ফোরামে পোষ্ট করে অবশ্যই আমাদের সকলেরই ভালো লাগে যার জন্য আমরা এখানে পোস্ট করে থাকি। এছাড়াও এখানে পোস্ট করলে আমাদের একটি বিশেষ বোনাস দেওয়া হয় যার সাহায্যে আমরা ট্রেডিং করতে পারি।
Printable View
ফোরামে পোষ্ট করে অবশ্যই আমাদের সকলেরই ভালো লাগে যার জন্য আমরা এখানে পোস্ট করে থাকি। এছাড়াও এখানে পোস্ট করলে আমাদের একটি বিশেষ বোনাস দেওয়া হয় যার সাহায্যে আমরা ট্রেডিং করতে পারি।
আসলেই শুধু মাত্র অভাব সোশাল মিডিয়ার আমার মনে হই সোশাল মিডিয়া বা কথা বলার ব্যবস্তা থাকলে আর কোন কিছুরই দরকার পড়তো না আসলে টাকা মনে হই আমাদের সব কিছু আর যেখনে টাকা আর আনন্দ থাকে সেখানে আর কি দরকার হই। সর্গের শুখ হইতোবা ওখানেই থাকে।
সেসব কার্যকরী পোস্ট পড়েছি,অনেক কিছু শিখেছি,জেনেছি তাদের ওই সব লেখা থেকে৷কিন্তু দুর্ভাগ্যবশত তাদের অনেকেই এখন ফোরামে আসেন না৷আর তাদের সেই কার্যকরী লেখাগুলোও আমরা পাইনা৷বর্তমানে ফোরামে যে কয়েকজন দক্ষ ট্রেডার রয়েছেন তারাও ইদানিং তেমন একটা পোস্ট লিখেন না৷কেন জানি তারা ফোরাম থেকে চলে যাচ্ছেন৷হয়তো তাদের মাঝে অনেকেই এসেছিলেন কিছু বোনাস ডলার দিয়ে ট্রেড করার জন্য আবার অনেকেই লস দিতে দিতে মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছেন৷এজন্য ফোরামেও তারা সময় দিয়ে কষ্ট করে লিখতে আসেন না৷
ফোরামে লেখালেখি করতে আমার আনন্দ লাগার কারণ হলো নিজের অভিজ্ঞতা গুলো এখানে শেয়ার করতে পারি। এতে একদিকে যেমন নিজের অভিজ্ঞতাগুলো আরো স্ট্রং হয় এবং অন্যরা আমার থেকে কিছু শিখতে পারে। তাই সবসময় চেষ্টা করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো পোষ্টের মধ্যে তুলে ধরার জন্য। অন্যদিকে পোস্ট এর মান ভালো হলে একটি পোষ্টের জন্য সর্বোচ্চ 50 ডলার পর্যন্ত বোনাস অর্জন করার সুযোগ আছে। সবচেয়ে দারুণ ব্যাপার হল পোস্ট করে বোনাস অর্জন করে তা ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে ট্রেড করা যাচ্ছে। ফলে রিয়েল ডলার ডিপোজিট করারও প্রয়োজন হচ্ছে না। বোনাস হিসেবে ডলার কত পাচ্ছি এটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হল ফোরামে পোষ্ট করা দক্ষতা অর্জনের জন্য খুবই ভালো মাধ্যম।
ফোরাম এমন একটা জায়গা যেইখানেই ফরেক্সের বিভিন্ন প্রশ্ন নিয়ে লেখালেখি করা হয়।আর সবাই মিলে যখন পোস্ট করি আর এক প্রশ্নের বিভিন্ন রকম উত্তর পাওয়া যায়।এতে অনেক মজা ও আনন্দ লাগে।
ফরেক্স ফোরামে লিখা লিখি করতে আমার অনেক ভালো লাগে।কারণ আমরা সারাদিন ফেসবুকে অনেক লিখা লিখি করি কিন্তুু কোন লাভ হয়না আর আমরা যদি ফরেক্স ফোরামে লিখা লিখি করি তাহলে আমরা ডলার পাই এবং রিয়েল ট্রেড করে আয় করতে পারি।
ফোরামে লেখালেখি করতে ভালো লাগে একথা সত্য তবে শুধুমাত্র ভালো লাগার জন্যই ফোরামে সময় দেই না বরং অভিজ্ঞ ট্রেডারদের দেওয়া পোস্ট পড়ার মাধ্যমে নিজেকে অভিজ্ঞ ও দক্ষ করে তোলার পাশাপাশি নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য ফোরামে লেখালেখি করে থাকি।তাছাড়া ফোরামে পোস্ট করার মাধ্যমে যেহেতু ব্রোকার থেকে বোনাস পাওয়ার একটা সুযোগ রয়েছে তাই চেষ্টা করি নিয়মিত অর্থবহুল ও তথ্যনির্ভর পোস্ট করার জন্য।তাই আমিও মনে করি অভিজ্ঞ ট্রেডাররা যদি তাদের অভিজ্ঞতা গুলোকে পোস্ট আকারে ফোরামে শেয়ার করত তাহলে তাদের দেওয়া পোস্ট গুলো পড়ার মাধ্যমে আমরা নিজেদের অভিজ্ঞতার লেভেল বাড়িয়ে তুলতে পারতাম এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করার মাধ্যমে খুব ভাল প্রফিট করতে সক্ষম হতাম। তাই অভিজ্ঞ ট্রেডারদের কাছে আমার অনুরোধ তারা যেন নিয়মিত তাদের অভিজ্ঞতা গুলোকে শেয়ার করার মাধ্যমে আমাদেরকে অভিজ্ঞ হয়ে ওঠার পাশাপাশি খুব ভাল প্রফিট করার মাধ্যমে উপকৃত হওয়ার সুযোগ করে দেয়।
ফরেক্স মার্কেট একজন নতুন ট্রেডার হিসেবে ফোরামে লেখালেখি করে যতটা না আনন্দ পাই তার থেকে বেশি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি। কেননা বাংলা ফোরামে
অনেক দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার রয়েছে যারা তাদের অভিজ্ঞতা ফোরামে লেখালেখি করার মাধ্যমে শেয়ার করে থাকে যেগুলো পড়ে আমরা যেমন ফরেক্স সম্পর্কে যেমন অনেক নতুন নতুন ধারণা অর্জন করতে পারি তেমনি অনেক আনন্দ পেয়ে থাকি।পাশাপাশি তাদের শেয়ার করা ধারণা ও জ্ঞানকে কাজে লাগিয়ে ফরেক্স মার্কেট থেকে খুব ভাল প্রফিট করতে পারি। তাই আমি মনে করি যে ফোরামে যদি নতুন,পুরাতন,অভিজ্ঞ ,অনভিজ্ঞ সকল ধরনের ট্রেডাররা তাদের অভিজ্ঞতা ও ধারণা গুলো লেখালেখির মাধ্যমে শেয়ার করে থাকে তাহলে নতুন ট্রেডাররা ও ফোরামে লেখালেখি করে যেমন আনন্দ পাবে তেমনি এখান থেকে জ্ঞান অর্জন করে নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে।
একটি ফোরাম যে কোন ফরেক্স ট্রেডারদের খুবই ভাল কেননা এখান থেকে শেখার সাথে সাথে লেখালেখি করে কিছু অর্থ আয় করা যায়। যে কোন ফোরাম সমস্যকে ফোরাম ব্যবহার যন্তবান হতে হবে। এখানে যেমন মান সম্পন্ পোষ্ট করতে হবে তেমনি নিজের অভিজ্ঞতা তুলে ধরতে হবে। এখানে এবজন আর একজনের সহযোগী এবং পথ প্রর্দশক হিসাবে কাজ করতে হবে।
আমি ফোরামে আছি প্রায় দুবছরের মত যদিও আমি নিয়মিত পোস্ট করি না তবে ফোরামের পোস্টগুলো আমি সবসময়ই পড়ি।কারন আমি এই ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে ধারনা অর্জন করে তারপরই ট্রেডিং শুরু করেছিলাম।এখান থেকেই আমার ফরেক্স যাত্রা শুরু হয়েছিলো। আমার মনে হয় আগের মত না হলেও এখনও যথেষ্ট ভালো লিখে থাকেন অভিজ্ঞ ট্রেডাররা।
* একটি ফোরাম যে কোন ফরেক্স ট্রেডারদের খুবই ভাল কেননা এখান থেকে শেখার সাথে সাথে লেখালেখি করে কিছু অর্থ আয় করা যায়। যে কোন ফোরাম সমস্যকে ফোরাম ব্যবহার যন্তবান হতে হবে। এখানে যেমন মান সম্পন্ পোষ্ট করতে হবে তেমনি নিজের অভিজ্ঞতা তুলে ধরতে হবে। এখানে এবজন আর একজনের সহযোগী এবং পথ প্রর্দশক হিসাবে কাজ করতে হবে।