Originally Posted by
01797733223
ফরেক্স এর ট্রেডের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরেক্স নিউজ । অনেক নতুন ট্রেডার একটি সমস্যার সম্মুখিন হয় যে, তারা কোথায় এই নিউজ গুলো পাবে এবং কিভাবে এর ভিত্তিতে ট্রেড করবে। তাদের জন্য বলছি, ইকোনোমিক নিউজ বলতে বোঝায় কোনো দেশের ইকোনোমিক অবস্থা বা রিপোর্ট । অর্থ্যাৎ* বিগত মাসের উৎ*পাদন এবং বন্টন ব্যবস্থার ভিত্তিতে মূদ্রার বর্তমান মূল্য কারেকশন করা হয় । এবং এই রিপোর্ট গুলো পাওয়া যায় বিভিন্ন নিউজ পোর্টাল থেকে। এর জন্য আপনি ইন্সটাফরেক্স এর ইকোনোমিক ক্যালেন্ডার দেখতে পারেন । অথবা গুগল এ সার্চ করতে পারেন ইকোনোমিক ক্যালেন্ডার দিয়ে ।