-
আপনি মেটা ট্রেডার 4 অথবা 5 এর মোবাই ভার্সনটি ডাউনলোর্ড করে নিয়ে আরামে মোবাইল দিয়ে ট্রেড করতে পারবেন। তবে আপনার ফোনটি যেন এ্যান্ড্রোয়েড সেট হয়,তাহলে আপনি যে কোন জায়গাতে যে কোন সময় মার্কেটটা অপেন করে দেখতেও পারবেন আবার প্রয়োজনবোধে ট্রেডও নিতে পারবেন। তবে এর জন্য আপনার লাগবে হল একটা উইন্ডোজ মোবাইল ফোন যা দিয়ে আপনি স্বাভাবিক ভাবে আপনার ট্রেড পরিচালনা করতে পারবেন তবে সমস্যা টা হল কাজের গতিশীলতা আর মার্কেট ওয়াচ যদিও মোবাইল ফোনের স্কিন ছোট থাকে।
-
মোবাইল দিয়েও আপনি ফরেক্স ট্রেড করতে পারবেন। তার জন্য আপনাকে এন্ড্রয়েট স্মার্ট ফোন ও ডাটা বা ওয়াই ফাই কানেকশন থাকতে হবে। তারসাথে আপনাকে গুগোল প্লে স্টোর থেকে ইন্সটাফরেক্স সফটওয়ারটি ডাউনলোড করে একাউন্ট এটাস্ট করে ট্রেড করতে পারবেন। তবে মোবাইলের স্কিন কম্পিউটারের স্কিনের তুলনায় ছোট হওয়ায় মার্কেট এনালাইসিস করতে সমস্যা হতে পারে