আমারা ফরেক্স মার্কেট বেশি বড় ডিপোজিট পছন্দ করি।
কারন বড় ডিপোজিট করলে লাভ হয় বেসি।
আর ছোট ডিপোজিট করলে লস হয় বেশী এবং লাভ করা যায় না।
Printable View
আমারা ফরেক্স মার্কেট বেশি বড় ডিপোজিট পছন্দ করি।
কারন বড় ডিপোজিট করলে লাভ হয় বেসি।
আর ছোট ডিপোজিট করলে লস হয় বেশী এবং লাভ করা যায় না।
আমি আপনার সাথে একমত যে যত বেশি লাভ করতে চাইবে ফরক্সে মার্কেট থেকে তাকে সেই পরিমানের বিনিযোগ করা লাগবে। আমি প্রথম প্রথম ছোট বিনিযোগ করে ট্রেড করতাম । এখন মাঝা মাঝি বিনিযোগ করে ট্রেড করি । আমার কাছে মাঝা-মাঝি বিনিযোগটাই ভাল লাগে ।
যেহেতু ফরেক্সে বেশিরভাগ ট্রেডার লস করে থাকে। তাই এটা বলা যায় যে আপনিও যে কোন সময় লস করে আপনার বিনিয়োগ করা মুলধন হারাতে পারেন, সেক্ষেত্রে আপনি যত বেশি বা বড় অংকের বিনিয়োগ করবেন তত বেশি লস হতে পারে।
আমি মনে করি ছোট ডিপোজিট আর বড় ডিপোজিট দুটাই করা যায় তবে এটা নির্ভর করে টেডারের উপর । তবে আমি বড় ডিপোজিট পছন্দ করি ।ফরেক্স টেড করার আগে ফরেক্স ভাল করে শিখে ডিপোজিট করা ভাল । তখন ছোট ডিপোজিট আর বড় ডিপোজিট দুটাই করা যাবে ।
ami mone kori deposit choto hok, ar boro. ami ki valo trad korte pari kina seta age jante hobe. tarpor deposit.
আমার কাছে মনে হয় বড় ডিপোজিট ভাল লাগে । কারণ ফরেক্স এ লাভ লস অনেক হয় । লস এর সময় যদি ডিপোজিট ছোট হয় । তাহলে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে । এ কারণে আমার কাছে বড় ডিপোজিট ভাল লাগে ।
আপনি যদি একজন অভিজ্ঞ ত্রেদার হন তাহলে আপনি বড় ডিপোজিট করেন আপনার বেশী লাভ করার জন্য। আসলে বড় ডিপোজিট / ছোট ডিপোজিট করা নির্ভর করে একজন ত্রেদারের ফরেক্স মার্কেটের উপর কতটা দক্ষ তার উপর। তবে আমার মতে নতুনদের জন্য ছোট ডিপোজিট করাই ভাল। কারন নতুন অবস্থাই কেউই দক্ষ হয় না। আমার পরামর্শ হল ছোট ডিপোজিট দিয়ে কাজ শুরু করুন এবং দক্ষতা বাড়ার সাথে সাথে ডিপোজিট বাড়ান।
যে কোন কাজ শুরু করার প্রথম দিকে যদি মূলধন বেশি থাকে তা হলে কাজটি ভালভাবে সমাধান করা যায়। এবং এই ব্যবসা শুরু করার পর মূলধন নিয়ে ভাবতে হয়না ব্য্বসায় যে কোন ধরনের ঝুকি নেওয়া যায়। আমি ব্যবসার ক্ষেত্রে বড় ডিপোজিট পছন্দ করি। আমি মনে করি বড় ডিপোজিট থাকলে বেশি লাভ করা যায়।
আপনি কোন ধারনের ডিপোজিট করবেন তা নির্ভর করবে আপনার নিজের দক্ষতার উপর কারন আপনি যদি ভালো মত ট্রেড কোশৗল অর্জন করতে এবং লোভ,ও আবেগকে বশে আনতে পারেন তবে আপনার জন্য বড় ডিপোজিট ভাল নার না পারলে ছোট ডিপোজিট করুন কারন পুজি হারানোর রিস্ক আছে। ধন্যবাদ।
ফরেক্স যেহেতু একটি বিশাল মার্কেট প্লেস তাই আপনার পুজি এখআনে একটি বড় ফেক্টর। আপনি চাইলে বড় বিনিয়োগ কোরতে পারেন।
কিন্তু ভালহয় ছোট থেকে শুরু করে করলে।