-
ছোট লট আর ছোট টার্গেট নবাগত অবস্থায় আপনাকে সফল হতে সহায়তা করবে। যেমন : ০.০১ লট এবং ২০পিপস প্রতিদিন দেখবেন আলাদা একটা মজা পাবেন ট্রেডিং এ। কারন বেশীর ভাগ সময় আমাদের দুশ্চিন্তার কারন হয় লসের কারনে। যদি অল্প অল্প করে প্রতিদিন লাভ করতে পারেন আপনি ধীরে ধীরে বড় পর্যায়ে যেতে পারবেন। আর যখন লসের পরিমান বেশী হয় তখন কিন্ত মনটাও ভেঙ্গে যায় যার কারনে আমাদের সফল হতে অনেক সময়ের প্রয়োজন হয়। তাই আমি এই প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয়। আর সঠিক এনালাইসিস করার চেষ্টা করবেন। ফান্ডামেন্টাল দেখার প্রয়োজন নেই।
-
ফরেক্স থেকে উপার্যন করতে চাইলে সর্বপ্রর্থম আপনাকে টিকে থাকতে হবে,আর টিকে থাকতে হলে ছোট ছোট লটে ট্রেড করাই উত্তম,কারন ছোট লটে ট্রেড করলে লাভ একটু কম হলে ও লস হওয়ার সম্ভাবনা কম থাকে,যাতে করে ব্যালেন্স শুন্য হবার ভয় থাকে না,আর ফরেক্সে টিকে থাকতে পারলে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা বাড়বে যেটাকে কাজে লাগিয়ে ধিরে ধিরে বড়,বড় লটে ট্রেড করার মাধ্যমে বেশি লাভ করতে পারবেন।
-
ফরেক্স এ ছোট ছোট লটে ট্রেড করা সবচেয়ে নিরাপদ। প্রথম প্রথম ছোট ছোট ট্রেড করে অল্প অল্প লাভ করতে হয় এতে করে ট্রেড সম্পকে ধারনা পাওয়া যায় পরে বড় ট্রেড দিয়ে বেশি লাভ করা যায়।
-
তিন ধরণের ট্রেডারদের জন্য ছোট ছোট লটে ট্রেড করা নিরাপদ। এরা হল- ১। নতুন ট্রেডার, ২। অল্প বিনিয়োগের ট্রেডার, ৩। যারা রিস্ক এভার্স ট্রেডার। এই তিন ধরণের ট্রেডারদের ছোট ছোট লটে করা হল ফরজ কাজ। তা নাহলে এক লসে অ্যাকাউন্ট শুন্য হয়ে যেতে পারে। কারন ছোট লটে ট্রেড নিলে পিপ্স ভেলু কম হয় আর বড় লটে ট্রেড নিলে পিপ্স ভেলু বেশি হয়। নতুন অবস্থায় ট্রেড বিপরীতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই কম লটে ট্রেড নিলে লসের পরিমানও কম হয়। আর ছোট লট বলতে আমি .০১-১.০ লটকে বুঝাচ্ছি। আর যারা অভিজ্ঞ এবং যাদের প্রচুর বিনিয়োগ করার সামর্থ্য রয়েছে তারা বড় লটে ট্রেড নিতে পারেন।
-
ফরেক্স মার্কেট স্থির নয়। মার্কেট কখন লাভে থাকে আবার কখন লসে যায় এটা বলা মুশকিল। তাই এই ক্ষেত্রে ছোট ছোট লটে ট্রেড করা উচিৎ। বেশি লট নিয়ে ট্রেড করলে হঠাৎ করে মার্কেট বড় ধরণের লসে চলে যেতে পারে। এতে আপনার একাউন্ট শূন্য হয়েও যেতে পারে। তাই এই ঝুঁকি না নিয়ে ছোট ছোট লট নয়ে ট্রেড করা উচিৎ। এতে আপনার একাউন্ট সুরক্ষিত থাকবে।
-
আমার মতে, ছোট ছোট লটে ট্রেড করা আসলেই নিরাপদ। এতে আপনার মার্কেটে দীর্ঘদিন টিকে থাকার সম্ভাবনা থাকে এবং মার্কেট আপনার অনুকুলে থাকলে আপনি অল্প অল্প প্রফিট করে ট্রেড থেকে বের হয়ে আসতে পারেন। তবে এটা কিছুটা সময়সাপেক্ষও বটে। আর যদি কোন কারনে মার্কেট আপনার বিপরীতে চলেও যায়, তবে তাতে আপনার লসের পরিমানটাও তুলনামুলক কম হবে।
এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে, ছোট লট বলতে আপনার লট সাইজ কেমন হবে তা নির্ধারন করতে হবে আপনার একাউন্ট ব্যালেন্স এবং মানি ম্যানেজমেন্ট রুলস এর উপর ভিত্তি করে। যদি আপনি তা করতে পারেন, তবে তা আপনার একাউন্টের নিরাপত্তার জন্য যথেষ্ট হতে পারে।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে নতুন হয়ে থাকেন তবে আমার মতে ছোট লটে ট্রেড করা উত্তম বলে আমি মনে করি।কারন আপনি যদি না বুঝে বেশি লটে ট্রেড ওপেন করলে লাভ হওয়ার জায়গায় লস এর সম্ভাবনা বেশি ।তাই বেশি লাভের চিন্তায় না করে ফরেক্সে বেশি রিস্ক নিয়ে ট্রেড করা ঠিক হবে না বলে আমি মনে করি। এই জন্য ট্রেড সুরু করেন ছোট লটে এবং ছোট লটে থেকে ভালো জ্ঞান অর্জন করে বড়ো লটে ট্রেড করতে পারে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা । আর পরিধী অনেক । এখানে প্রতিদিন অনেক ট্রেডার ট্রেড করে অনেক টাকা আয় করে থাকে । কিন্তু সবাই যে ফরেক্স করে লাভ করে তা নয় ।ফরেক্সে অনেকে লস করে । এজন্য সবসময় ছোট ছোট লটে ট্রেড করা উচিত । ছোট লটে ট্রেড করলে আপনার লস কম হবে । আর একসাথে বেশি লটে ট্রেড না করে ছোট ছোট লটে বেশি ট্রেড করা ভালো এতে লাভ বেশি হয় এবং লস কম হয় । আর একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা থাকে না ।
-
ফরেক্সে ছোট ছোট লটে ট্রেড করা ১০০% নিরাপদ। কারন ছোট ছোট লটে ট্রেড করলে লস কম হয়। আপনি যদি বেশি লটে ট্রেড করেন তাহলে আপনার বেশি লস হতে পারে এবং মনটা খারাপ হতে পারে কারন উপার্জিত টাকা বেশি লস হলে সবারই খারাপ লাগে। এজন্য বলা যায় ছোট ছোট লটে ট্রেড করা নিরাপদ।
-
ছোট ছোট লটে ট্রেড করাকে আমি অনেক বেশি নিরাপদ বলে মনে করি তবে সবকিছুর পূর্বে ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই ট্রেডারকে মানিম্যানেজমেন্ট র আলোকে ট্রেড করতে হবে তা না হলে প্রতিকূল পরিস্তিতিতে যেকোনো সময় আপনাকে বড় ধরনের লসের মধ্য দিয়ে মার্কেট থেকে বিদায় নিতে হতে পারে।