ফরেক্স মার্কেট এ একদিন তারাই সফল হবে যারা সাময়িক লাভের কথা না ভেবে ফরেক্স মার্কেট এ ট্রেড করে লস না করে টিকে থাকার চিন্তা করে।ফরেক্স মার্কেট খুব বিপজ্জনক একটা মার্কেট।এই মার্কেট সম্বন্ধে জানতে বুঝতে অনেক সময় লাগে।একজন নতুন ট্রেডারের পক্ষে কখনোই সম্ভব না ফরেক্স মার্কেট বুজে ওঠা।তাই নতুন অবস্থায় তার ভুল হবেই।এমন কোন ট্রেডার নেই যে প্রাথমিক অবস্থায় লস খায়নি।এজন্য প্রতিটা ট্রেডারের উচিত প্রাথমিক অবস্থায় আগে নিয়মিত ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করা।ডেমোতে ৬ মাস ট্রেডিং প্র্যাক্টিসের পর যদি সে কনফিডেন্স পাই তখন সে রিয়্যাল ট্রেড শুরু করতে পারে।তবে রিয়্যাল ট্রেডে তার লক্ষ্য হওয়া উচিত লাভ নয় আগে তার একাউন্ট টাকে বাচানো।যদি সে ট্রেড করে অল্প লটে কিছু লাভ হলে ভাল না হলেও যেন লস না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে।যদি লস না করে ট্রেড করে তার একাউন্টকে সে টিকিয়ে রাখতে পারে তবে সেই ভবিষ্যৎ একদিন সফল ট্রেডার হয়ে গড়ে উঠতে পারবে।এজন্য প্রাথমিক অবস্থায় লাভ নয় একাউন্ট টিকিয়ে রাখার দিকে নজর দেয়া উচিত সকল ট্রেডারের।