-
ভাই আমি দৈনিক ট্রেড করি না। তবে মার্কেটের অবস্থান বুঝে কোন কোন দিন একটাও করি আবার ৬/৭টাও ট্রেড করি আবার করিও না। এটা সম্পূর্ণ নির্ভর করে মার্কেটের অবস্থানের উপর। তবে আমার মতে আপনি যখন ফরেক্স মার্কেটে কোন ট্রেডে এন্ট্রি নিবেন তখন অবশ্যই মার্কেটের অবস্থান বুঝে ট্রেডে এন্ট্রি নিবেন তাহলে অবশ্যই ভালো প্রফিটেবল ট্রেড করতে পারবেন।
-
ভাই আমি যেহেতু স্কাল্পিং করি, তাই আমি দৈনিক যখনি কোন ট্রেডের জন্য ভাল কোন পজিশন পাই তখনি ট্রেড নিয়ে থাকি। এখন দিনে দেখা গেল যে কোনদিন দুটো, কোনদিন ৪ টা আবার কখনও দেখা যায় যে ৫ টা পর্যন্ত ট্রেড পাওয়া যায়। কেননা এখানে দীর্ঘমেয়াদী ট্রেড করতে গেলে আপনাকে অনেক অপেক্ষা করে থাকতে হবে প্রফিটের জন্য কিংবা ট্রেড ক্লোজ হবার অপেক্ষোয়।
-
আমি প্রতিদিন ট্রেড করি না সপ্তাহে ৫ থেকে ৬ টা ট্রেড করি কখনো লস হয় আবার কখনো লস হয় ।লাভ হলে ট্রেডগুলো নির্দিষ্ট লাভে ক্লোজ করে হয় তবে যখন লস করি তখন লসেই ক্লোজ করি আর মাঝে মাঝে কিছু ট্রেড লাভের আশায় ঝুলিয়ে রাখি ।
-
আপনি দৈনিক 5 থেকে 7 টা ট্রেড করতে পারবেন, আপনি যদি মনে করেন দৈনিক 5 থেকে 7 থেকে 8 আপনার জন্য কম হয়, তাহলে আপনি ফরেক্স করাটা থেকে বিরত থাকুন, আপনার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকরহবে যদি এর থেকে বেশি না বুঝে করেন
-
খুবই নবীস কিসিমের প্রশ্ন হয়ে গেল! একজন ট্রেডার দিনে ১-১০০ ট্রেড করতে পারে যদি তার সিস্টেম মত মিলে। তাই এই ধরণের প্রশ্ন থেকে অধিক যুক্তিযুক্ত প্রশ্ন হল আপনি কত % প্রফিটেবল। যে এখানে যত বেশি প্রফিটেবল সে তত সাকসেসফুল ট্রেডার। কারণ যার যত ভূল ট্রেড কম তার তত বেশি উইন রেশিও।
-
আমি ফরেক্স মার্কেট এ প্রতিদিন ট্রেড করি না আমি মাসে ১০ থেকে ১২ টা ট্রেড করি যখন আমার ট্রেডিং সিস্টেম এ ট্রেড পাই তখন আমি ট্রেড করি অনেক সময় দেখা যায় কোন সপ্তাহে ১ তাও ট্রেড থাকে না তখন আমি বসে থাকি আবার একটা ট্রেড শুরু হলে ১ থেকে ৫ দিন এর বেশি সময় লাভ এ সেই ট্রেড চলতে থাকে এই ভাবে আমি ফরেক্স মার্কেট ট্রেড করি
-
আমি প্রতিদিন একটি বা দুটি ট্রেড ওপেন করি তবে সেটি মার্কেট এনালাইসিসের পর। তবে অনেক সময় লসে ডুবে থাকি যে কারনে লস রিকোভারি করতে করতে প্রতিদিন ট্রেড করা হয় না এমনকি অনেক সময় সপ্তাহও পার হয়ে যায়।
-
যেহেতু আমি শর্টট্রেড বা স্ক্যালপিং করিনা এবং লংটার্ম ট্রেড করি৷এজন্য হায়ার টাইম ফ্রেমগুলো দেখে মাসে হয়ত দুয়েকটা এন্ট্রি করে থাকি৷আর যারা শর্ট ট্রেড বা স্ক্যাল্পিং করে থাকেন তারা প্রতিদিনই কয়েকবার ট্রেডে এন্ট্রি করে থাকেন৷প্রতিদিন দুই বা ততোধিক ট্রেড করা খুবই ঝুঁকিপূর্ণ জেনেও কিছুকিছু বেশ অভিজ্ঞ ট্রেডার স্ক্যাল্পিং করে থাকেন৷ট্রেডারগণ অনেক অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করেই এভাবে প্রতিদিন কয়েকবার ট্রেডে এন্ট্রি করে থাকেন৷আর আমি যেহেতু এখনও খুব ভালো মানের অভিজ্ঞ ও দক্ষ ট্রেডার হতে পারিনি এজন্য লংটার্ম ট্রেড করতে স্বাচ্ছন্দ্য বোধ করি৷তাই আমি প্রতিদিন ট্রেড করতে পারি না৷
-
আসলে আমি ফরেক্স বাজারে প্রতিদিন ট্রেড করি না কারণ মার্কেট প্রতিদিন মুভমেন্ট এক হয় না বরং যেদিন ফরেক্স বাজারে গুরুত্বপূর্ণ নিউজ থাকে সেদিন মার্কেট মুভমেন্ট বেশি করে থাকে। এবং মার্কেট মুভমেন্টর এর উপর বিশ্লেষণ করেই ট্রেডে এন্ট্রি নিয়ে থাকে। কারণ বেশি মুভমেন্টে ট্রেড করলে ভাল মুনাফা উপার্জন করা যায়। তবে মার্কেট মুভমেন্ট সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান থাকতে হবে তা না হলে আপনার ট্রেডিং কৌশল ঝুকির মুখে পড়তে পারে। এজন্য ট্রেডারগণের অধিক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি দৈনিক না বরং সপ্তাহে ২/৩টি ট্রেড করলেই ভাল মুনাফা উপার্জন করতে পারবেন।
-
আমি দৈনিক একটি বা দুটি ট্রেড করি। মুলত সব পেয়ারে ট্রেড না করার কারনেই এমন হয় কারন সবসময় একটা নির্দিষ্ট পেয়ার টার্গেটে থাকে আর ঐ পেয়ারটিতেই ট্রে করা হয়ে থাকে এতে করে ট্রেডে খুব সহজেই সাকসেস হওয়া যায়। কারন দশটি পেয়ার ঘাটার চেয়ে একটি পেয়ার ঘাটাই শ্রেয়।