-
আসলে ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে হলে একই সিস্টেম বার বার ব্যবহার করতে হবে। আর রিয়েল ট্রেড করার আগে ভালভাবে ট্রেডিং এর সব কিছু শিখে নিতে হবে। মূলত ট্রেডিং এর কয়েকটি বিষয় স্পষ্ট থাকতে হবে যেমন : সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ট্রেন্ড, ব্রেকিং পয়েন্ট, স্যুইং পয়েন্ট ইত্যাদি। মার্কেট এর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ব্যপারে যদি ভালভাবে জানা যায় তাহলে মনে করবেন ৫০ ভাগ সফলতা আপনার চলে এসেছে। আর লাভবান ট্রেডার হতে হলে সময় নিয়ে ট্রেড করতে হবে।
-
1 Attachment(s)
ফলভাবে ফরেক্স ট্রেডিং করতে চান তাহলে আপনাকে এনালাইসিস করা শিখতে হবে মার্কেটে কখন কি চলছে সে বিষয়ে সবসময় ধারণা রাখতে হবে যেন ইনভেস্টমেন্ট শতভাগ সিকিউর থাকে। আর ট্রেডিং একা করার জিনিস না। একা ট্রেড করলে আপনার ভুল ধরার কেউ নাই, নিজের ভুল এন্ট্রি লস হতে হতে একাউন্ট খালি করে দিবে তারপরেও ভুল ধরিয়ে দেয়ার কেউ নাই। সেই ধারণা থেকে আমার ২০০ ডলার প্রজেক্ট গ্রুপ ট্রেডিং শুরু করেছিলাম ২০১৯ সালে যেন ট্রেডার কথা বলতে পারে নিজের মতামত শেয়ার করতে পারে এবং সবসময় মার্কেটের পক্ষে থেকে নিজের ভুল শুধরিয়ে ফরেক্সে ধারাবাহিকভাবে উপার্জন করতে পারে।
এখানে ট্রেডার শিখবে লাইভ মার্কেটে নিজের মনের মতামত শেয়ার করতে পারবে শিখতে পারবে সবার সাথে অজানা কিছুই থাকবেনা এভাবে ট্রেডার সমৃদ্ধ হয়। আর সাপ্তাহিক প্রফিট শেয়ারর নিজের একটা উপার্জন আসে যা আরো উৎসাহিত করে ফরেক্সে।
প্রকৃতপক্ষে ফরেক্স ট্রেডিং এভাবেই করে বাহিরের উন্নত দেশে ডিপোজিট লস করে বারবার আর কত শেষ হবে আমার দেশের ট্রেডার।
[ATTACH=CONFIG]20366[/ATTACH]
-
আসলে ফরেক্স মার্কেট থেকে লাভবান হতে হলে একই সিস্টেম বার বার ব্যবহার করতে হবে। আর রিয়েল ট্রেড করার আগে ভালভাবে ট্রেডিং এর সব কিছু শিখে নিতে হবে। মূলত ট্রেডিং এর কয়েকটি বিষয় স্পষ্ট থাকতে হবে যেমন : সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ট্রেন্ড, ব্রেকিং পয়েন্ট, স্যুইং পয়েন্ট ইত্যাদি। মার্কেট এর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর ব্যপারে যদি ভালভাবে জানা যায় তাহলে মনে করবেন ৫০ ভাগ সফলতা আপনার চলে এসেছে। আর লাভবান ট্রেডার হতে হলে সময় নিয়ে ট্রেড করতে হবে।