-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন । আমি এখনো পর্যন্ত রিয়েল ট্রেডিং মার্কেটে ট্রেড করার সুযোগ পাইনি তার কারন হলো আমি এখনো পর্যন্ত ফরেক্স বাংলা ফোরামের থেকে কোনো প্রকার পোস্টিং বোনাস পাইনি । তবে আমি নিয়মিত ডেমো ট্রেডিং প্রাকটিস করি । আমি যখন ডেমো ট্রেডিং একাউন্টে কোনো ট্রেড ওপেন করি তখন কোনো প্রকার স্টপ লচ ও টেক প্রফিট ব্যবহার করি না । আমার স্টপ লচ ও টেক প্রফিট ব্যবহার ছাড়াই ট্রেড করতে ভালো লাগে । তবে স্টপ লচ ও টেক প্রফিট ব্যবহার করলে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা কম থাকে । তাই আমরা সবাই চেষ্টা করবো স্টপ লচ ও টেক প্রফিট ব্যবহার করার জন্য,,,, ধন্যবাদ ।
-
ফরেক্সে ট্রেড করার ক্ষেত্রে সব সময় মার্কেট ভাল ভাবে গবেষনা করে এখানে ট্রেড করি পাশাপাশি প্রতিটি ট্রেডেই টেক প্রফিট এবং স্টপ লস ব্যাবহার করি । আমার স্টপলস আমি ৪০ পিপস সেট করি এবং টেক প্রফিট আমি ৭০ পিপস সেট করে রাখি । এতে করে আমার লস হবার সম্ভাবনা অনেক কম থাকে। তবে ক্রস কারেন্সী পেয়ারগুলোতে আবার স্টপলস ৭০ পিপস ও টেক প্রফিট ১২০ পিপস সেট করে রাখি কারন এখানে মুভমেন্ট অনেক বেশি হয়ে থাকে ।
-
আমার আসলে কোন ঠিক নাই। মার্কেটের উপর দিপেন্ড করে আমি আসলে স্টপ লস আর টেক প্রফিট রাখি। তবে আমি মাঝে মাঝে ১ঃ১ অথবা ১ঃ৪ রেশিও তেও ট্রেড করছি। মেক্সিমান টাইম আমি ১ঃ২ রেশিও তে ট্রেড করি। আমার স্টপ লস যদি ১৫ পিপ হয় তাইলে আমার টেক প্রফিট থাকে ৩০ কিংবা ৪৫ পিপে। আমি ১ঃ৩ তে খুব কম ই ট্রেড করি। নিউজ না থাকলে আসলে এত বেশি রেশি দেওয়া সম্ভব হয় ও না
-
ফরেক্স মার্কেট থেকে অনেকেই ভালো অর্থ উপার্জন করে থাকে এবং তারা তাদের সেই আয়ের অর্থ দিয়ে সুন্দরভাবে জীবন যাপন করে থাকে । তাই আমাদের উচিত ধৈর্য ধারন করে এই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করা। টেক প্রফিট ব্যাবহারের ফলে অটোমেটিক ভাবে টেড ক্লোজ করে দেওযা সম্ভাব হয় পাশাপাশি স্টপ লসের মাধ্যমে বড় ধরনের লসের হাত থেকে মূল মূলধনকে রক্ষা করা সম্ভাব হয়।
-
আমি এখন প্রতি ট্রেড এ ২৫ পিপস স্টপ লস এবং ১৫ পিপস টেক প্রফিট ব্যাবহার করি। তবে টাইম ফ্রেম এর ভিন্নতার কারনে এটি পরিবর্তন করতে হতে পারে। তবে এক এক জনের স্টপ লস এবং টেক প্রফিট ভিন্ন হতে পারে এটি মূলত নির্ভর করে মার্কেট পরিস্থিতির উপর। মার্কেটের অবস্থা ও আমার ট্রেডিং আনাল্যসিস এর উপরে নির্ভর করে আমি ট্রেডিং এ স্টপ লস এবং টেক প্রফিট সেট করি । সব সময় কোন লিমিট ফিক্সড থাকে না । তবে সাধারণত আমি টেক প্রফিট এ ২০ পিপস এবং স্টপ লসে ১০০ পিপস ব্যবহার করি ।
-
ফরেক্স ট্রডিং খুবই রিস্কি একটি ব্যাবসা তাই স্টপ লসটা বিশেষ করে ব্যাবহার করাটা অনেক জরুরি কারন ১ ডলার লাভ করতে গেলে স্টপ লস ব্যাবহার না করার কারনে ৫ ডলার লস হতে পারে তাই আমি এখন প্রতি ট্রেড এ ২৫ পিপস স্টপ লস এবং ১৫ পিপস টেক প্রফিট ব্যাবহার করি। তবে টাইম ফ্রেম এর ভিন্নতার কারনে এটি পরিবর্তন করতে হতে পারে। তবে এক এক জনের স্টপ লস এবং টেক প্রফিট ভিন্ন হতে পারে এটি মূলত নির্ভর করে মার্কেট পরিস্থিতির উপর।
-
ফরেক্স ট্রডিং খুবই রিস্কি একটি ব্যাবসা তাই স্টপ লসটা বিশেষ করে ব্যাবহার করাটা অনেক জরুরি কারন ১ ডলার লাভ করতে গেলে স্টপ লস ব্যাবহার না করার কারনে ৫ ডলার লস হতে পারে তাই আমি এখন প্রতি ট্রেড এ ২৫ পিপস স্টপ লস এবং ১৫ পিপস টেক প্রফিট ব্যাবহার করি। তবে টাইম ফ্রেম এর ভিন্নতার কারনে এটি পরিবর্তন করতে হতে পারে। তবে এক এক জনের স্টপ লস এবং টেক প্রফিট ভিন্ন হতে পারে এটি মূলত নির্ভর করে মার্কেট পরিস্থিতির উপর।
-
একজন নতুন ট্রেডারকে অবশ্যই স্টপ লস ও টেক প্রফিট অর্ডার ব্যবহার করা উচিত। অভিজ্ঞ ট্রেডার হলে তখন স্টপ লস বা টেক প্রফিট অর্ডার ব্যবহার না করলেও চলে। ফরেক্স ট্রেডিংয়ের স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা খুবই প্রয়োজনীয় যদি আপনি নতুন ট্রেডার হন।স্টপ লস ব্যবহার করলে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং ব্যালেন্স জিরো হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
মনে করুন আপনি ১.৭৪৩৫ এ একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন অথবা ৫০ পিপস এর বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস ৫০ পিপস টেক প্রফিট সেট করে দিতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন স্পাইকের ফল হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে সয়ংক্রিয়ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। যেটা আপনার মুলধন সেফ করতে গুরুত্বপুর্ন ভূমিকা রাখতে পারে।
-
আসলে ফরেক্স মার্কেট এর রিস্ক টু রিওয়ার্ড রেশিও নির্ভর করে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স উপর। তবে সব সময় একই পরিমানে সাপোর্ট রেজিস্ট্যান্স রাখা সম্ভব হয় না। অন্তুত ১:২ রেশিও যদি না হয় তাহলে সেই ট্রেড না গ্রহন করাই উচিত। আমাদের ট্রেড এর পজিশন তৈরী করার সময় রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখে তারপর ট্রেড এন্ট্রি নিতে হবে। সাধারনত স্ট্রং সাপোর্ট এন্ড রেজিট্যান্স না হলে সেখানে পজিশন নেওয়া ঠিক নয়।
-
আমি ফরেক্সে সম্পূর্ণ নতুন। এই টার্মগুলো আমার জন্য একদমই নতুন। আমি এখনও কোন কারেন্সিতে কখন ট্রেড করলে লাভ হবে না লোকসান হবে সে সম্পর্কেও কোনো ধারণা নেই। কাজেই এ বিষয়ে অভিজ্ঞ আর পুরাতনদের সাহায্য কামনা করছি। ধন্যবাদ।