-
আপনি যদি একটি ভাল এবং নিখরচায় রোবট সন্ধান করতে চান তবে আপনি আজ ইন্সটা ফরেক্স ব্রোকারে যোগ দিতে পারেন এবং আপনার ফ্রি রোবট দাবি করতে পারেন, আপনার ট্রেডিং ক্রিয়াকলাপ করতে, ইন্সটা ফরেক্সে আজ যোগ দিতে এবং শুরু করতে ইন্সটা ফরেক্স ওয়েবসাইটে এমন অনেক রোবট রয়েছে আপনার ট্রেডিং ফরেক্স ট্রেডিং বিজনেসে কোন জিনিসটি প্রয়োজনীয় নয় কারণ আপনি যখন একই সাথে কাজ করেন তখন আপনি সর্বদা হারিয়ে যাবেন পরিকল্পনার পরিবর্তনের সাথে আপনি কি কিছু করবেন এবং কখনও কখনও ডাউনলোড এবং পরিস্থিতি যেখানে আমাকে সর্বদা আপনার পরিকল্পনার ক্ষমতা পরিবর্তন করতে হয় তা হ'ল আপনার জ্ঞান আপনার সংস্থাটি তখন অনুপ্রেরণামূলক তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে সফল হয়ে উঠবেন
-
আসলে রোবট দিয়ে ট্রেড করলে যেমন লাভ করা যায় তেমনি লসের ঝুকিটাও একটু বেশি। কেননা নির্দিষ্ট কিছু প্রোগামিং ল্যাংগুয়েজ দ্বারা এই রোবট তৈরি করা হয়ে থাকে। সুতরাং এর রুলস অনুযায়ী মার্কেট তৈরি হলেই সেটি ট্রেড ওপেন করে থাকে। তবে রো্বট দিয়ে ট্রেড করার চেয়ে ম্যানুয়্যলি ট্রেড করা সবচেয়ে নিরাপদ। আর রোবট দিয়ে ট্রেড করলে মার্কেট থেকে আমরা সবসময় রোবটের উপর নির্ভর করে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য অনেক রোবট পাওয়া যাই,কিন্তু আমি ব্যাক্তিগত ভাবে রোবট দিয়ে ট্রেড করা পছন্দ করিনা,কারন বেশিরভাগ রোবট ভুল সিগন্যাল দিয়ে থেকে ফলে ট্রেডারগন তাদের ব্যালেন্স হারাই,আমিও আগে রোবট দিয়ে ট্রেড করতাম,কিন্তু এতে আমি আমার ব্যালেন্স হারিয়েছি,তাই আমি সবাইকে ম্যানুয়াল ট্রেড করার পরার্মশ দিয়ে থাকি,কারন এটা রিস্ক ফ্রী।
-
ফরেক্স রোবট আসলে একটি ধান্দাবাজি ব্যবসা। যদি ফরেক্স এ রোবট ভাল লাভ করতে পারতো তাহলে এত মার্কেট এনালাইসিস, এত এত নিউজ কেন? রোবট যেমন লাভ করায় তেমনি লস ও করায়। শেষমেশ দেখা যায় আপনি যে মূল্য দিয়ে রোবট কিনেছেন সেই টাকাটা ফাউ গেলো। বিশেষ করে নবাগত ট্রেডারগন রোবট থেকে সাবধান কারণ বেশী ভাগ যারা নতুন ট্রেডার তারাই এই রোবট ব্যবহারে উৎসাহী হন।
-
বাস্তবতার দিকে তাকালে দেখতে পারব যে মানুষ রোবট তৈরি করেছে কিন্তু কোন রোবট এখন পর্যন্ত মানুষ তৈরি করতে পারেনি। তাই বোঝা যায় যে একজন মানুষের জ্ঞান বুদ্ধি বিচক্ষণতা রোবটের থেকে অনেকগুণ বেশি।তাই আমার মতে ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার না করে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করা উচিত।কেননা রোবট ব্যবহার করে যদি খুব ভাল প্রফিট করা যেত তাহলে ম্যাক্সিমাম ট্রেডারাই রোবট ব্যবহার করত এবং তাদের কষ্ট করে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করার প্রয়োজন হতো না। তাই বলব রোবটের উপর নির্ভর করে নিজের একাউন্টকে ঝুঁকির সম্মুখীন না করে, ফরেক্স সম্পর্কে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করায় লাভজনক হবে।
-
আমি মনে করি যে, ফরেক্স রোবট ব্যবহারের কিছু সীমাবদ্ধতা আছে। এটা মানুষের ন্যায় মার্কেট এনালাইসিস করতে পারে না। তাছাড়া অ্যাপ্লিকেশনে ভূল প্রোগ্রাম করা থাকলে এটা কার্যকরী ভাবে কাজ করতে পারে না যার কারণে ট্রেড লসে চলেও যেতে পারে। কেবল যাদের মূলধন অনেক বেশি তারাই রোবট ব্যবহার করে থাকেন। যাদের মূলধন কম তাদের ক্ষেত্রে রোবট ব্যবহার করা বিপদজনক।
-
আমরা চাই ফরেক্স মার্কেটে এসেই নতুন অবস্হায় খুব দ্রূত বেশী বেশী প্রফিট নিয়ে ধনী হয়ে যেতে৷অথচ এখানে নতুন অবস্হায় আমাদের সবাইকে প্রচুর লেখাপড়া করতে হয়,খুব ধৈর্য্য ধরে ট্রেডিং কৌশলগুলো শিখতে হয়,সেগুলো নিয়মিত প্রয়োগ করতে হয়৷আর এজন্যই আমরা বিকল্প রোবট সিষ্টেম ব্যাবহার করি৷সবাই মনে রাখবেন রোবট কখোনোই আপনাকে নিয়মিত প্রফিট দিবে না এবং এক সময় ঠিকই প্রতারণা করবে৷
-
ভাই আমি কখনই রোবট দিয়ে ফরেক্স ট্রেডিং করা পছন্দ করি না । কারণ রোবট বলতে বোঝায় প্রোগ্রামিং করা একটা টুল যা তার দেয়া লজিক অনুসারে ট্রেড ওপেন এবং ক্লোজ করে । সেটা হয়তো আপনার অ্যাকাউন্ট এর জন্য ভালো নাও হতে পারে , কিন্তু যেহুতু প্রোগ্রামিং করা আছে সেক্ষেত্রে লজিক এর সাথে মিল পরলেই ট্রেড ওপেন অথবা ক্লোজ করে দিবে রোবট । তার চেয়ে ভালো হয় আপনি যদি নিজেই নিজের ট্রেডিং কওশল অনুসারে ট্রেড করেন । আপনি তখন আপনার অ্যাকাউন্ট এর অবস্থা বুঝে ট্রেড ওপেন অথবা ক্লোজ করতে পারবেন ।
-
ফরেক্স মার্কেট এ যারা রোবট তৈরি করেন তারা রোবট বিক্রি করার জন্য রোবট দিয়ে বিভিন্ন স্ক্রীনশট শেয়ার করে থাকেন। যা দেখে আমাদের প্রলোভিত করে। আসলে রোবট অনেকটা ইন্ডিকেটর এর মতই কাজ করে। ইুন্ডকেটর দিয়ে ম্যানুয়্যালি ট্রেড করা যায় এর রোবট দিয়ে অটো ট্রেড করা হয়।
-
রোবট দিয়ে ট্রেড করা কোন ভাল ট্রেডারের কাজ হতে পারে না।ট্রেডিং জগতে যারা সফলতা পেয়েছে তারা মুলতঃ রোবট ছাড়া ট্রেড করেই সফলতা পেয়েছে।সুতরাং আপনি ফরেক্স মার্কেটে প্রফিট করতে চাইলে নিজে মনোনিবেষ করুন ।