-
না শুধু ইনডিকেটর দিয়ে কখনোই লাভ করা যায় না । ইনডিকেটর হল মার্কেট সম্পর্কে বেসিক ধারনা নেয়ার জন্য । আপনি যদি ভাল করে ট্রেড করে অর্থ আয় করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনডিকেটর এর পাশাপাশি ভালভাবে মার্কেট আনালাইসিস করতে হবে । তাই নতুন অবস্থায় আমি ইনডিকেটর ব্যবহার করলেও এখন আর করি না ।
-
হ্যা ইন্ডিকেটর দিয়ে লাভ করা সম্ভব। ফরেক্স যে যেই ভাবে ট্রেড করে সফল হতে পারে তার কাছে সেই সিস্টেম গুরুত্বপূর্ন। এক জনের সিস্টেম আর এক জনের কাছে ভাল নাও হতে পারে। তাই আপনার নিজের সিস্টেম নিজে তৈরী করে নিন। আর সিস্টেম তৈরী করতে হলে অনেক জানতে এবং শিখতে হবে। আসলে স্টাডি করতে হবে আপনাকে প্রচুর পরিমানে আর মার্কেট বোঝার চেষ্টা করতে হবে। সময় লাগেবে কিন্ত হবে। আর যেই সিস্টেম ই তৈরী করেন না কেন সেটা অবশ্যেই ডেমো ট্রেড এ টেষ্ট করে নিবেন অন্তত ৩ মাস।কা সূচনা কী জারূরাত হ্যায়। লিকান এপি কো ফরেক্স এন্টারপ্রাইজ মাই অর্জন হাসিল কৃনা হৈ টু এএস কী লই এপি কো ফোরেক্স মার্কেট মাই কঠিন চলমান ক্রনা হও অর বৈদেশিক মুদ্রার কী সম্পর্কিত সম্পর্কিত কীভাবে হাসিল ক্রনা হ্যায়। জিস কী ভয়াবহ এপি ফরেক্স মার্কেট মাই ফরেস্টল লোকসান অর প্রফিট কো নিয়ে কোনও অসুবিধা ছাড়াই অনুশীলন করবেন কেআরটি কী লাভটি কো টার্গেট কেআর শক্তি হায় i বাস্তবে সামর্থ্যের অধিকারী এমন সহযোগীর
-
ভাই আপনি শুধু ইন্ডিকেটর দিয়ে লাভ করতে পারবেন। তবে এটা আপনাকে কখনই ১০০% শিওরিটি দিবে না, কিছুটা হলেও লেকিং থাকবে। কারন এখানে যত প্রকার ইন্ডিকেটর রয়েছে এগুলো ট্রেডারদেরকে কখনও ৮০% কখনও ৫০% আবার কখনওবা দেখবেন যে ২০% সহায়তা প্রদান করে থাকে আমাদের। সুতরাং এগুলো থেকে যে কোন ১ টা ২ টা অথবা আরও বেশি পরিমানে নিয়ে, আপনার তৈরিকৃত একটা সিস্টেম বানিয়ে নিয়ে আপনাকে ট্রেড করতে হবে, একমাত্র তাহলেই আপনি ইন্ডিকেটর দিয়ে লাভ করতে পারবেন।
-
হ্যা ভাই আপনি শুধু ইন্ডিকেটর দিয়ে লাভ
করতে পারবেন। তবে এটা আপনাকে কখনই
১০০% শিওরিটি দিবে না, কিছুটা হলেও
লেকিং থাকবে। কারন এখানে যত প্রকার
ইন্ডিকেটর রয়েছে এগুলো ট্রেডারদেরকে
কখনও ৮০% কখনও ৫০% আবার কখনওবা
দেখবেন যে ২০% সহায়তা প্রদান করে
থাকে আমাদের। সুতরাং এগুলো থেকে যে
কোন ১ টা ২ টা অথবা আরও বেশি
পরিমানে নিয়ে, আপনার তৈরিকৃত একটা
সিস্টেম বানিয়ে নিয়ে আপনাকে ট্রেড
করতে হবে, একমাত্র তাহলেই আপনি
ইন্ডিকেটর দিয়ে লাভ করতে পারবেন।
-
সব কিছু সম্পন্ন হওয়ার পরে বলা হয়, অসংখ্য দালাল যথাযথভাবে বিশেষ তদন্ত করার জন্য বিভিন্ন ধরণের চিহ্নিতকারীকে ব্যবহার করে। মূলত, তারা অসংখ্য পয়েন্টারের মিশ্রণ সহ একটি উত্পাদনশীল এক্সচেঞ্জিং সিস্টেম তৈরি করে। কোনও ধরণের সঠিক এক্সচেঞ্জিং সিগন্যাল দিতে পারে না তবুও রূপরেখা বিনিময় উল্লেখযোগ্য নিদর্শন এবং সমর্থন / বিরোধী নামগুলির পূর্বাভাস পেতে সহায়তা করে। বিভিন্ন পয়েন্টার হ'ল চিহ্নিতকারীদের একটি অংশ যা বেশিরভাগ ডিলাররা বেশ ব্যবহার করে। উদাহরণস্বরূপ, প্যাটার্ন লাইন, চ্যানেল, স্বাভাবিক চলমান, ফিবোনাচি অনুপাত এবং আরও অনেক কিছু।
-
হ্যা ইন্ডিকেটর দিয়ে লাভ করা সম্ভব। তবে ইন্ডিকেটর সব সময় ভাল ফলাফল দেয় না। ফরেক্স যে যেই ভাবে ট্রেড করে সফল হতে পারে তার কাছে সেই সিস্টেম গুরুত্বপূর্ন। এক জনের সিস্টেম আর এক জনের কাছে ভাল নাও হতে পারে। তাই আপনার নিজের সিস্টেম নিজে তৈরী করে নিন। তুলনা মূলক ভাবে ইনডিকেটরের থেকে মার্কেট এনালাইসিস করে ট্রেড করা উত্তম।
-
শুধু ইনডিকেটর দিয়ে ট্রেড করে প্রফিট করা যায় না। ইন্ডিকেটর আসলে আপনার একটা হেল্প করে থাকে এনালাইজ করতে। আপনি শুধু ইন্ডিকেটর কে আপনার সিদ্ধান্ত নিতে বলবেন না। ইন্ডিকেটর আপনাকে টেকনিক্যাল এনালাইজের ক্ষেত্রে হেল্প করবে যা আপনার জন্য একটি প্লাস পয়েন্ট হিসেবে কাজে লাগবে । অনেক ইন্ডিকেটর আছে, এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে যে কোন ইন্ডীকেটর টি আপনার জন্য পারফেক্ট হবে আর কোন মার্কেটের জন্য কোন টি প্রয়োজন সেটিও জানা দরকার
-
শুধু ইনডিকেটর ব্যবহার করে ফরেক্স মার্কেটে লাভ করা যায় না , কারণ যদি তাই হত সবাই ইনডিকেটর ব্যবহার করেই ফরেক্স থেকে প্রচুর লাভ করে ফেলত । কিন্তু আমি অনেক ট্রেডার দেখেছি যারা তাদের ট্রেডিং এ কোন রকমের ইনডিকেটরই ব্যাবহার করে না । ইন্ডীকেটর কে আপনি আপনার এনালাইজের পাশা পাশি কনফার্মেশন হিসেবে নিতে পারেন কিন্তু শুধুই যদি ইন্ডীকেটর এর উপর ভরসা করে থাকেন তাহলে আমি বলবো আপনার কোথাও ভুল হচ্ছে।
-
আসলে স্টাডি করতে হবে আপনাকে প্রচুর পরিমানে আর মার্কেট বোঝার চেষ্টা করতে হবে। সময় লাগেবে কিন্ত হবে। আর যেই সিস্টেম ই তৈরী করেন না কেন সেটা অবশ্যেই ডেমো ট্রেড এ টেষ্ট করে নিবেন অন্তত ৩ মাস। ইন্ডিকেটর এর পাশাপাশি নিজেকেও মার্কেট এনালাইসিস করে দেখতে হবে ইন্ডিকেটর এর ডিরেকশন আপনার সাথে এক হয় কিনা যদি দেখেন আপনার অনুকুলেই ইন্ডিকেটর আপনাকে ডিরেকশন দিচ্ছে তাহলে তখনই এন্ট্রি নিতে পারেন।
-
ফরেক্স মার্কেট এর ট্রেডিং প্ল্যাটফর্ম এ অনেক ইন্ডিকেটর আছে,যদি এই ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে লাভ করা যেতো তাহলে কেউ লস করতো না,তাই ইন্ডিকেটর বাদ দিয়ে মার্কেট এন্যালাইসিস করে ট্রেন্ড এবং সাপোর্ট রেসিস্টেন্ট থেকে ট্রেড করুন ভালো লাভ করতে পারবেন,অন্যথায় ব্যালেন্স হারাবেন।