ফরেক্স ট্রেডিং মজার একটা ব্যবসা।ফরেক্স ব্যবসায় আমি নতুন।আমি ফরেক্স ব্যবসা শিখতেছি।আমি ফরেক্স ব্যবসার মাধ্যমে মাসে ১০০ ডলার আয় করতে চাই।জানিনা প্রতি মাসে আমি ১০০ ডলার আয় করতে পারব কিনা।তবে চেষ্টায় আছি আয় হবেই ইনশাআল্লাহ।
Printable View
ফরেক্স ট্রেডিং মজার একটা ব্যবসা।ফরেক্স ব্যবসায় আমি নতুন।আমি ফরেক্স ব্যবসা শিখতেছি।আমি ফরেক্স ব্যবসার মাধ্যমে মাসে ১০০ ডলার আয় করতে চাই।জানিনা প্রতি মাসে আমি ১০০ ডলার আয় করতে পারব কিনা।তবে চেষ্টায় আছি আয় হবেই ইনশাআল্লাহ।
বাহ, আপনাকে প্রচুর ধন্যবাদ বিদ্যুৎ ভাই চেষ্টা এবং সহায়তার জন্য! দুর্দান্ত এবং স্ক্রিনশট বোঝার জন্য সহজ। আপনি সম্পূর্ণ নবাগত হলেও আপনার নিজের ব্লগটি শুরু করা সত্যিই দুর্দান্ত অনুভূতি কারণ এখানে অনেক সহায়ক সদস্য এবং সুপার মডারেটর ফ্যান্টম, মানিগ্রোস এবং ব্রো ডিজিন এর মতো আমার সহযোদ্ধা পক্ষের কিছু অভিজ্ঞ ব্যবসায়ী আছেন যারা সহায়তা করতে প্রস্তুত। মডারেটরের পক্ষ থেকে এবং বিশেষত সদস্যদের পক্ষ থেকে এখানে আরও ব্লগার দেখার আশা করি।
আমার মতে একজন নতুন ট্রেডারের পক্ষে মাসে ১০% প্রফিট করতে পারলেই তার জন্য যথেষ্ট। কারণ প্রথম অবস্থায় এর চেয়ে বেশি লাভ আশায় করা যায় না আর আমার মতে একজন নতুন ট্রেডারের জন্য এটাই সবচেয়ে বেশি। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং বিভিন্ন ধরনের ইন্ডিকেটর সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারেন তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে মাসিক আয় ৫০% এর মত করতে পারবেন এটা আমার পূর্ণ বিশ্বাস। যদি নিজের আত্মবিশ্বাসটা রাখেন তাহলে অবশ্যই এই মার্কেট থেকে একদিন সফলতা অর্জন করতে পারবেন।
আমি সাধারণত ২৫% এর মধ্যে আমার মুনাফা টার্গেট করে থাকি, কারণ আমি জানি এই লক্ষ্য পূরণ করা খুব বেশি কঠিন নয় তাছাড়া এই টার্গেট পূরণ করার জন্য আমাকে অতিরিক্ত রিস্কও নিতে হবে না । তাই সবাইকে এমনভাবে তার টার্গেট নির্ধারণ করা দরকার । আপনি যদি আপনার টার্গেট নির্ধারণ করা নিয়ে কোন সমস্যায় ভোগেন তাহলে আগে আপনি ডেমোতে সেটা অনুশীলণ করতে পারেন এতে আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হবেন ।
একজন নতুন ট্রেডারের পক্ষে মাসে ১০% প্রফিট করতে পারলেই তার জন্য যথেষ্ট। কারণ প্রথম অবস্থায় এর চেয়ে বেশি লাভ আশায় করা যায় না আর আমার মতে একজন নতুন ট্রেডারের জন্য এটাই সবচেয়ে বেশি। আপনি যদি ফরেক্স সম্পর্কে ভাল জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং বিভিন্ন ধরনের ইন্ডিকেটর সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারেন তাহলে আপনি অবশ্যই ভবিষ্যতে মাসিক আয় ৫০% এর মত করতে পারবেন এটা আমার পূর্ণ বিশ্বাস। যদি নিজের আত্মবিশ্বাসটা রাখেন তাহলে অবশ্যই এই মার্কেট থেকে একদিন সফলতা অর্জন করতে পারবেন। প্রত্যক ট্রেডার এর লক্ষ্য থাকা উচিত সে মাসে কত পিপ প্রফিট করা দরকার। কারন পিপ এর হিসাবে করলেই আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌছাতে পারি। আপনি যদি একটা টার্গেট না রাখেন তাহলে মার্কেট থেকে ভাল একটা আয় করতে পারবেন না।
মুনাফার ক্ষেত্রে মাসিক লক্ষ্য নির্ধারণ করাটা একটু শক্ত কাজ বটে। কারণ ফরেক্স মার্কেট সব সময় অনুকূলে থাকে না। তবে দক্ষতা এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারলে আয় করা সম্ভব । তারপরও টার্গেট বিহীন কাজ অসম্পূর্ণ থেকে যায়। তাই চেষ্টা করি মাসে 10- 15 হাজার টাকা আয় করার ( কম, বেশি হয়)। আবার অনেক সময় বড় ধরনের লোকসান হলে রিকভার করে লাভ নেওয়া কষ্টকর ব্যপার।
হ্যা সব ট্রেডারেরই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। আর প্রফিট আশা করতে হবে নিজের ব্যালেন্সের দিকে নজর রেখেই। কারন অল্প ব্যালেন্স নিয়ে বেশি প্রফিটের আশা করলে অনেক সময়ই ব্যালেন্স খালি হয়ে যায়। তাই নিজের লোভ কন্ট্রোল করে দৈনিক বা মাসিক একটা লক্ষমাত্রা সেট করে ট্রেড করতে পারলে ভালো হবে। তবে ট্রেড করতে কখনোই বেশি রিস্ক নেয়া যাবেনা এজন্য মুলধনের সর্বোচ্ছ ৫% পর্যন্ত রিস্ক নিতে পারেন এর নিচে যত নিবেন ততই একাউন্ট টিকিয়ে রাখার সম্ভাবনা থাকবে।
সবকিছুতেই একটা টার্গেট থাকা উচিত। টার্গেট ব্যতিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। আমি ডেমো একাউন্টে ট্রেড করি। আমার বন্ধু তিনি একজন অভিজ্ঞতা সম্পূর্ন ট্রেডার। তিনি মাসে মার্কেট ১০-৪০% পর্যন্ত প্রফিট করে থাকেন। তিনি রিস্ক কম নিয়ে ট্রেড করেন ও লোভ নিয়ন্ত্রণ করে ট্রেড করে থাকেন। এতে তার টার্গেট পূরণ করতে পারেন।
খুবই সুন্দর কথা বলেছেন ভাই আপনি । আমরা যদি আমাদের প্রফিট করা টার্গেটটা প্রতিমাসে সেট করে তাহলে সেটা আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে বলে আমি মনে করি । কারণ আপনি হয়তো দুই তিনটা ট্রেডে প্রফিট করতে পারেন । কিন্তু পরবর্তীতে যখন লস করবেন তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে । কিন্তু আপনি যখন একমাস পরে দেখবেন আপনার ওভারঅল প্রফিট হয়েছে তখন আপনার অনেক ভালো লাগবে । তাই আপনার উচিত হবে আমাদের প্রফিট করার হিসাবটা প্রতি মাসে করা ।