-
আপনি কত লট নিয়ে ট্রেড ওপেন করবেন সেটা নির্ভর করে আপনার ব্যালেন্সের উপর । আমার মনে হয় আপনাকে প্রতিটি ট্রেডে একটা নির্দিষ্ট পরিমান রিক্স নেওয়া উচিত। যেমন ধরুন আপনার রিক্স হবে প্রতি ট্রেডে ২%। এখন আপনি ঠিক করবেন আপনার ঐ ট্রেডের স্টপলস কত পিপ সেটা হিসেব করে ২% রিক্সে লট যা আসে সেই লটে ট্রেড ওপেন করবেন। সেটা হতে পারে ০.০১ আবার হতে পারে ০.১০। আবারও বলছি লট নেওয়া উচিত ব্যালেন্সের ২% হিসেবে।
-
আসলে আপনি কত ডিপোজিট করবেন সেটার উপর আপনার ট্রেডিং লট নির্ধারন করতে হবে,কিন্তু আপনি যদি নতুন ট্রেডার হন এবং ডিপোজিট করেন,আমার পরামর্শ থাকবে আপনার যে ব্যালেন্স থাকুক না কেন আপনি ০.০১ লট এর উপরে ট্রেড নিবেন না,আমি মনে করি অল্প অল্প রিস্ক নিয়ে এই বিজিনেস করতে হবে,অতিরিক্ত লট ব্যবহার করলে ব্যালেন্স জিরো হবার চান্স থাকে।
-
ডিপোজিট করে ট্রেড করবেন কত লটে, সেটা ডিপেন্ড করবে আপনার টোটাল ব্যলেন্স এর উপর। কারণ আপনার ব্যলেন্স যদি ১০০ ডলার হয় তবে আপনি সর্বোচ্চ ২০ সেন্ট এর বেশি ভলিউম দ্বারা ট্রেড করতে পারবেন না। আর আপনার যতই ব্যলেন্স হোক না কেন সব সময় আপনাকে এই হারেই ট্রেড এন্ট্রি দিতে হবে মানে আপনার ব্যলেন্স কে ৫০০ দ্বারা ভাগ করলে যত সেন্ট হবে, আপনি সর্বোচ্চ তত সেন্ট দ্বারাই ট্রেড করতে পারবেন।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তাই আমার এর উপর অভিজ্ঞতা অনেক কম আছে । আমি মনে করি যে,,, ফরেক্স মার্কেটে ডিপোজিট করে কত লটে ট্রেড করবো সেটা নির্ভর করে আমাদের ডিপোজিট ব্যলেন্সের উপর । আমরা যে পরিমান অর্থ ফরেক্স মার্কেটে ডিপোজিট করবো সেই ডিপোজিট অর্থ এবং আমাদের অভিজ্ঞতার উপর নির্ভর করে কত লটে আমরা মার্কেটে ট্রেড করবো । আমাদের যদি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারি,,,তাহলে আমরা আমাদের দক্ষতা অনুযায়ী ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবো । তবে আমাদের প্রথম পর্যায়ে উচিত ০.০১ থেকে ১ লটে ট্রেড করতে পারি । তবে সেটা মার্কেট সঠিকভাবে এনালাইসিস করে তারপর ট্রেড করবো ।
*****
-
ডিপোজিট করে ট্রেড করবেন কত লটে, সেটা ডিপেন্ড করবে আপনার টোটাল ব্যলেন্স এর উপর। কারণ আপনার ব্যলেন্স যদি ১০০ ডলার হয় তবে আপনি সর্বোচ্চ ২০ সেন্ট এর বেশি ভলিউম দ্বারা ট্রেড করতে পারবেন না। আর আপনার যতই ব্যলেন্স হোক না কেন সব সময় আপনাকে এই হারেই ট্রেড এন্ট্রি দিতে হবে মানে আপনার ব্যলেন্স কে ৫০০ দ্বারা ভাগ করলে যত সেন্ট হবে, আপনি সর্বোচ্চ তত সেন্ট দ্বারাই ট্রেড করতে পারবেন।
-
ভাই আপনি যদি ডিপোজিট করে টেড করেন তাহলে বলব যে আপনার ব্যালেন্স যদি ৫০০ ডলার হয় তাহলে আপনি ২% রিস্ক নিয়ে নিশ্চিন্তে ট্রেড করতে পারেন। অর্থাৎ* আপনার রিস্ট রেওয়ার্ড রেসিও যেন ১:২ হয় সর্বদা। আর আপনার ডিপোজিট যদি ১০০ ডলাার হয়, এবং সেই সাথে আপনি যদি লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনার মানি ম্যানেজ ম্যান্ট প্রক্রিয়াটা একটু ভিন্ন রাখবেন ।
-
সাধারণত ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য ডিপোজিট করতে হয়,আর আপনি যদি ডিপোজিট করেন তাহলে আপনার ডিপোজিট এর উপর নির্ভর করে আপনি লট নির্ধারণ করবেন,ফরেক্স এ ট্রেডিং এর জন্য আপনাকে ম্যানি ম্যানেজমেন্ট অনুসরণ করতে হবে এবং এই ম্যানি ম্যানেজমেন্ট এর উপর লট নির্ধারণ করতে হবে,কিন্তু আপনি ০.০১ লট এ ট্রেড করবেন নতুন অবস্থায়।
-
আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ফরেক্সে টিকে থাকতে পারাটাই সব থেকে বেশি জরুরী কাজ। তাই আমি বলবো ডিপোজিট ই করুন বা ফোরাম বোনাস দিয়ে ট্রেড করুন অথবা ডেমো ট্রেড করুন লট সাইজ খুব বেশি নিবেন না। ০.০১-০.০৫ লটের মধ্যে থেকেই ট্রেড করা ভালো। প্রথম এক বছর ০.০৫ পর্যন্ত না যাওয়াই ভালো মনে করি আমি। এতে একাউন্ট অনেক রিস্কি হয়ে যায় ব্যালেন্স শেষ হবার জন্য
-
সত্যি কথা বলতে কি আমার মনে হয় যাই ইনভেস্ট হোক না কেন সবসময় .০১ লটে ট্রেড করা উচিত। যদি মার্কেট বিপরীতমূখী হয় তাহলে আবার এ্যান্ট্রি নেয়া যায়, যদি আবার ও এ্যান্ট্রি নেওয়ার প্রয়োজন হয় তাও নেওয়া যাবে । ব্যালেন্স কখনো জিরো হবেনা -পাশাপাশি যদি স্টপ লস থাকে। আর যদি লট .১০-.০৫ বা আরো বেশী নেওয়া হয় তাহলে মার্কেট বিপরীতমূখী হলেই ব্যালেন্স জিরো বা লসের পরিমাণ অনেক বেশী হয়ে যায়। এজন্য আমার মতে ছোট ছোট লট নেওয়াটা ফরেক্সে নিরাপদ, নিশ্চিত মার্কেট অবস্থা মনে হয় ,ইনভেস্ট বেশী থাকলে সর্বোচ্চ .০৫ লটে এ্যান্ট্রি নেওয়া যেতে পারে।
-
আগে কাজ শিখে নিজের উপর আত্মবিশ্বাস আনতে হবে। এরপর ধীরে ধীরে পর্যায়ক্রমে সব থেকে ইনভেস্ট করতে হবে।
-
ডিপোজিট বড় হলে বড় লটে আর ডিপোজিট ছোট হলে ছোট লটে ট্রেড করা উচিত। তবে নতুন অবস্থায় ধীরে ধীরে ডিপোজিট এর অ্যামাউন্ট বাড়াতে হবে। একবার বড় এমন ইনভেস্ট না করাই উত্তম।