-
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে এই মার্কেট কে অনেক বেশি সময় দিতে হবে আমাদের মধ্যে অনেকেই আছে বিশেষ করে নতুনরা ফরেক্স মার্কেটে এসেই তাড়াহুড়া করা শুরু করে এবং তারা একটি হোলি বিল সিস্টেম বের করতে চাই যার মাধ্যমে আনলিমিটেড প্রফিট করতে পারবে কিন্তু ফরেক্স মার্কেটে এমন কোন সিস্টেম নাই যা আপনাকে 100% সফলতা প্রদান করবে তাই আসুন আমরা সত্যটাকে জানার চেষ্টা করি ভালো থাকবেন
-
আসলে আমার মতে আপনাকে ডিমো ট্রেডিং এ অন্তত ১ বছর সময় দিয়ে দক্ষ বাবে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস শিখা উচিত। এর পরে রিয়েল ট্রেডিং এ এসে আর তেমন সময় দিতে হবে না। মারকেট এনালাইসিস করে টিপি আর স্টোপ লস বাবহার করে সহজে ভালো আয় করা যাবে রিস্ক ফ্রিতে।
-
আমি জানি না ফরেক্সে কতটুকু সময় দেওয়া উচিৎ। আমি প্রতিদিন ৩/৫ ঘন্টা সময় দেই সর্বোচ্চ। আমি আমার সব কিছুর পাশাপাশি ফরেক্স + ফোরামে সময় দিয়ে থাকি। আমি এখন ডেমো ট্রেড করতেছি। আমি সলে এখন এনালাইজ টা শিখতে চাচ্ছি কিন্তু একা একা ঠিক বুঝে উঠতে পারছি না যে কোথা থেকে শুরু করা উচিৎ। এটা নিয়ে একটু দোটানায় ও ভুগছি
-
ফরেক্স এ বেশি সময় না দিয়ে কম সময়, কিন্তু সটিকভাবে দেওয়া উচিৎ। তাহলেই ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব আর ভাল একটা কিছু করা যেতে পারে এই ফরেক্স মার্কেট থেকে। ফরেক্স মার্কেটে বেশি সময় দিয়েও যদি সঠিক বিষয় অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে কোনই লাভ নেই। তাই ফরেক্স এ কম সময় দিয়ে সঠিক জ্ঞান অর্জন করাই বেটার।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা একটি অন- লাইন ব্যবসা।ফরেক্স মারর্কেট ২৪ ঘন্টা খুলা থাকে।তাই আপনি চাইলে এখানে সময় কতটুকু দিবেন এটা আপনার উপর নির্ভর করছে।আমি যেমন ফরেক্স ব্যবসায় দিনে ২-৩ ঘন্টা সময় দিয়ে থাকি।তবে আপনাকে নির্ধারন করতে হবে ডে আপনি কত সময় দিলে আপনার সব কাজ ঠিক থাকবে এবং ফরেক্স ও আপনি ঠিক মত বুঝতে পারবেন।
-
ফরেক্স ট্রেডিং ব্যবসা এমন একটি স্বাধীন ব্যবসা যেখানে বুঝে শুনে সময় দিতে পারলে এখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম করার সুযোগ আছে। তবে ফরেক্স ট্রেডিং এ কাজ করতে গেলে একটি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে সে টা হল ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে প্রচুর পরিমাণ ধারণা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে । যদি ফরেক্স ট্রেডিং ব্যবসা সম্পর্কে প্রচুর পরিমাণ অভিজ্ঞতা থাকে তাহলে অল্প সময় ব্যায় করে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
-
আমিতো ইদানিং বেশ সময় দিচ্ছি ফরেক্স এ। নেশার মতো হয়ে গেছে। ডেমোতো প্যাকটিস করছি, ফোরাম এর পোষ্টিং বোনাস দিয়ে প্যাকটিস করছি। ২/৩ ফোরামে নিয়মিত পোষ্ট পড়ছি এবং এখানে পোষ্ট দিচ্ছি। সময় বেশ কেটে যাচ্ছে। আশা করি আগামী ০৬ মাসের মধ্যে অনেক কিছু শিখতে পারবো।
-
ফরেক্স এর ডেমো ট্রেডিংয়ের জন্য সময় দেয়া উচিত মাত্র এক থেকে তিন মাস থেকে তিন মাস ডেমো ট্রেডিং করলেই আপনি রিয়েল একাউন্টে ট্রেডিং করার যোগ্যতা পাবেন যদি না আপনি ভাল করে পড়ে সম্পর্কে আইডিয়া জানান। আপনাকে নিজের সম্পর্কে ভাল হত জানতে হবে এবং আপনার psychology অনেক ভালো থাকতে হবে আপনি mathematical analysis খুব ভালোভাবে জানতে হবে এবং international market সম্পর্কে ভালোভাবে জানতে হবে এসব কিছু জানা থাকলে আপনি সোমাকে ম্যানেজ করতে পারবেন।
-
ফরেক্স এর জন্য কোন সময় বাধা নেই আপনি যে কোন সময় ফরেক্সে কাজ করতে পারেন এবং খুব সহযেই ফরেক্সে কাজ করতে হলে আপনাকে প্রথমে শিখতে হবে। শিখাই আপনার সময় বের করবে।
-
গত কয়েক সপ্তাহ ধরে আমরা gbpusd জুটিতে নিয়মিত পতন দেখেছি। প্রযুক্তিগত এবং মৌলিক কারণে দাম খুব বেশি কমেছে। এখন দামটি বর্তমান স্তরের থেকে উপরে উঠবে কিনা তা আকর্ষণীয় হবে। আমি উপরের স্তরের রূপরেখা নিয়েছি এবং বাজারের অবস্থা অনুযায়ী বাণিজ্য করব। আজ আমি কোনও অর্ডার খুলতে যাচ্ছি না কারণ আমি ট্রেন্ডটিতে কোনও স্পষ্টতা পাচ্ছি না। দামটি বর্তমান স্তর থেকে বিপরীত হলে বাণিজ্য করা ভাল। কারণ ইতোমধ্যে দাম অনেক কমেছে। এখন আমাদের আরও ধৈর্যশীল হতে হবে এবং দামের জন্য কিছু ভাল ট্রেন্ডের চলাচল করতে অপেক্ষা করতে হবে।