-
ফরেক্স ফরেক্স ট্রেডিং সম্পর্কে ট্রেডারকে সব কিছু শিখতে হবে এবং ফরেক্স সম্পর্কে সেরা তথ্য পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে এবং একটি ভাল স্ট্র্যাটেজি মাস্টার হওয়া পর্যন্ত তাকে পর্যাপ্ত সময় ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করা দরকার, তাই একবার যদি সে একটি ভাল দক্ষতা অর্জন করে তবে সে সক্ষম হবে রিয়েল অ্যাকাউন্টে ভাল বাণিজ্য করতে এবং তাই তিনি অবিচ্ছিন্নভাবে একটি ভাল লাভ করতে সক্ষম হবেন
-
শর্ট টার্মে ট্রেডিং করাই স্ক্যাল্পিং স্ট্রাটেজি। একজন ভাল স্ক্যালপার হতে অবশ্যই ধৈর্য্য ধরে অনেক টেডিং ফিগার বিশ্লেসন করতে হবে। যদি এটা আপনিও এটা ভালভাবে করতে পারেন তাহলে আপনিও একজন ভাল স্ক্যালপার হতে পারবেন এবং আপনার ট্রেডিংয়ে স্ক্যাল্পিং স্ট্রাটেজি ব্যবহার করে এক দিনে ২০ পিপস বা তারও বেশি প্রফিট করতে পারবেন। সাধারনত মার্কেটে যত ভোলাটিলিটি থাকবে আপনার পিপস্ প্রপিট করার সুযোগ তত বেশি বেশি থাকবে।সাধারণত এটি একমিনিট ও পাঁচমিনিট টাইমফ্রেমে বেশি কাজ করে থাকে এবং মার্কেটের মুভও অনেক বেশি হয়, এবং একটু লক্ষ করলে দেখা যায় যে সাধারণত নতুন ট্রেডার যারা তারাই মূলত স্ক্যাল্পিং বেশি করে থাকে ।
-
স্ক্যাল্পিং এর অনেক নিয়ম কানুন আছে। সাধারণত স্ক্যাল্পিং ট্রেড করার সময় m1, m5, m15 টাইমফ্রেম অনুসরন করে থাকেন, বেশি টাইমফ্রেম ব্যবহার করলে কিছু অসুবিধা দেখা যায়। তাই স্কাল্পিং করলেও লট সাইজ অবশ্যই ছোট রাখবেন এবং কাছাকাছি স্টপ লস দিয়ে ট্রেড করবেন।
-
স্ক্যাল্পিং করার জন্য অবশ্যই একজন তাদেরকে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন হওয়া আবশ্যক। কেননা এখানে অল্প সময়ের জন্য ট্রেড করার ফলে আপনার একটি বিপরীতে অবস্থান করতে পারে যার ফলে আপনার লসের সম্ভাবনা বেশি থাকে। তাই স্ক্যাল্পিং করার জন্য অবশ্যই দক্ষ হওয়ার কোন বিকল্প নেই। তাছাড়া শুধু স্ক্যাল্পিং নয় যেকোনো ট্রেড করতে গেলে অবশ্যই আপনাকে একজন দক্ষতা সম্পন্ন ট্রেডার হতে হবে। তা না হলে লসের এর পরিমাণ অনেকটা বেশি হবে। আর রিক্স থেকে রক্ষা করার জন্য অবশ্যই অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। আমার মতে লস হতে ট্রেড রক্ষা করা উচিত। তাহলে আপনি সহজেই সফল ট্রেডার হতে পারবেন।
-
স্কাল্পিং স্ট্রেটেজি হল ছোট ছোট টাইমফ্রেম ট্রেড করে ২০/৩০ পিপ্স প্রফিট নিয়ে বেরিয়ে আসা। অনেকে স্কাল্পিং স্ট্রেটেজি ব্যবহার করে ট্রেড করেন। তবে নতুনরা স্কাল্পিং থেকে দূরে থাকা ভাল। কারন স্কাল্পিং এ মার্কেট খুব ভোলাটাইল থাকে। এই সময় প্রাইস খুব দ্রুত উঠানামা করে। না বুঝে ট্রেড করলে অ্যাকাউন্ট ০ হওয়ার সম্ভাবনা থাকে। মূলত স্কাপলাররা নিউজের উপর নির্ভর করে স্কাল্পিং করে থাকে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বেশির ভাগ ব্রোকার একটি ট্রেড সর্বনিম্ম কত মিনিত ওপেন রাখতে হবে তা নির্ধারণ করে দেয়। যেমন আপনি যদি ইন্সটাফরেক্সে ট্রেড করেন তাহলে আপনাকে একটি ট্রেড সর্বনিম্ম ৫ মিনিট পর্যন্ত ওপেন রাখতে হবে। আপনি যদি ৫ মিনিটের আগে ট্রেড ক্লোজ করে দেন তাহলে আপনার উক্ত ট্রেডটি বাতিল করা হবে।
-
ভাই আমি ফরেক্স মার্কেটে এসেছি মাত্র 4 অথবা 5 বছরের মত অর্থাৎ ফরেক্স মার্কেটে নিতান্তই আমি একটি শিশু স্ক্যাল্পিং করার মতো এখনো পর্যন্ত আমার সক্ষমতা হয়ে ওঠেনি তবে মাঝেমধ্যে আমি স্ক্যালপিং করে থাকি তবে সেটি আমি নিউজ এর পরবর্তী সময়ে মার্কেট দীর্ঘসময় এনালাইসিস করে পরবর্তী সময়ে আমি ওয়েট করে থাকি স্ক্যাল্পিং এর জন্য আমি m10/m15 টাইম ফ্রেম ব্যবহার করে থাকি এবং খুব অল্প সময়ের ভিতর ট্রেড ক্লোজ করে দেই স্ক্যাল্পিং ট্রেডিং এর ক্ষেত্রে আমি খুব বেশি ঝুঁকি বহন করিনা
-
স্ক্যালপিং ফরেক্স ট্রেডিং এর একটি অংশ। আপনি যদি দক্ষ ট্রেডার হন তাহলে বলবো স্কাল্পিং আপনার জন্য প্রফিটেবল। আর যদি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকে তাহলে স্কাল্পিং থেকে দূরে থাকাই ভালো। ফরেক্সে অনেকগুলো টাইমফ্রেকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- সর্ট টাইম টাইমফ্রেম এবং লং টাইম টাইমফ্রেম। আপনি যদি দক্ষ ট্রেডার হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো শর্ট টাইমফ্রেমে ট্রেড করতে বলবো আর যদি ফরেক্সে নতুন হন তহলে অবশ্যই লং টাইমফ্রেমে করা উচিত। নতুনদে ছোট ছোট লটে লং টাইম ট্রেড করা উচিত এতে করে লাভ কম হলেও লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি কোন টাইমফ্রেমে ট্রেড করবেন সেটা নির্ভর করে আপনার দক্ষতা, অভিজ্ঞতা, সময় ও মূলধনের উপর। আপনাকে নির্ধারন করতে হবে আপনি ফরেক্সে কতোটা সময় দিতে পারবেন।
যদি সময় দিতে পারেন তাহলে ১ ঘন্টা বা ৩০ মিনিটের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন।আর যদি সময় দিতে না পারেন তাহলে লং টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। যেমন- ৪ ঘন্টা, ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করতে পারেন। উল্লেখ্য যে, লং টাইমের জন্য ট্রেড করতে অভিজ্ঞতা ও মুলধন একটু বেশি থাকা দরকার। সেক্ষেত্রে কমপক্ষে ২০০ ডলার ক্যাপিটাল থাকার দরকার আছে। দক্ষ ট্রেডাররা ১ দিন বা ১ সপ্তাহের টাইমফ্রেমে ট্রেড করে থাকেন কারন সেখানে লস হওয়ার সম্ভাবনা একটু কম থাকে।
-
ফরেক্স মার্কেটে অনেকেই আছে যারা স্ক্যাল্পিং করে এবং এসবের মাধ্যমে তারা সফলতা অর্জন করতে সক্ষম হয় ।অনেকেই আছে না বুঝে করে। স্ক্যাল্পিং করাটা সবচাইতে ভালো আপনার ছোট ছোট টাইমফ্রেমে করা তাহলে আপনি স্কাল্পিং এর মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু যদি আপনি বড় ধরনের টাইমফ্রেমে স্ক্যাল্পিং করতে চান সে ক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। আসলে আপনি যখন স্কাল্পিং করবেন তখন আপনার টাইম টা দেখে মার্কেট কোন দিকে মুখ করে সেদিকে ট্রেড নেয়া উচিত তাহলেই আপনার সফল হওয়ার চান্স থাকবে বেশি।
-
ফরেক্স ট্রেড এ স্ক্যাল্পিং শব্দটা বেশী ব্যবহৃত কারণ সবাই চায় অল্প সময়ে টাকা ইনকাম করতে কেউ কি আর চায় ধৈর্য্য সহকারে বসে থাকতে। অার এ কারনেই ফরেক্স এ বিফলতার সংখ্যা এত বেশী। স্ক্যালপিং অল্প দিনের ট্রেডার হলে বিপদজনক। একমাত্র অভিজ্ঞ যারা তারা যদি চান তাহলে করতে পারেন। সাধারণত স্ক্যালপিং না করাই উত্তম কারন অল্প সময়ে মার্কেট মুভমেন্ট যেকোন দিকে যেতে পারেন যদি আপনি স্ক্যালপিং করতে তাহলে লসের সম্মুখীন হতে পারেন।সাধারণত এটি একমিনিট ও পাঁচমিনিট টাইমফ্রেমে বেশি কাজ করে থাকে এবং মার্কেটের মুভও অনেক বেশি হয়, এবং একটু লক্ষ করলে দেখা যায় যে সাধারণত নতুন ট্রেডার যারা তারাই মূলত স্ক্যাল্পিং বেশি করে থাকে ।
-
সবাই চায় অল্প সময়ে টাকা ইনকাম করতে কেউ কি আর চায় ধৈর্য্য সহকারে বসে থাকতে। অার এ কারনেই ফরেক্স এ বিফলতার সংখ্যা এত বেশী। স্ক্যালপিং অল্প দিনের ট্রেডার হলে বিপদজনক। একমাত্র অভিজ্ঞ যারা তারা যদি চান তাহলে করতে পারেন। সাধারণত স্ক্যালপিং না করাই উত্তম। সেক্ষেত্রে বড় টাইম ফ্রেমে সেফল কখনও পাওয়ার আশা করা যাবে না। সেক্ষেত্র কিছু কাজ করা যেতে পারে। এক. কাছা কাছি স্টপলস দেওয়া যেতে পারে , যেন লস হলে ছোট ছোট লস হয়। দুই. বড় টাইম ফ্রেমে ট্রেন্ড দেখে সেই টাইম ফ্রেমের ট্রেন্ড অনুযায়ী।