-
ফরেক্স ট্রেডি এমন একটি ব্যাবসা আর এই ব্যাবসায় সব সময় যে লাভ হবে এমনটা নয় কিছু কিছু সময় লস ও হবে এবং সেই লস কে মনে নিতে হবে এই ব্যাবসায়। ট্রেডিং করতে গিয়ে আপনি জয়ী হন বা পরাজীত হন সর্বদা আপনার ট্রেডিং থেকে কিছু শিখার চেস্টা করতে হবে । মার্কেটে অর্থ উপার্জন বেশ কঠিন কাজ তাই ক্যাসুয়াল হয়ে নিশ্চয়ই আপনি কখনো অর্থহানী করতে চাইবেন না । এবং ট্রেডিংকে লস লাভে ব্যাবসায়ের দৃষ্টিতে দেখতে হবে।
-
লস করলে যদিও খারাপ লাগে। কিন্তু প্রথম প্রথম ট্রেড করতে গিয়ে লস হলে মন খারাপ করা উচিত নয়। লস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ফরেক্স মার্কেটে লস করার অনেক কারণ আছে। যদি আপনি লস করেন তাহলে সেই কারণগুলি জানতে পারবেন। এভাবে আপনি পরবর্তীতে সর্তকতা অবলম্বন করার সুযোগ পাবেন এবং বড় ধরনের লস হতে নিজেকে সেফ রাখতে পারবেন। তাই কখনো লস হলে ভেঙে পড়া উচিত নয়। তাছাড়া লস এটা ব্যবসারই অংশ। তাই এটাকে মেনে নিতে হবে।
-
ফরেক্স মার্কেটে লস লাভ দুটোই আছে। লাভ হলে আমাদের আয় বাড়ে। তেমনি লস হলে আমাদের ক্ষতি হয়।আপনি লস মেনে নিলেন মানে হল আপনি যুদ্ধে যাবার আগেই হেরে বসে থাকার মত। আপনাকে লস এর সাথে শত্রুতা তৈরী করতে হবে যদি আপনি লং টার্মে এই মার্কেট এ ঠিকে থাকতে চান। লস করবেন না - লসের চিন্তাও করবেন না। আর অব্যশয় লস মেনে নিতে হবে তবেই লাভ এর দেখা পাওয়া যাবে।
-
ফরেক্সে আপনি প্রতিটি ট্রেডেই লাভ করবেন এমন নয়। ১০ টি ট্রেড ওপেন করে ৬ টি তে লাভ করতে পারলেই সন্তস্ট থাকা উচিৎ। শুরুতে কিছু লস হতে পারে তাই বলে হতাশ হওয়া যাবে না। প্রথমে কিছু লস হলে এটাকে আপনার Business Cost মনে করুন। তাই বলে বসে থাকলে চলবে না, হাল ছেড়ে দেয়া যাবে না। লসের কারন অনুসন্ধান করুন। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জবাবদিহীতার কাঠ গড়ায় দাড় করান। আমরা এমনটা অনেকেই করি না বিধায় নিজের ভুলগুলো ভুলই থেকে যায়।
ফরেক্সে আজ যারা সফল তারা লস করেই এখন সফল ট্রেডার। আপনি যখন প্রথম হাটা শিখেছেন তখন বার বার হোচট খেয়েছেন আবার কারো সাহাহ্য নিয়ে উঠে দাড়িয়েছেন আবার হোচট খেয়েছেন আবারো চেস্টা করেছেন। এভাবে করেই এখন আপনি কারো সাহাহ্য ছাড়াই দাড়াতে পারেন। যেখানে আপনি দু’পা হাটতেই কতোজনের সাহায্য নিতে হয়েছে সেখানে আজ আপনি একাই বিশ্ব ভ্রমনের জন্য প্রস্তত। অনুরুপ ভাবে হতাশ না হয়ে ঘুরে দাড়ানোর চেস্টা করুন সফল একদিন আপনি হবেনই।
-
আমার সেটাই মনে হয় যারা লস মেনে নিতে পারে না তাদের জন্য ফরেক্সে ভাল কিছু করা কঠিন হয়ে যায়। এজন্য ফরেক্সে ভাল কিছু করতে হলে অবশ্যই বড় হৃদয় থাকতে হবে এবং প্রচন্ড সাহস থাকতে হবে। অল্পতে ভেঙে পড়লে এখানে ভাল কিছূ করা সম্ভব নয়। তবে অনেকে লস করলে আরো বড় ঝুকি নিয়ে ট্রেড করা শুরু করে যাতে রিকভার করতে পারে কিন্তু লস আরো বেশী হয়ে যায়। লস হলে রাগ না করে মাথা ঠান্ডা করে ছোট ছোট লটে স্টপ লস ব্যবহার করে সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।
-
মার্কেটে অর্থ উপার্জন বেশ কঠিন কাজ তাই ক্যাসুয়াল হয়ে নিশ্চয়ই আপনি কখনো অর্থহানী করতে চাইবেন না । এবং ট্রেডিংকে লস লাভে ব্যাবসায়ের দৃষ্টিতে দেখতে হবে। দক্ষতা ওঅভিজ্ঞতার সাথে ট্রেড করলে অবশ্যই লস হবে না লাভবান হওয়া যাবে। তাছাড়া ফরেক্স সম্পর্কে এনালাইসিস করে জ্ঞান অর্জন করতে হবে। ডেমো অ্যাকাউন্ট অনুশীলন করতে হবে তাহলেই লসের পরিমাণ কম হবে লাভবান হতে পারব।
-
অলাইনেও কোন ব্যবসা করতে গেলে আমাদের লস বা খরচ করতে হবে। ঠিক সেরকম ফরেক্স এ লস ট্রেডকে আমাদের ব্যবসায়ের খরচ হিসেবে দেখতে হবে। যে ট্রেডার লস মেনে নিতে রাজি নন সে কোনদিন প্রকৃত ট্রেডার হতে পারবেন না। ফরেক্স এ লস মেনে নিয়েই ট্রেড করতে হবে।
-
আমিও লস মানতে পারি না। আমার কাছে মনে হয়
লস করার জন্য এই মার্কেট কেন? লস করতে চাইলে
জুয়া খেলতে যামু। ফরেক্স মার্কেট থেকে লস করব
কেন। আমি অবশ্য কম বেশি বেশ ভাল রকমের লসেই
আছি কিন্তু ওভারকাম করার রাস্তা খুজে পাচ্ছি
না। যে পরিমাণ লস করেছি তা রিকভার করতেই তো
মনে হয় কম বেশি ছয় মাস লাগবে যদি নিয়মিত
প্রফিট করতে পারি।
-
সকল ব্যবসায় লাভ লস অন্তর্ভুক্ত। ফরেক্স এর বাহিরে নয়। ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় অদক্ষতা ও অনভিজ্ঞতার কারণে প্রচুর পরিমাণ লস হবেই৷ লস না করে কেউ কখনই কোন ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারে নাই এবং পারবেও না৷ফরেক্স মার্কেটে আপনি যদি লসই না করেন তাহলে এক লাইনও শিখতে পারবেন না৷ ফরেক্স ট্রেড করার মূল শর্তই হচ্ছে দীর্ঘদিন নিয়মিত লস করে করেই ট্রেডিং কৌশল গুলো আয়ত্ত করতে হয়৷এটা খুবই স্বাভাবিক বিষয়৷
-
শিশু যখন হাঁটা শেখে তখন কতবার যে পড়ে যায় তার হিসাব আছে কি ? কারো সেটা জানা নেই। ফরেক্স ব্যবসা যখন কেউ শুরু করে তখন সে কিন্তু শিশু। যদি ও ডেমোতে অনুশীলন এবং বিভিন্ন ওয়েতে ফরেক্স শেখার সুযোগ আছে । ফরেক্স মার্কেটে আপনি যদি লসই না করেন তাহলে এক লাইনও শিখতে পারবেন না৷ ফরেক্স ট্রেড করার মূল শর্তই হচ্ছে দীর্ঘদিন নিয়মিত লস করে করেই ট্রেডিং কৌশল গুলো আয়ত্ত করতে হয়৷এটা খুবই স্বাভাবিক বিষয়৷