞান বাড়ার সাথে সাথে একসময় আশা করা যায় আমরা ফরেক্স এ এক্সপার্ট হতে পারব। মুলত আমরা লাভের উদ্দেশে প্রতিদিন ত্রাদ করি।
প্রতিদিন ট্রেড করি কারন বেশি লাভের জন্য । ট্রেড যতো বেশী করা যাবে লাভ তত বেশী আসবে। প্রতিদিন ট্রেড করলে মর্কেট সর্ম্পকে ভলোভাবে এনালাইসিস করা যায়।
আমাদের মাঝে অনেক ট্রেডার আছেন যারা প্রতিদিন ট্রেড করে থাকেন আসলে প্রতিদিন ট্রেড করা অনেকের ট্রেডিং স্টার্টেজী তে রয়েছে তবে আমি প্রতিদিন ট্রেড না করে মার্কেট সম্পর্কে ভালবাবে জেনে ট্রেড করি তাতে জুকি কম থাকে ।
আমরা ফরেক্স প্লাটফর্মে প্রতিদিনই ট্রেড করি। কারন, প্রথমত ফরেক্স আমাদের বাবসা। আমার ববসাতে আমার সময় দিতেই হবে, দ্বিতীয়ত ফরেক্সে প্রতিদিন ট্রেড করলে মার্কেট ভাল এনালাইসিস করতে পারা যায়। এমনকি একদিন মার্কেটের সামনে থাকলে কাল কি হতে পারে সেটা খুব ভাল বোঝা যায় যা ফরেক্স ট্রেডিং বাবসাতে সফলতা বয়ে আনতে পারে। ধন্যবাদ
আমরা প্রতিদিন ট্রেড করি বেশি বেশি করে টাকা ইনকামের জন্য। ফরেক্স ট্রেড বেশি করে করতে পারলে আমরা একই সাথে অনেকগুলি বিষয়ও শিখতে পারি। তবে এখানে ইনকাম করাটাই মুখ্য উদ্দেশ্য সবার। ফরেক্স হতে আমার দৈনিক আনলিমিটেট মানি ইনকাম করতে পারি যে কোন স্থান হতে খুব সহজে
আমরা আমাদের লোভ এবং লাভ এর জন্য প্রতি দিন ট্রেড করে থাকি কিন্তু সব সময যে বেশি বেশি ট্রেড এবং প্রতি দিন ট্রেড করলেই আপনি এই মার্কেট থেকে ভাল কিছু লাভ নিতে পারবেন তা নয় । আমাদের উচিৎ সঠিক সময়ের জন্য অপেক্ষা করা ভাল পজিশন খুজে ট্রেড করা।
আমরা প্রতিদিন ফরেক্স মার্কেটে কেন ট্রেড করে থাকি তাই জন্য আমার যে মত হল আমি প্রতিদিন ট্রেড করি কারন আমি মার্কেট সম্পর্কে একটা ধারাবাহিক ধারনা রাখতে চায় কারন যদি আমি পরপর দুই দিন মার্কেটে না থাকি তাহলে পরের দিন আমার প্রাইস মুভ সম্পর্কে জানা থাকেনা বা কোথা তেকে কোথায় যাচ্ছে এরুপ ধারনা কমে যায় ফলে এনা লাইজ করতে সমস্যা হয় তাই আমি প্রতিদিন মার্কেটে থাকি। ধন্যবাদ।
আমি নিজেও প্রতিদিন ট্রেড করি। কারন আমার প্রতিদিন ট্রেড করতে অনেক ভাল লাগে। আমি অনেক ভাবে ট্রেড করেছি। তবে প্রতিদিন ট্রেড করাই আমার কাছে ভাল মনে হয়। অনেকেই অনেক ভাবে ট্রেড করে থাকে। অনেকেই আছে সপ্তাহে ১ টা বা ২ টা ট্রেড করে। আসলে মূল কথা হল কে কিভাবে ট্রেড করে প্রফিট করতে পারে, সেটাই আসল কথা। আমার কাছে মনে হয় প্রতিদিন ট্রেড করলেই আমার লাভ হয় তাই আমি প্রতিদিন ট্রেড করি।
আমরা প্রতিদিন ট্রেড করি লাভের আশায়।আমাদের সকলের উদ্দেশ্যই কিন্তু প্রফিট করা।এজন্যই মূলত আমরা চেষ্টা করি প্রতিদিন ট্রেড করে কিছু লাভ করতে।কিন্তু আমি মনে করি আমাদের প্রতিদিন ট্রেড করার মনোভাব দদূর করা উচিত।কারন প্রতিদিন ট্রেড করলেই যে লাভ হবে এমন তো নয়।বরং ভালো পজিশন থেকে ট্রেড নিলে প্রতিদিন নয় সপ্তাহে একটা ট্রেড নিলেও বড় অংকের প্রফিট হতে পারে।